নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রেই সুন্দরের পূজারি। কিন্তু সৌন্দর্য খুবই ক্ষণস্থায়ী। একটা সময় পর সৌন্দর্য মলিন হয়ে যাবে। অতঃপর সৌন্দর্যের অহংকারও চূর্ণ হয়ে যাবে। আপনার সৌন্দর্য হয়তো জন্মগতভাবে পেয়েছেন, তজ্জন্য অহংকার করা আপনাকে শোভা পায় না। উত্তাধিকারসূত্রে প্রাপ্ত সৌন্দর্য নিয়ে অহংকার করার কিছুই নেই। একটি সোনার কলসি খালি পড়ে থাকলে তাকে খালিই বলা হবে যতক্ষণ না কোন কিছু দ্বারা এটি পূর্ণ করা হয়। আর কি দিয়ে পূর্ণ করবেন তা নির্ভর করছে নিতান্তই আপনার উপর।
নির্মলতা একজন কুৎসিত লোককেও সুন্দর করে তোলে। যিনি কাজে কর্মে স্বচ্ছ, স্বভাবে ধিরস্থির ও নম্র, আচরণে যিনি অনুদ্ধত, কথায় যিনি মিষ্টভাষী তিনিই তো নির্মল চরিত্রের অধিকারী। এ নির্মলতাই আসল সৌন্দর্য এবং এই সৌন্দর্য চিরস্থায়ী ও অক্ষয়। নির্মল চরিত্রের মানুষ সব সময় শ্রদ্ধেয় ও অনুকরণীয়।
আর কারো যদি এ দুটির সংমিশ্রণ ঘটে তাহলে তিনি হবেন এক অনন্য ব্যক্তিত্ব।
©somewhere in net ltd.