নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''বিনয়'' - খুব জটিল একটা বিশেষণ। কেউ ''বিনয়''কে দুর্বলতা মনে করে এবং এটা দেখাতে গিয়ে নিজের মধ্যে কেমন জানি একধরণের হীনমন্যতা অনুভব করে।এর সঠিক ব্যবহার আসলে আমরা করতে পারি না। তার মানে- ''বিনয়'' ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার না।
''বিনয়''-এর সাথে আভিজাত্যের কিছু সম্পর্ক রয়েছে। খুব ক্ষমতাশালী সফল ব্যক্তির যদি এই গুণটা থাকে তাহলে তিনি হয়ে উঠেন ''অনন্য''। আর আপাতদৃষ্টিতে আমাদের মতো সাধারণ মানের লোকদের কাছে ''বিনয়'' হচ্ছে দুর্বলতার প্রতীক।
কিন্তু এর নিয়মিত চর্চা দীর্ঘস্থায়ী সাফল্যের পথকে আরো মসৃণ করে। এমনকি কোন কোন সময়, এটি টনিকের মতো জীবনের মোড়ও ঘুড়িয়ে দিতে পারে।
©somewhere in net ltd.