নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মানবীয় গুণাবলী বিকশিত হোক, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের সম্মান নিয়ে বেচে থাকুক। বাঘ, ভাল্লুক, জন্তু-জানোয়ারের বিশেষণে যেন আর বিশেষায়িত না হয়। এ উদ্দেশ্যে আমার মিশন \"চরিত্র গঠন আন্দোলন\"।

অজয় শীল

অজয় শীল › বিস্তারিত পোস্টঃ

নতুন বছরের ভাবনা - আমরা কি করি? আমাদের কি করা উচিৎ?

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫



আপনি যদি কাউকে এখন জিজ্ঞাসা করেন, “কেমন আছেন?” তার উত্তরে তিনি সচরাচর কি বলেন – ‘এইতো ভাই, চলছে কোন রকম’, ‘আছি মোটামুটি’, ‘ভালো নেই ভাই, সংসারে অশান্তি’, ‘ভালো কোত্থেকে ভাই, ভালোর দিন শেষ’ কিংবা বলবেন ‘আছি---’ (সাথে একটা দীর্ঘশ্বাস)। এই কথা গুলি শুনতে আমরা অভ্যস্ত। এই কথাগুলো আমরা পরিচিতজনদেরই বলি। কেউ কেউ আবার কারো খারাপ থাকার খবর শুনতেই ভালবাসে। এ ধরণের লোকদের সামনে যদি কোয়ান্টাম মেথডের ভাষায় ‘বেশ ভাল আছি’ বলেন তাহলে উনার কিছুটা হিংসে হতে পারে। ভেতরে ভেতরে জ্বলতে পারে আর টেকনিক্যালি সর্বাত্মক চেষ্টায় চাইবেন আপনাকে একটু খারাপ রাখতে। এ আহাম্মকের দল গুলো সব সময় ছিদ্রান্বেষণে তৎপর থাকে। আমরা নিজের দুর্ভাগ্য নিজেই গড়ি। আমি যদি পরীক্ষায় খারাপ করি তাহলে চাইব পৃথিবীর সবাই যেন পরীক্ষায় খারাপ করে। কারো ভালো শুনলে হিংসেই জ্বলে উঠি। একটা বালতিতে কিছু কাঁকড়া রাখলে একটি কাঁকড়া সর্বাত্মক চেষ্টায় উঠতে চাইলে অন্য কাঁকড়া গুলো টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে দেয়। ফলে কোনটিই আর উপরে উঠতে পারে না।
মানুষ নিজেকে সব চেয়ে সেরা মনে করে। নিজের সম্পর্কে সব সময় সচেতন থাকে। নিজের পছন্দ, রুচি, চালচলন, পোশাকআশাক সব কিছুতে একটু সচেতন। কিন্তু ভাবতে অবাক লাগে মানুষের দৃষ্টিটা থাকে বাইরের দিকে। আমরা সবসময় অন্যকে অনুসরণ করি, অন্যের মতন হতে চাই, অন্যের সাথে নিজেকে তুলনা করি। কখনো আজকের ‘আমি’কে কালকের ‘আমি’র সাথে তুলনা করি না। এজন্যই পরচর্চা আমাদের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

কারো ক্ষতি কামনা করে আপনি কি আসলে সুখে থাকতে পারেন? এক কথায় ‘না’। একজন লোক একটি আশ্চর্য প্রদীপ পেয়েছিল। প্রদীপ ঘষলেই দৈত্য এসে বলল “হে মালিক, আপনি যা চাইবেন তাই পাবেন কিন্তু আপনার প্রতিবেশী তারচেয়ে দ্বিগুণ পাবেন”। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, পাকা দালান যাই চাচ্ছেন উনার প্রতিবেশীর দ্বিগুণ হয়ে যাচ্ছে। আপনিই বলুন, আপনার কি আর ভাল লাগবে? আপনার কল্যাণে বিনা চেষ্টায় আপনার প্রতিবেশী আপনার চেয়ে দ্বিগুণ সম্পত্তির অধিকারী হচ্ছেন। এরপর উনি চাইলেন উনার একচোখ যেন অন্ধ হয়ে যায়। অমনি উনার প্রতিবেশীর দুটা চোখ অন্ধ হয়ে গেলো। লোকটার খুশিতে আর পায় কে।

এভাবে আমরা প্রতিনিয়ত অন্যের ক্ষতি চিন্তা করে বা ক্ষতি করে তুলনামূলক ভাবে ওঁর চেয়ে ভাল থাকার চেষ্টা করি। কিন্তু বুঝতে পারিনা – আমাদের আসলে নিজের স্থানের কোন পরিবর্তন হয়নি বরঞ্চ আরো নিচে নেমে পড়েছি।

তাহলে আমাদের কি করা উচিৎ?
প্রথমতঃ সব সময় নিজের সাথে নিজের তুলনা করা উচিৎ। দ্বিতীয়তঃ প্রতিনিয়ত অন্যের কল্যাণ চাওয়া উচিৎ। তৃতীয়তঃ নিজের কোন কল্যাণে অন্যের প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ।

অন্যের চেয়ে যেকোন উপায়ে নিজের ভাল থাকায় সার্থকতার কিছু নেই। বরং নিজে চেষ্টা করে যদি পূর্বের অবস্থান থেকে নিজেকে একটা ধাপও আগানো যায়, সেটাই হবে উন্নতি আর সেটাই হবে সার্থকতা। - এই হোক আমাদের নববর্ষের অঙ্গীকার।

গত বছরের চেয়ে নতুন বছর সকলের অবস্থান হোক সর্বাঙ্গীণ সুন্দর ও উদ্ভাসিত।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বছর তো একটা হিসাব মাত্র।
সব তো আগের মতোই আছে।

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫১

অজয় শীল বলেছেন: প্রতিটি দিন তো একই রকম দেখতে পার্থক্যটা আমরাই তৈরি করি। নববর্ষ বলেন কিংবা জন্মদিন বলেন দিনের পার্থক্যটা আমরা উপলব্ধি করি অন্তরে। সুতরাং প্রতিটি দিনকেই আমরা নতুন ভাবে সাঁজাতে পারি এবং সেই সাথে উপভোগ করতে পারি নিজের মতো করে।

২| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯

বিজন রয় বলেছেন: পরিকল্পনা অনুযায়ী সবসময় সবকিছু হয় না।

আমাদের শুধু কাজ করে যেতে হবে।

ভালো লিখেছেন।
শুভকামনা।

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪

অজয় শীল বলেছেন: আমরা পরিকল্পনা তৈরি করি কাজের স্পৃহা বাড়ানোর জন্য। সবকিছু কখনোই পরিকল্পনা মাফিক হয় না। তবে পরিকল্পনার মাধ্যমে আমরা মানসিক ভাবে অনেকটা এগিয়ে থাকি। অশেষ ধন্যবাদ আপনাকে।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার বলেছেন...
নতুন বছরের শুভেচ্ছা...

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৫

অজয় শীল বলেছেন: নতুন বছর আপনার জীবনে সাফল্য বয়ে আনুক এ কামনা করি।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আশেপাশের মানুষগুলো যাই বলুক, যাই চাক, নিজেকে নিজে সুখী ভাবা, নিজের থাকা জিনিসে নিজের সন্তুষ্ট থাকা বোধ করি সবার আগে প্রয়োজন।

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৬

অজয় শীল বলেছেন: যথার্থ বলেছেন। নতুন বছরের শুভেচ্ছা!

৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮

শেরজা তপন বলেছেন: একদম সত্য কথন।সহমত আপনার সাথে ভালো থাকবেন।
জগতে এর পরেও কিছু ভালো মানুষ রয়ে গেছেন যারা নিজের না চেয়ে বাকি সবার ভালো চান।

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭

অজয় শীল বলেছেন: ভালো মানুষ গুলো আছে বলেই তো আমরা এখনো বেঁচে থাকার অনুপ্রেরণা পাই। অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: শুধু ভালো ভালো চিন্তা ভাবনা করলেই হবে না।
ভালো ভালো কাজ করে দেখিয়ে দিতে হবে।

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭

অজয় শীল বলেছেন: ঠিক কথা।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: যে কোন ভাবেই আমরা সবাই ভাল থাকতে চাই। তা সে অন্যের ক্ষতি করে কিংবা নিজের যোগ্যতা ও সামর্থ্যের বাইরে থেকে।

তবে জীবনে আসলে কারো সাথে নিজেকে তুলনা করে নিজের যা আছে তাতে তৃপ্ত থেকে বা চাহিদা সীমিত করার সাথে সাথে অন্যের মংগল কামান করেই জীবন অতিবাহিত করা উচিত এবং এটাই সৃষ্টিকর্তা কর্তৃক নির্দেশিত ও কল্যাণের পথ।

নতুন বছরের শুভেচছা ভাইজান।

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮

অজয় শীল বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি তো আলহামদুলিল্লাহ বলি বুক ফুলিয়ে

আলহামদুলিল্লাহ ভালো আছি

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০১

অজয় শীল বলেছেন: সর্বাবস্থায় স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকা মহত্ত্বের লক্ষণ। নতুন বছরের শুভেচ্ছা রইলো!

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩

নাহল তরকারি বলেছেন: আগে মানুষের উপকার করতাম। এর জন্যেও নানান জনের প্রসংশাও পেয়েছি। কিছু কিছু লোকের কথা শুনে বুঝা যেতো যে উনি, আমার প্রতি হিংসে মনোভাব পোষণ করছেন। যার কারনে এখন কারো সাথে তেমন মিশি না।

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৬

অজয় শীল বলেছেন: সংসারে কুটিল লোকদের এড়িয়ে চলুন এবং সাধারণের যথাসাধ্য উপকার করে যান। উপকারে একটা স্বর্গীয় প্রশান্তি আসে যা অন্য কোনভাবে পাওয়া যায় না। একটা কথা আছে না "তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই"। কে কি বললো না বললো তার তোয়াক্কা না করে মানব কল্যাণমূলক কাজে সামিল হয়ে নিজেকে এক অনন্য অবস্থানে নিয়ে যান। নতুন বছরের জন্য শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.