![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ব্যস্ততার মাঝে
এক খন্ড অবসর তুমি
ছন্দের বুকে পতন ঘটানো কবিতার
হারিয়ে যাওয়া পংক্তি তুমি
কষ্টের ভাজে ভাজে লুকিয়ে থাকা
এক রত্তি সুখ তুমি
কামনার সর্বগ্রাসী রূপকে অগ্রাহ্য
করে মনের দিপীরন তুমি
তিমির অন্ধকারে আলোর
বিচ্ছুরন তুমি
সুশৃঙ্খল সামাজিকতা ডিঙিয়ে
স্বপনচারিণীর অবাধ্যতা তুমি
তুমি শুধু তুমি
কেবল আমার তুমি।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে।