![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০১
সুখ পাখি উড়ে যাবে
মনের গহীনে নীড় বাঁধবে
সমাজের পায়ে বেঁড়ি দেবে
তোমার পাঁজরে রিং পরাবে।
০২
থাক থাক কিচ্ছু
দিতে হবেনা
যবে লাগবে গায়ে অনল
তবে আমায় দোষ দেবেনা।
০৩
অনেক হলো স্নায়ুযুদ্ধ
করলেম তোমায় দ্বাররুদ্ধ
যুগল ভালোবাসায় হলাম মুগ্ধ।
শরীর আমার
সঙ্গসুখ তোমার
জরায়ু আমার ভ্রুন স্থাপন তোমার
মুখ আমার
বাক স্বাধীনতা তোমার
দৈহিক গঠন আমার
পোশাক নির্বাচন তোমার
পারিপার্শ্বিকতা আমার
বিস্তৃতির সীমারেখা তোমার
জীবন আমার
যাপনের অধিকার তোমার
মন আমার পীড়নের দায় তোমার
বিয়েটা দুজনার
বাতিলের সিদ্বান্ত শুধু তোমার।
ভাষায় ছিলনা বেগ
মনে ছিলনা আবেগ
নিঃশ্বাসে ছিলনা বিশ্বাস
প্রানে ছিলনা স্পন্দন
তবে জাগলো কেন ধরনী?
আসলো আমার অরনী
থামলো যেন অশনী
বাজলো এবার নূপুর নিক্কনী।
আমার বিশালতার বীরত্ব তুমি
আমার বিষাদে মুখরতা তুমি
আমার স্বপ্নের অনল তুমি
সময়েক দেখিয়ে দেওয়া বুড়ো আঙুল তুমি
আমার সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া
ভি চিহ্ণ তুমি।
অনেক ব্যস্ততার মাঝে
এক খন্ড অবসর তুমি
ছন্দের বুকে পতন ঘটানো কবিতার
হারিয়ে যাওয়া পংক্তি তুমি
কষ্টের ভাজে ভাজে লুকিয়ে থাকা
এক রত্তি সুখ তুমি
কামনার সর্বগ্রাসী রূপকে অগ্রাহ্য
করে মনের দিপীরন তুমি
তিমির অন্ধকারে আলোর
বিচ্ছুরন তুমি
সুশৃঙ্খল সামাজিকতা...
মনে লেগেছে হিড়িক
সময় চলে রিমিক দিমিক
বিষাদ বলে ঘুচলো তবে
আগামী বলে চলো তবে
স্বপ্ন বলে দেখবো যবে
রাতের আঁধার ফুরাবে তবে।
যে ভালোবাসা
জাগ্রত করে চলে গেলে
সে ভালোবাসা
রুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেয়নি তোমা হতে।
কাঁদতে কাঁদতে যেখানে
মানুষ হয় নীলকন্ঠ
সেখানে আমি হয়েছি পারিজাত,
তথাপিও বিকশিত না হওয়ার দায়ে বিমুগ্ধতা হারায়নি
মনকে প্রবোধ দিয়েছি
যাবতীয় অস্থিরতা শিকেয় তুলে
জীবনের...
বিস্মৃতির অতলে হারাতে দিইনি
অভ্যন্তরের অভিপ্রায় গুলি
কারন আনত আননের চোরাচাহনি
কেবলি করতো এলোমেলো।
জীবনের বহমানতায় জানি
আসবেনা দীপশিখা হয়ে
তবুও নিভতে দিবনা এই অনল
আমি বুক পেতে।
অনুকাব্য
ভালোবেসে কাঙাল হবো
অশ্রুজলে গা ভাসাবো
স্বসপ্নটাকে বাজি ধরবো
অপরাহ্ণে তোমায় কাঁদাবো।
©somewhere in net ltd.