নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের মাঝে একটা আলো প্রজ্জ্বলিত, আর সে মনোময় মুগদ্ধতার নাম বোধকরি কবিতা

সুখপাখি সোমা

সুখপাখি সোমা › বিস্তারিত পোস্টঃ

আমার আমিত্ব

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

যে ভালোবাসা
জাগ্রত করে চলে গেলে
সে ভালোবাসা
রুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেয়নি তোমা হতে।
কাঁদতে কাঁদতে যেখানে
মানুষ হয় নীলকন্ঠ
সেখানে আমি হয়েছি পারিজাত,
তথাপিও বিকশিত না হওয়ার দায়ে বিমুগ্ধতা হারায়নি
মনকে প্রবোধ দিয়েছি
যাবতীয় অস্থিরতা শিকেয় তুলে
জীবনের গতিময়তা ছন্দ হারিয়েছে বারংবার
তবু সময় বলেছে
থমকে থেকো একবার।
যুক্তি বলেছে ভর করো
আর আশপাশ বলেছে হাল ধরো
পরিজন বলেছে
সাচ্ছন্দ্য গননা করো
কিন্তু মন বলেছে
মন পবনের নাও ভাসিয়ে চলো।
এ যে আমা হতে আমার আমিত্বকে বিচ্ছিন্ন না করার আরাধ্য
সে কি তোমা হতে পাওয়া নয়?
কৃতজ্ঞতা জানানোর মত ধৃষ্টতা দেখাতে পারছিনা
তবে পরিবর্তিত হবোনা
সে বলে রাখা যায়
ভালো থাকবে তোমার জগত নিয়ে সবসময়
শুধু আমি ব্যতিরেকে....

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

জাহিদ নীল বলেছেন: VALO LAGLO

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

সুখপাখি সোমা বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: জীবনের গতিময়তা ছন্দ হারিয়েছে বারংবার
তবু সময় বলেছে
থমকে থেকো একবার।
যুক্তি বলেছে ভর করো
আর আশপাশ বলেছে হাল ধরো
পরিজন বলেছে
সাচ্ছন্দ্য গননা করো
কিন্তু মন বলেছে
মন পবনের নাও ভাসিয়ে চলো।
চমৎকার লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.