নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইয়্যিদুল আইয়াদ, মুবারক হো!!

সুলতানা১২

পবিত্র ঈদে মীলাদুননবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালিত হোক বছরব্যাপী।

সুলতানা১২ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতাসীন আ’লীগ সরকার কি তাদের নামে প্রচারিত এসব বদনাম মুছতে পেরেছে? নাকি তারা বদনামের বোঝা আরো ভারি করেছে?..

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭





স্বাধীনতা উত্তর এদেশের নব প্রজন্ম জন্ম থেকেই শুনে আসছে যে,







* ‘আওয়ামী লীগ মানেই হিন্দু-নস্তিকদের দল।’



* ‘আওয়ামী লীগ মানেই ভারতের দালাল।’



* ‘আওয়ামী লীগ মানেই ইসলাম বিরোধী।’



* ‘আওয়ামী লীগ আসলে ’৭২-এর সংবিধান পুনর্জীবিত করবে।’



* ‘আওয়ামী লীগ আসলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না।’



* ‘আওয়ামী লীগ আসলে সর্বশক্তিমান আল্লাহ পাক-এর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস- একথা উঠে যাবে।’



* ‘আওয়ামী লীগ আসলে ইসলামী আবহ থাকবে না।’



* ‘আওয়ামী লীগ আসলে টুপি পরা যাবে না-দাড়ি রাখা যাবে না।’



* ‘আওয়ামী লীগ আসলে ওযূর পানি পাওয়া যাবে না।’



* ‘আওয়ামী লীগ আসলে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে।’



* ‘আওয়ামী লীগ আসলে কথিত আলিম-উলামাদের বিরুদ্ধে নির্যাতন বেড়ে যাবে।’



* ‘আওয়ামী লীগ আসলে দেশ থাকবে না, এ দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে।’

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

মদন বলেছেন: ভাইজান কি আওয়ামীলীগের অন্ধ ভক্ত? :)

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

সুলতানা১২ বলেছেন: হয়তোবা চক্ষুষ্মান ভক্ত!

২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

সরোজ রিক্ত বলেছেন: বদনাম? এটা তো সত্যি, আর সেই ধারণা বদ্ধমূল করছে।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

সুলতানা১২ বলেছেন: হয়তোবা তারা তাদের(ইসলামবিরোধী) ছাড়া নিজেদের বিকলাঙ্গ মনে করে।

৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮

ইব্রাহিম মন্ডল বলেছেন: আওয়ামী লীগের হিন্দু কার্ড এখন অচল, এটা হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা সম্প্রতি খানিকটা বুঝতে শুরু করেছেন।
মূলত আওয়ামী লীগ নাস্তিক বান্ধব। তারা এদের খুশি করতে সব ধরণের অপকৌশল বা কূটকৌশল করতে দ্বিধা করবে না। করছেও।

পরামর্শ :
এদের কূটকৌশল থেকে নিজেকে বাচাতে হলে অন্য ধর্মের প্রতি সচেতন হোন। পাড়ায় পাড়ায় নাগরিক নিরাপত্তা গড়ে তুলুন। আওয়ামী লীগের নাস্তিকবান্ধবদের চিহ্নিত করুন। তাদের শব্দ, ভাষার টুইস্টিং করা বুঝতে শিখুন এবং মানুষের কাছে এর ব্যাখ্যা তুলে ধরুন।
শাহবাগিদের আন্দোলন বিলাসী হলেও ন্যায়ের পথের সংগ্রাম কখনই আয়েশের হয় না। মানুষের মৃত্যু নিয়ে ইতিমধ্যে তারা মশকরা শুরু করেছে। তাদের সহ-ষড়যন্ত্রকারীরা ইতিমধ্যে ঘোষণা দিয়ছে কিছু প্রাণ যদি যায়ও তবু তাদের সহিংসা বন্ধ করবে না। আওয়ামী লীগ কিছুটা বুঝতে পেরেছে যে ভোটের রাজনীতিতে তারা হেরে গেছে। কিন্তু এর রাশ টেনে ধরতে পারছে না তাদের পাপি বামদের জন্য। বামরা সবসময় চায় সহিংসা ছড়িয়ে পড়ুক। আর ঘোলা পানিতে তারা মাছ শিকার করবে।

অন্য প্রসঙ্গ :
আজ দেখলাম দিগন্ত টেলিভশনের অনলাইন ব্রডকাস্টিং বন্ধ। অর্থাৎ সকল চ্যানেল দেখা গেলেও দিগন্ত টেলিভিশন দেখা যাচ্ছে না। বুঝতেই পারছেন হায়েনাদের মতো তারা হন্যে হয়ে উঠেছে। এই রক্তপিপাসুর দল বামরা পুরো দেশকে জাহান্নাম করে ছাড়বে। যে যেখানেই আন্দোলন গড়ে তুলছে তাদের সহায়তা করুন। আর দৃষ্টিকে সজাগ রাখুন যাতে বামরা কোনো ষড়যন্ত্র করতে না পারে, করলেও তা মোবাইল ফোনে ফুটেজ পাঠান অন লাইনে বা ফেইসবুকে। ওদের দোসর মিডিয়ার উদ্দেশ্য ইতিমধ্যে নিশ্চয় বুঝতে পেরেছেন। এর বিপরীতে নিজেদের বুদ্ধিকে কাজে লাগানো অতীব জরুরি।

শেষ কথা :
কোনো সস্তা স্লোগান নয়। যা বিশ্বাস করেন, যে বিশ্বাস অন্যের কাছে গ্রহণযোগ্য সেটাই প্রচার করুন। সকল বিশ্বাসী মানুষকে এক করার চেষ্টা এখন সময়ের দাবী। সে যে ধর্মেরই হোক না কেন, জেনে রাখবেন এ যুদ্ধ বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে। কিন্তু অবিশ্বাসীরা ছদ্মবেশে অন্যধর্মের মানুষকে পুতুল হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। সেটা হতে দেবেন না। বরং তাদের নিরাপত্তার জন্য নিজের প্রাণ দিয়ে হলেও প্রমাণ করুন - বিশ্বাসীরা সব এক সম্প্রদায়ভুক্ত।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩

সুলতানা১২ বলেছেন: রাজনীতি হলো খেলার মাঠের মতো, এখানে আদর্শ গৌন বিষয়।
/
আ’লীগ ধর্মব্যবসায়ীদের বিরোধিতা করতে নয় বরং প্রতিপক্ষকে দমন করতে গিয়ে স্বাভাবিকভাবেই ধর্মবিদ্বেষীদের সহযোগিতা নিচ্ছে।

৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

আহলান বলেছেন: আওয়ামিলীগ বিএনপি ছাড়ুন, এরশাদের কথা ভাবুন ... সে থাকলে দেশে এতো খারাপ খারাপ লোক এমপি মন্ত্রী হতে পারতো না ..... এখনো এরশাদের বানানো রাস্তা দিয়েই মানুষ চলা ফেরা করে .... চীর যৌবনের অধিকারী এরশাদ ..... ;) ;) ;) =p~ =p~

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

সুলতানা১২ বলেছেন: আপনার কথার জবাবে আমি চলে আসবো আমাদের পুরুষতান্ত্রিক সমাজের দিকে।
আমাদের পুরুষতান্ত্রিক সমাজের কারনেই পুরুষতান্ত্রিক রাজনীতি ও নেতৃত্ব এখানে বেশি কার্যকর। তাই এরশাদ চারিত্রিক ত্রুটি স্বত্বেও হাসিনা খালেদার চেয়ে দেশকে বেশি কিছু দিতে পেরেছে।

৫| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

বিডি আমিনুর বলেছেন: সম্পূর্ণ সত্য নয় ৯৯% সত্য।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

সুলতানা১২ বলেছেন: বিষয়টি পার্সেন্টে প্রকাশ করার মতো নয়

৬| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫

মদন বলেছেন: * ‘আওয়ামী লীগ মানেই হিন্দু-নস্তিকদের দল।’
- হিন্দুরা সাধারন ভাবেই আওয়ামলীগকে পছন্দ করে। এটি দোষের নয়। নাস্তিকরা আওয়ামীলীগরে পছন্দ করলে আওয়ামীলীগ কি করবে?

* ‘আওয়ামী লীগ মানেই ভারতের দালাল।’
- দালাল হোক বা না হোক, তারা ভারতকে পছন্দ করে এমনকি দেশের ক্ষতি করে হলেও ভারত প্রেমের একাধিক দৃষ্টান্ত উপস্থাপন তারা করেছে।

* ‘আওয়ামী লীগ মানেই ইসলাম বিরোধী।’
- মনে হয় না, কিন্তু তাদের অনেক মন্ত্রী এমপি, নেতৃবৃন্দ কখনও কখনও এমন ইসলাম বিরোধী কথা বলে তখন কষ্ট লাগে।

* ‘আওয়ামী লীগ আসলে ’৭২-এর সংবিধান পুনর্জীবিত করবে।’
- কিছুদিন আগেই তো হইচই হয়ে গেলো, সুযোগ পেলে করবে এটি নিয়ে আর সন্দেহ আছে?

* ‘আওয়ামী লীগ আসলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না।’
- তুলে দিয়েছে কি?
* ‘আওয়ামী লীগ আসলে সর্বশক্তিমান আল্লাহ পাক-এর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস- একথা উঠে যাবে।’
- ???

* ‘আওয়ামী লীগ আসলে ইসলামী আবহ থাকবে না।’
-- ...
* ‘আওয়ামী লীগ আসলে টুপি পরা যাবে না-দাড়ি রাখা যাবে না।’
- দাড়ি-টুপির উপর ছাত্রলীগের একটি হাল্কা বিদ্বেষ আছে। :)

* ‘আওয়ামী লীগ আসলে ওযূর পানি পাওয়া যাবে না।’
- দেশে পানির অবাব পড়ছে??? :)

* ‘আওয়ামী লীগ আসলে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে।’
- তাই?

* ‘আওয়ামী লীগ আসলে কথিত আলিম-উলামাদের বিরুদ্ধে নির্যাতন বেড়ে যাবে।’
- কথিত (?) কারা?

* ‘আওয়ামী লীগ আসলে দেশ থাকবে না, এ দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে।’
- এটি অনেক বিস্তারিত আলোচনার দাবী রাখে। এ বছরে কি হয়েছে জানিনা, গত বছরের স্কুলের বই ইন্ডিয়া থেকে চাপানো হয়েছে, দেশের ক্ষতি করে ইন্ডিয়াকে ট্রানজিট দেয়া নিয়ে হইচই তো হচ্ছেই, তিস্তা নদী নিয়ে কাহিনী চলছেই। আধুনিক যুগে দেশ বিক্রি করা লাগে না, আরেক দেশের মুখাপেক্ষি হলেই চলে। আওয়ামীলীগের ইন্ডিয়াপ্রীতি গোপন কিছু কি?

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

সুলতানা১২ বলেছেন: রাজনীতির মেরুকরনই সাধারন মানুষকে আজ বিভ্রান্ত ও দোটানায় রেখেছে।

৭| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

দিদিমা বলেছেন: লড়াই হবে ঢিসুম ঢিসুম।

৮| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

ইব্রাহিম মন্ডল বলেছেন: আওয়ামী লীগ তো নিজেই ধর্মব্যবসায়ী। এখানে বলা উচিৎ, প্রতিযোগিীকে সায়েস্তা করতেই এমনতর হায়েনা হয়ে উঠা।

আমি কী সঠিক জায়গায় আলো ফেলতে পারলাম?

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

সুলতানা১২ বলেছেন: ধর্মবিরোধিতাও একপ্রকার ধর্মব্যবসা, আদর্শের রাজনীতি কোথাও নেই--

৯| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

ইব্রাহিম মন্ডল বলেছেন: এবার আপনার সূত্রটি পেয়েছি। মন্দ লাগেনি। যুক্তি তো একটা আছে। একটি সন্দেহ উকি দিচ্ছে অর্থাৎ এর বিপরীতে ধর্মের পক্ষে থাকাও সম্ভবত ব্যবসার মধ্যে পড়ে যাবে। একটু ভাবুন। আমি কোনো গেড়াকলে আটকে থাকতে চাই না। বেরিয়ে আসতে চাই। যখন আমাকে তাড়া করবে তখন কোনো বাধনই আমাকে বেধে রাখতে পারবে না।

শুধু যুক্তিহীনভাবে প্রভু - আমার পরম সৃষ্টি কর্তাকে মান্য করি। আর কোনো কিছুকেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে রাজি নই।

১০| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

কিংবদন্তী হাসিব বলেছেন: মদনের বিশ্লেষণ সমূহ ভাল লাগল।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

সুলতানা১২ বলেছেন: হি ইজ এ গ্রেট মদন

১১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

মো ঃ আবু সাঈদ বলেছেন: মদনের বিশ্লেষণ সমূহ ভাল লাগল।

১২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

ঢাকাবাসী বলেছেন: আহলান বলেছেন আওয়ামিলীগ বিএনপি ছাড়ুন, এরশাদের কথা ভাবুন ... সে থাকলে দেশে এতো খারাপ খারাপ লোক এমপি মন্ত্রী হতে পারতো না ..... এখনো এরশাদের বানানো রাস্তা দিয়েই মানুষ চলা ফেরা করে .... চীর যৌবনের অধিকারী এরশাদ ..... ;) ;) ;) =p~ =p~
সহমত।

১৩| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

কান্টি টুটুল বলেছেন:

আসলেই কি এটা স্লো-পয়জনিং......নামক বিষ...যা আমাদের ভবিষ্যত প্রজন্মকে বিকলাঙ্গ করার মিশন???...


উপরের লেখা যুক্ত পোষ্ট টি আপনি নিজেই সরিয়েছেন?

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

সুলতানা১২ বলেছেন: না, ভাই সামু সরিয়েছে

১৪| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

উদাসী স্বপ্ন বলেছেন: এইডসের উপর লেখাটা চলে গেলো কেন?

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬

সুলতানা১২ বলেছেন: বুঝিনা.....হঠাৎ কইরা কোন মডু আমার উপর খেপলো মনে হয়

১৫| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

নিয়েল ( হিমু ) বলেছেন: সংবিধানে বিসমিল্লাহ থাকা এবং হারাম পণ্য মদ বিক্রির লাইসেন্স দেয়ার কথা থাকা ঠিক কতটা যৌক্তিক ।
এখন আগামী কাল যদি অন্য ধর্মাবলাম্বীরা বলে তাদের ধর্মিও বানীও সংবিধানে থাকতে হবে তখন কি জবাব দিব ?
আর আপনি বিসমিল্লাহ বলবেন কি বলবেন না এটা আপনার ধর্মিও ব্যাপার নয় কি ?

বাকি গুলোর উত্তর দিতে পারব না । মুসলমান হিসেবে আমার ধর্মিও তাগিদ থেকে একটার উত্তর দিতে চেষ্টা করলাম মাত্র ।

১৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

লুক্কায়িত বলেছেন: নিয়েল (হিমু) ভাই মদ বিক্রির লাইসেন্স দেয়া ঠিক হয়নি এটা আমি মানলাম। কিন্তু আপনি কি খেয়াল করেছেন আপনার যুক্তিটা অনেকটা এরকম যে, সংবিধান এ বিসমিল্লাহ থাকল আর আমরা ইসলামী শরীয়াহ কেন পালন করবনা?? তো ভাই আপনি কি ইসলামী শরীয়াহ মানবেন?? আসলে আমাদের পরিবেশ টা এখন এমন হয়েছে যে, আমরা হয়তো তা পারছিনা। আল্লাহ তায়ালা হয়তো আমাদের ক্ষমা করতে পারেন। আর আমরা হয়তো আমাদের ধর্ম পরিপূর্ণ ভাবে পালন করতে পারছি না তাই বলে তো আমরা আমাদের ধর্মের সবকিছু নিশ্চয়ই বাদ দিয়ে দেই নি, আমরা তো আমাদের ধর্মের রীতি নীতি গুলো সর্বচ্চো পালন করার চেষ্টাটা তো করি। কিন্তু একবারে নিশ্চয়ই সব বাদ দিয়ে স্রস্টা কে অবিশ্বাস করতে পারি না। আমরা তো কোন ভাল কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করি বা কোন কিছুর শুরুতে বিসমিল্লাহ থাকে তো এখানে বিসমিল্লাহ থাকতে সমস্যা টা কই?
আর গণতন্ত্র বা অন্য যে কোন তন্ত্র তেই আপনি ১০০% মানুষ কে সন্তুষ্ট রাখতে পারবেন না। এখন অন্য দলের কেউ যদি বলে যে আমি বিএনপি কে ক্ষমতায় চাই তাহলেই কি হবে নাকি?? আর বাংলাদেশের যেহেতু ৮০% ই ইসলামী ধর্মাবলম্বী তো তাদের ইচ্ছার প্রতিফলন হওয়াই তো উচিত। এটার মানে তো আর এটা না যে অন্যরা সেকেন্ড ক্লাস হয়ে গেল। তাহলে তো বলতে হবে সরকার বিরোধী যারা আছে তারাও সেকেন্ড ক্লাস হয়ে গেল।

১৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫১

লুক্কায়িত বলেছেন: লুক্কায়িত বলেছেন: নিয়েল (হিমু) ভাই মদ বিক্রির লাইসেন্স দেয়া ঠিক হয়নি এটা আমি মানলাম। কিন্তু আপনি কি খেয়াল করেছেন আপনার যুক্তিটা অনেকটা এরকম যে, সংবিধান এ বিসমিল্লাহ থাকল আর আমরা ইসলামী শরীয়াহ কেন পালন করবনা?? তো ভাই আপনি কি ইসলামী শরীয়াহ মানবেন?? আসলে আমাদের পরিবেশ টা এখন এমন হয়েছে যে, আমরা হয়তো তা পারছিনা। আল্লাহ তায়ালা হয়তো আমাদের ক্ষমা করতে পারেন। আর আমরা হয়তো আমাদের ধর্ম পরিপূর্ণ ভাবে পালন করতে পারছি না তাই বলে তো আমরা আমাদের ধর্মের সবকিছু নিশ্চয়ই বাদ দিয়ে দেই নি, আমরা তো আমাদের ধর্মের রীতি নীতি গুলো সর্বচ্চো পালন করার চেষ্টাটা তো করি। কিন্তু একবারে নিশ্চয়ই সব বাদ দিয়ে স্রস্টা কে অবিশ্বাস করতে পারি না। আমরা তো কোন ভাল কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করি বা কোন কিছুর শুরুতে বিসমিল্লাহ থাকে তো এখানে বিসমিল্লাহ থাকতে সমস্যা টা কই?
আর গণতন্ত্র বা অন্য যে কোন তন্ত্র তেই আপনি ১০০% মানুষ কে সন্তুষ্ট রাখতে পারবেন না। এখন অন্য দলের কেউ যদি বলে যে আমি বিএনপি কে ক্ষমতায় চাই তাহলেই কি হবে নাকি?? আর বাংলাদেশের যেহেতু ৮০% ই ইসলাম* ধর্মাবলম্বী তো তাদের ইচ্ছার প্রতিফলন হওয়াই তো উচিত। এটার মানে তো আর এটা না যে অন্যরা সেকেন্ড ক্লাস হয়ে গেল। তাহলে তো বলতে হবে সরকার বিরোধী যারা আছে তারাও সেকেন্ড ক্লাস হয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.