![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা পড়ে অনুভব করাটা যেমন আনন্দের তেমনি সে কবিতা অন্যের মুখে আবৃত্তি হিসেবে শোনাও কম আনন্দের না। এতটা আবেগ দিয়ে একেকটা শব্দের উচ্চারণ ভেতরটা ছুঁয়ে যায় যেন। আমি বরাবরই আবৃত্তির মুগ্ধ শ্রোতা। একটা সময় ছিল নতুন নতুন আবৃত্তি খুঁজে বের করতাম বিপুল উৎসাহ নিয়ে। এখন উৎসাহ থাকলেও সময় কই। এক প্রিয় বন্ধুর কল্যাণে আবৃত্তিটা শোনার সুযোগ হল দু'দিন আগে। তারপর যে কতবার শুনেছি। শুনছি আর ভাবছি নিজের সাথে এত মিলে যাচ্ছে কেন!
যখন তুমি বার্তা পাঠাও - কেমন আছো?
মন আকাশে মেঘরা নামে, বলে - নাছো
উড়তে থাক রোদের সাথে, ভিজতে থাক ধীরে
মেঘ গুড়গুড়, রোদ ঝলমল হৃদয়টা পাই ফিরে।
সত্যি, আমি কেমন আছি, কেমন থাকতে পারি?
আমিতো নই অবুঝ সবুজ, আমি এখন নারী
ঘর করছি, সংসারেতে পুরোটা দেই প্রাণ
প্রিয় কোন সুরে ডুবে শুনিনাতো গান।
এদিক সেদিক মনটা যাবে তেমন সুযোগ কই
ঘরকন্যার অন্য কাজ আর রাঁধছি অবশ্যই
বিলাস আমার রান্নাঘরে, বিলাস প্রাত্যহিকে
গোপন মনের ইচ্ছের রঙ বরাবরই ফিকে।
আমি কেমন আছি, সত্যি আমি কেমন থাকতে পারি
আমাকে যে জড়িয়ে আছে বারো হাতের শাড়ি
কেমন আছি ভুলেই থাকি রাত্রি এবং দিন
তোমার একটা বার্তা এসে করেছে স্বাধীন।
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০
নীল সঞ্চিতা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনিও ভাল থাকুন। শুভকামনা থাকল।
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬
জহুরুল কাইয়ুম বলেছেন: ''আমাকে যে জড়িয়ে আছে বারো হাতের শাড়ি'' সত্যিই অন্যরকম কথা। ভাল লাগলো।
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫১
নীল সঞ্চিতা বলেছেন: অনেক
ধন্যবাদ।
শুভ সকাল।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
আবু শাকিল বলেছেন: কবিতার প্রতি আপনার বেশ টান ।
কবিতা লিখতে থাকেন।সেটা আবৃত্তি সহকারে পোষ্ট দিবেন।
দাবি জানিয়ে গেলাম এবং অনুসরণ করছি ।
ধন্যবাদ ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৭
নীল সঞ্চিতা বলেছেন: সে দুঃসাহস করিনা ভাইয়া।
আপনার জন্য অনেক শুভকামনা।
শুভ রাত্রি।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৫
অতঃপর হৃদয় বলেছেন: Just Awesome Poem শুভেচ্ছা নিয়েন লেখক।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
নীল সঞ্চিতা বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
তুষার কাব্য বলেছেন: আবৃত্তি আমারও বরাবরই খুব পছন্দের । একটা সময় ছিল যখন এর সাথেই ছিল বসবাস । এখন কিছুটা দূরে চলে আসলেও একদম বিচ্ছিন্ন হয়ে যাইনি ।তাই যখনই সামনে কিছু পাই গোগ্রাসে গিলি।এটাও দারুন লাগলো ।
শুভেচ্ছা জানবেন ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫
নীল সঞ্চিতা বলেছেন: আপনার আবৃত্তি পছন্দ জেনে ভাল লাগছে।
ভাল থাকবেন।
শুভ রাত্রি।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা আর চমৎকার আবৃত্তি
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
নীল সঞ্চিতা বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
নীলসাধু বলেছেন: কবিতার প্রতি আপনার ভালোবাসা বেশ স্পষ্ট। ভালো লাগলো। নিজে দু এক লাইন লিখতে চাই বলে যে বা যারাই কবিতাকে ভালোবাসে তাদেরকেও আপন মনে হয়।
চমৎকার কবিতা এবং আবৃত্তি ভালো লাগল, সুন্দর!
সহজ সাবলীল কবিতাটি।
ভালো থাকবেন।