নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

সুলতানা শিরীন সাজি

shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

সুলতানা শিরীন সাজি › বিস্তারিত পোস্টঃ

ওপারে শান্তিতে থাকেন প্রিয় কবি দেলওয়ার হোসেন মঞ্জু (গেওর্গে আব্বাস)

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২



সামহোয়ারইন ব্লগ এর থেকে চেনা কবি দেলওয়ার হোসেন মঞ্জু গেওর্গে আব্বাস নামেও অজস্র কবিতা পোস্ট করেছিলেন। ফুসফুস ক্যান্সার এ ভুগে আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেইসবুকেও অনেক কবিতা পোষ্ট করতেন। কমেন্টের উত্তর এত যত্ন করে দিতেন। লিখতেন ,মঙ্গলম।
বেশ কিছুদিন আগে ক্যানসার নিয়ে কবিতা লেখায় বলেছিলাম ,এইসব লিখবেন না। উওরে হেসেছিলেন। আমি তখন ভাবিনি তিনি চলে যাবেন।
প্রার্থনা করছি,যেখানে গেছেন ভালো থাকেন প্রিয় কবি। আপনার কবিতা নিয়ে মুগ্ধতার কোন সীমা নেই।আপনি বেঁচে থাকবেন আপনার কবিতায়
(কবি দেলোয়ার হোসেন মঞ্জু।
জন্ম ৩০ নভেম্বর ১৯৭০ সিলেট।
পরলোক ১৭ নভেম্বর ২০১৮ বার্মিংহাম ইংল্যান্ড।)

সুমেরুপ্রভা
(কবি দেলওয়ার হোসেন মঞ্জু/ গেওর্গে আব্বাস)
৪ ফেব্রুয়ারী'২০০৯ (সামহোয়ারিন ব্লগ এ লেখা কবিতা)

দু'চোখের অথৈ পাথরে মাগো
থৈ থৈ তোমার জঠরের আলো লেগে আছে

চারিদিকে এত রোদ এত রোদ
জীবের বাগান

ঘুম আসে না তো

ছায়ার ছিদ্র নীরবে মুছে যায়
ঘুম আসে না তো

প্রাচীন অগিনপূজারী মা আমার
হৃদপিন্ডে রেখে যায় কিছু কিছু আগুনের দাগ

এবং
নভেম্বর ৪'২০১৮ এ ফেইসবুক এ দিয়েছিলেন
চিঠি-02

...আর তুমি তো জানোই দক্ষিণ, লিঙ্গান্তরে মৃত্যু হচ্ছে নারী আর আমার ভাওয়ালী নৌকা নারীত্বে ডুবিয়ে দিয়েছি কতোদিন আগে...

তোমাকে তো বলেছি, ঘাড়-ভাঙা গোলাপসহ অনেক অনেক ভালো আছি, যদিও জন্ম থেকে জানি হাড়ের সঙ্গে মাংস ও মেদের রয়েছে অগাদ শত্রুতা...

তারপরও গর্দভের ঘোড়ায় চড়ে এখনো চলে যেতে পারি পীর, ফকির, আউলিয়ার আখড়ায়। হাড়ের খাঁচা হতে অদৃশ্য কবুতর উড়িয়ে ধূয়ার আড়াল থেকে দেখে নিতে পারি আগুনের আহত মুখ...
ভালো আছি। সাধনার সাত আসমানে বসে কবিতা লেখার কথা ছিলো, বসে আছি বায়তুল মোকাররমের সিঁড়িতে। এখন আর কবিতা লিখে কুকাপণ্ডিত হতে ইচ্ছে করে না দক্ষিণ, কবিতা লিখে গ্রানাড়ার সুলতান হতেও ইচ্ছে করে না। কাব্য বিষয়ক শত পৃষ্টার কূটকথা তাই পুড়িয়ে ফেলেছি

...আর কোনো এক শেষ রাতে জেনে যাই, বাতাসের তাণ্ডবে বৃক্ষ ভেঙে গেলে হা করে বেরিয়ে আসে কাঠের মগজ... বিবিধ প্রযত্নে এ-জীবনে বারবার ভেঙে পড়তে চেয়েছি আমি...
ভেঙে পড়ি, ভেঙে পড়ি
ঝড়ের জননীর বুকের ভেতরে ঘুমিয়ে পড়ি
একপিণ্ড দুধের জটলা...

(স্যালুট জানাই প্রিয় কবি।ঝড়ের জননীর বুকের ভেতর ঘুমিয়ে থাকেন। )

কবির ব্লগবাড়ির লিংক:
দেলওয়ার হোসেন মঞ্জু
view this link

গেওর্গে আব্বাস
[link|http://www.somewhereinblog.net/blog/georgayabbas|view this link

সবশেষ খবরঃ

কবি দেলোয়ার হোসেন মঞ্জু র নামাজের জানাজা
আগামীকাল মঙ্গলবার বাদ জোহর ( জোহর জামাত ১টায়) বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
মসজিদের ঠিকানা


Jami Mosque & Islamic Centre
521-527 Coventry Road
Small Heath
Birmingham
B10 0LL

মন্তব্য ১৫৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১৫৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

সাহিনুর বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করি।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: কবির আত্মার শান্তি কামনা করি।

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

সুলতানা শিরীন সাজি বলেছেন: শান্তিতে থাকুক কবি।
কবিতায় বেঁচে থাকবেন তিনি।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: ব্লগের একদম প্রথম থেকেই তাকে দেখতাম। সমীহ করতাম। কখনও কথা হয় নি। মৃত্যুর আগেও তিনি কবিতা লিখে গেছেন। তার জন্যে আমার কষ্ট হচ্ছে।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: সত্যি তাই।
কি অসাধারন লিখতেন।
শুধু তিনটা কবিতা আছে উনার একটা ব্লগে। অজস্র কবিতা ছিলো।

তিনি বেঁচে থাকবেন তার কবিতায়।
এত কষ্ট হামা। পরিবারের মানুষ হারানোর ব্যাথা।
কিযে কষ্ট।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০০

অন্তরন্তর বলেছেন: দুই নামেই উনার বেশ কিছু কবিতা পড়েছি। সামুতে আমার মতে হাতে গোনা সেরা ২/৩ জনের একজন হবেন তিনি তাঁর লিখার মাধ্যমে। উনার মৃত্যুর খবরে খারাপ লাগছে। যেখানেই থাকুক শান্তিতে থাকুক কবি।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: সামহোয়ারইন আমাদের সব পেয়েছির দেশ ছিল।
অন্ততঃ যারা অনেক বছর দেশের বাইরে আমরা ,তাদের জন্য।
কত ভালো ভালো কবিতা ,লেখা পড়েছি এখানে।

মঞ্জু ছিলেন অসাধারন একজন কবি এবং মানুষ।
তিনি বেঁচে থাকবেন তার কবিতায়। এই বিশ্বাস।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

বিজন রয় বলেছেন: আজ সকালে খবরটা পেয়েছিলাম!!
ভাবছিলাম একটি পোস্ট দিব ওনাকে নিয়ে।
সে কাজটি আপনিই করলেন, আমি ভারমুক্ত হলাম।

ওনার কবিতা অনেক ভাল লাগত, অন্য ধরনের!!

ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

এই পোস্ট দেওয়ায় আপনাকে অনেক ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমরা যখন ব্লগে লিখতাম। তখন এই কবি আমাদের পাশে ছিলেন। লিখতেন। কমেন্ট দিতেন।
ব্লগ পরিবারের আমরা সবাই। দেখা হোক না হোক।কথা হোক না হোক।
বেঁচে আছেন,কবিতায় আছেন এই বোধটা সবার জন্য আনন্দের।
অথচ তা হলোনা।

খুব কষ্টে আছি। আমি শুধু সবাইকে জানাতে এই পোস্টটা লিখেছিলাম। সামহোয়ার টীম কবিকে সন্মান জানিয়ে এই পোস্টটা স্টিকি করেছেন। কবির প্রতি এই সন্মানের জন্য তাদেরকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই।
বেঁচে থাকুক কবি তার অসামান্য সব কবিতার প্রতিটা অক্ষরে।

ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য। মনে রাখার জন্য।ভালোবাসার জন্য

৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবির বেদেহি আত্নার মাগফেরাত কামনা করছি।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: শান্তিতে থাকুক কবি ওপারে।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

শায়মা বলেছেন: একে একে কতজনকে চলে যেতে যে দেখবো আপু।

ভীষন মন খারাপ হলো!

এক সময় অনেক কবিতা লিখতেন ভাইয়া এইখানে....

ভালো থাকুক ভাইয়া না ফেরার দেশে।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঠিক তাই। যাওয়ার তালিকা দিন দিন বড় হচ্ছে।
কবে নিজেই ঢুকে যাই এই লাইনে!

ভালো থাকুক কবি তার কবিতায়।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

নতুন নকিব বলেছেন:



তার লেখা পড়িনি। তাকে দেখিনি। তার জন্য মাগফিরাতের দুআ।

আপনার পোস্টে তার ব্লগ লিঙ্ক এড করে দিলে ভালো হত। তার লেখা পড়ে তাকে আরও জানা যেত।

আপনাকে শুভেচ্ছা সংবাদটি অবহিত করায়।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: কবির ব্লগের লিঙ্ক দিয়েছি।
পড়েবন কবিতা।
কবি বেঁচে থাকবেন তার কবিতায়

৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

খায়রুল আহসান বলেছেন: ওনার আত্মার শান্তি কামনা করছি।
এ খবরটি হয়তো মোটেই পেতাম না, যদি না আপনি এখানে এ পোস্টটি লিখতেন। আপনাকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
এখানে ওনার কয়েকটি শ্রেষ্ঠ কবিতার লিঙ্ক দিলে সুবিধে হতো।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: কবির কবিতার লিঙ্ক দিয়েছি।
আমি না দিলেও কেউ না কেউ লিখতো।

কবির আত্মার শান্তি কামনা করছি। শুভকামনা আপনাদের সবার জন্য।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

নতুন নকিব বলেছেন:



তার ব্লগ লিঙ্ক কি এটাই? গেওর্গে আব্বাস

১১| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

নতুন নকিব বলেছেন:



এই ব্লগে তার লেখা সর্বশেষ পোস্ট ভ্রমণ ২৩ নভেম্বর ২০১৪ ইং সালে দেয়া। তার পরে তিনি কি অন্য কোনো নিকে এখানে লিখতেন?

১২| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কবির রুহের মাগফিরাত কামনা করছি!!!

ইন্ন লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।

আমরা স্রষ্টার কাছ থেকে আসি আবার স্রষ্টার কাছেই ফিরে যাই।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সবাই যেনো ভালো থাকি। কবির জন্য দোয়া।

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় জীবন!
হায় জীবন!!
হায় জীবন!!!

ক্ষনিকের ভ্রম?
স্বপ্নের ঘোর?
বোঝা না বোঝার এক নাম!

প্রিয় সিনিয়র খায়রুল আহসান ভাই'র কাছ থেকে জেনে অব্দি থম ধরে আছি!
এভাবেই হয়তো চলে যাব হুট করে। কেউ জানবে? কেউ জানবে না?
স্যাড ইমোটিকনে ক্ষনিকের শোক !
অত:পর আবার যার যার জীবনের গৎবাঁধা চলমানতা!!!

হে ব্লগার ভায়া, বন্ধু, স্বজন - আপনার আত্মার মুক্তির শুভকামনা রইল।
যেখানেই থাকুন ভাল থাকুন।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: সত্যি তাই।
দুঃখ,শোকক,আনন্দ ,ভালোবাসা সব এখন হাতের মুঠোয় ইমোকটিন এর উপর।
তবে ব্লগের মানুষদের টান লেখা দিয়ে। কবিতায়। লেখায়।

জীবনের গান বেঁচে থাকলে গাইতেই হয়। যারা চলে যায়,তারা এত দ্রুত চলে যায়। তবে সৃষ্টিশীল মানুষরা বেঁচে থাকেন তাদের সৃষ্টিতে।
ভালো থাকুক কবি।
আমরা কবিতা পড়ি আর তাকে মনে রাখি।

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


কষ্টকর খবর

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব কষ্ট

ভালো থাকবেন।

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: হায় মঞ্জুভাই হায় মঞ্জুভাই

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: হায় হায় করে খুঁজে বেড়াই নৈঃশব্দ্য।
এমন সব মানুষ চলে গেলে রোদ কে রোদ মনে হয় না। পাখিকে কে পাখি মনে হয় না। আকাশকে কে আকাশ।
শূন্য হয়ে যায় ।
কবিতায় চিনতাম শুধু । এত অসাধারন কবিতা সব।
কোথায় চলে যাচ্ছে সবাই? কোন সে আকাশ?

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

নজসু বলেছেন:


শ্রদ্ধা জানাই।
কবির রুহের মাগফিরাত কামনা করছি

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: শ্রদ্ধা কবিকে,
চলেন কবিতা পড়ি।

ক্যান্সার আক্রান্ত কবিতা
১.
তোমার জন্য মালা গাঁথছি বলে রাগ করছ কেন
প্রিয় দক্ষিণ, আমার পূর্বপুরুষ তো জুতা সেলাই করত
আমি শুধু পুষ্প সেলাই করছি

২.
এখনো ব্রিজ কালভার্ট কিছুই বসাই নি
চোখ পিছলে পড়ে যেতে পারো
কেউ আমার ফাটা মুখের দিকে ভুলেও তাকিয়ো না

৩.
আজ নগর-বার্মিংহামে রোদ উঠেছে
আমি বলছি না—আজ প্রিয়জনের রক্তে রোদ লাগবে
ধীরে তা দুধ হয়ে যাবে…
বরং কোথাও না কোথাও যেতে ইচ্ছে হচ্ছে
যাচ্ছি
যাচ্ছি
যাচ্ছি
একা একা যাচ্ছি আমার জানাজায়

৪.
আমায় ক্ষমা করো দক্ষিণ
আমার ক্যান্সার-আক্রান্ত অকবিতাগুলো ভাসিয়ে দিচ্ছি কালিগঙ্গায়
কবি দেলোয়ার হোসেন সম্পাদিত কবিতাপত্রে…
দেবীদক্ষিণ
তুমি কি একবারও পাঠ করবে না
চূড়ান্ত মৃত্যুর আগে দিয়ে যাবে না কবিতার কেমোথেরাপি

৫.
দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না
গড়িয়ে পড়তে ইচ্ছে হচ্ছে
কয়েক হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়েছি
চূড়ান্ত চূড়ায়…
দেবী দক্ষিণ, তুমি কি করুণা করে একটু ধাক্কা দেবে
চোখের ধাক্কা

৬.
আজ শ্রাবণের শেষ দিন
বন্ধুবর মঞ্জু মানোহিনের বাগানে কদম ফুটেছে…
আমার চারদিকে ছোট ছোট টিলাভূমি
একটাও পাহাড় নেই
…আর তুমি তো জানোই দক্ষিণ
পর্বত থেকে লাফিয়ে আত্মহননের আনন্দই আলাদা

৭.
ঘুমোতে চাচ্ছিলাম। কোথাও চোখ জোড়া খুঁজে পাচ্ছি না। সম্ভবত তোমার পায়ের পাশেই ফেলে এসেছি দরজা খোলা রেখেছি। তুমি কি একবার অনুগ্রহ করে আসবে! চোখ জোড়া ফেরত দিয়ে সন্তর্পণে ঢেলে যাবে মরফিন অন্ধকার আমার শতবর্ষের ঘুম…

৮.
পাখিটা কানের পাশ দিয়ে ফুড়ুত করে যাওয়া আসা করে
দোয়েল পাখিটা ধরতে পারি নি
মৃত্যু, তোমায় ধরে ফেলেছি

৯.
সিংহ শিকার না করেও প্রতিটা মানুষ এক একটা শিকারি
মানুষ এক অনবদ্য মৃত্যুশিকারি…

১০.
ঘুমিয়ে পড়ব বলে তোমার বুকে কবর খুঁড়েছি, সিন্দুকি কবর
দেবীদক্ষিণ, এত রাগ করছ কেন
তুমি কি জানতে না—আমার পূর্বপুরুষ কোনো জমিদার ছিল না
গোরখোদক ছিল গোরখোদক

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের সিলেটের কবি। জীবনের প্রয়োজনে কবি রাশিয়াসহ অনেক দেশে ঘুরেছেন, তবুও লেখালেখি চালিয়ে গেছেন।

শ্রদ্ধা ও দোয়া রইলো কবির প্রতি।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: সত্যি।
কত অসাধারন কবিতা যে লিখেছেন।

শুভকামনা।

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

ঢাবিয়ান বলেছেন: হায় জীবন!
হায় জীবন!!
হায় জীবন!!!

ক্ষনিকের ভ্রম?
স্বপ্নের ঘোর?
বোঝা না বোঝার এক নাম!

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: হায় জীবন।
ক্ষনিক বলেই বোধহয় আরো সুন্দর।
বেঁচে থাকা সুন্দর।

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
মহান পালনকর্তা এ মহান ব্যক্তি কে জান্নাতে সুমহান স্থান দান করুন।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২০

সুলতানা শিরীন সাজি বলেছেন: দোয়া রইলো।
আমরা সবাই যেনো ভালো থাকি।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি দেলওয়ার হোসেন মঞ্জু (গেওর্গে আব্বাস ) আপনার
আত্মার মুক্তির ও শান্তির প্রার্থনা করি বিশ্ব স্রষ্টার কাছে।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

সুলতানা শিরীন সাজি বলেছেন: সৃষ্টিকর্তা শান্তিতে রাখুন কবির আত্মাকে।
সবাই যেনো সুস্থ থাকি।

২১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০০

ফেইরি টেলার বলেছেন: আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং সকলে তার কাছেই পুনরায় ফিরে যাব

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
এই ফিরে যাওয়াটাই সবচেয়ে সত্যি।
সবাই যেনো ভালো থাকি।

২২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

নিমচাঁদ বলেছেন: চলে যাবার খাতায় আরো একটি নাম যুক্ত হলো ।
ইমন জুবায়ের , রাজামশায় এনাদের পর আর কে কে গেছেন জানি না , আজকে কবি মঞ্জুর প্রস্থানের খবর শুনে বহুদিন পরে সামুতে লগ ইন হলাম ।
উনি কবি , উনি লিখেন এটা আমি জানতাম না , উনার ছবি দেখে মনে পড়লো ইংল্যান্ডের কোন এক স্থানে উনার সাথে কখনো আড্ডা কিংবা আলাপ পরিচয় হয়েছিলো ।
আজকে উনার কবিতাগুলোর বেশ কয়েকটা পড়ে দেখলাম , অনেকটা অন্য ধরনের লেখা ।
' যে জীবন ঘাস ফুলের , যে জীবন ফড়িং ' এর সে জীবন ছেড়ে চলে যাওয়াটা বড় কষ্টের কিন্ত অনিবার্য্য ।
আমরা সবাই বেঁচে আছি একদিন মৃত্যুর তিক্ত স্বাদ গ্রহণের জন্য ।
বিদায় সজ্জন কবি মঞ্জু

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: আসলে কত মানুষ চলে গেলো,যাচ্ছে।
যাদের কথা লিখেছেন, সবাইকে খুব মনে পড়ে।
ব্লগবাড়ির আনাচে কানাচে তারা সবাই লেখার মধ্যে বেঁচে আছেন। তাই ঘুরে বেড়াই মাঝে মাঝে।

ভালো থাকবেন।
আমরা সবাই যেনো ভালো থাকি।
যে যেখানে আছি সুস্থ থাকি। শুভকামনা।

২৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

ফণীমনসা বলেছেন: "ঘুমোতে চাচ্ছিলাম।কোথাও চোখজোড়া খুঁজে পাচ্ছি
না
সম্ভবত তোমার পায়ের পাশেই ফেলে এসেছি

দরজা খোলা রেখেছি
তুমি কি একবার অনুগ্রহ করে আসবে
চোখজোড়া ফেরত দিয়ে সন্তর্পণে ঢেলে যাবে মরফিন
অন্ধকার আমার শতবর্ষের ঘুম..."

---দেলোয়ার হোসেন মঞ্জু[/sb

ভালো থাকুন কবি।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: কিযে সুন্দর এই কবিতা।
শুভেচ্ছা রইলো। ভালো থাকা হোক।
view this link

২৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪

মোরতাজা বলেছেন: আহহা। :( পরকালীন জীবন মঙ্গলময় হোক।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: এই প্রার্থনা।
শুভকামনা।

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

রেইড ইন স্কাই বলেছেন: খুবই কষ্ট লাগছে খবরটা শুনে।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: ভীষন কষ্টের খবর।
ভালো থাকবেন।

২৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: সন্ধ্যা প্রায় ৭:৫০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহী রাজিউন

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো থাক কবি। ওপারে।

২৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: ওনার আত্মার মাগফেরাত কামনা করছি।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
প্রার্থনা।শান্তিতে থাক কবি।

২৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


বড় কষ্টের খবর, অদেখা ব্লগারের জন্য চোখে পানি এলো

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আসলেই । চোখ ভেসে যায়! কেমন এক আত্মীয়তা আমাদের। প্রানের এই টান অক্ষত থাক সবার জন্য সবার।
ভালো থাক কবি ওপারে।ব্লগবাড়ির সবার জন্য সারাজীবনের শুভকামনা।

২৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:




মৃত্যুর দুয়ারে সবাই অসহায়।
কবি পরপারে শান্তিতে থাকুক।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১২

সুলতানা শিরীন সাজি বলেছেন: এই মৃত্যুটা এত সত্যি।
অথচ আমরা তা মনে রাখিনা।
জীবন হোক সহজ।

কবির আত্মার শান্তি কামনা করছি

৩০| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আল্লাহর কাছে দোয়া চাইছি যাতে তিনি বেহেস্তবাসী হয়-----

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: দোয়া কবির জন্য।
আল্লাহ সবাইকে ভালো রাখুক।

৩১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভেঙে পড়ি, ভেঙে পড়ি
ঝড়ের জননীর বুকের ভেতরে ঘুমিয়ে পড়ি

..........................................................................
তিনি চিরকালের জন্য জননীর বুকের ভেতরে ঘুমিয়ে পড়েছেন ।
আত্মার মাগফেরাত কামনা করছি।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: কবির আত্মার শান্তি প্রার্থনা করছি।

শুভকামনা

৩২| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩

শাহিন-৯৯ বলেছেন:



তাঁর রুহের মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দিক।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
প্রার্থনা করছি।
কবির জন্য।
শুভকামনা

৩৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২১

ইব্‌রাহীম আই কে বলেছেন: আল্লাহ উনাকে মাগফিরাত দান করুক, আমিন।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: আল্লাহ কবির আত্মাকে শান্তিতে রাখুন।

শুভকামনা

৩৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: মৃত্যু কোনো আপন পর চেনা অজানা বুঝে না!

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঠিক তাই।
কবির কবিতাঃ
(ফণাধর)
মানুষের কাছে পরাজিত সেইসব পশুদের মলীন চেহারা
পুত্র কি দেখেছো কোনোদিন
জন্মদুখী জন্তুর সাথে আমিও তো ছিলাম
মন্দারমণি নদীতীরে
পৃথিবীর প্রাচীন গুহায়
কুরবানী গরুর হাটে হাটে

থামিয়ে দিয়েছো উড়াল ধনেশের ডানায়
পুত্র হে
বারবার কেন জল জলেশ্বরী চিড়ে দিতে আসো

মানুষ তো
শুনবে না কোনোদিন মাথাহীন মাছের বিলাপ

৩৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৪

ধ্রুবক আলো বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন,
উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: আল্লাহ তাকে শান্তিতে রাখুন।
শুভকামনা রইলো

৩৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৮

হাসান রাজু বলেছেন: বেশ কিছুদিন আগে ক্যানসার নিয়ে কবিতা লেখায় বলেছিলাম ,এইসব লিখবেন না। উত্তরে হেসেছিলেন।

উত্তর খুব ভালো ভাবে জানা থাকলে মনে হয় এভাবে হাসা যায়। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সত্যি তাই।
প্রার্থনা পূরন হোক।
আমরা সবাই যেনো ভালো থাকি।
কবির কবিতাঃ

পুষ্পজীব

চঞ্চল হরিণীর পায়ে
শিলাখন্ডে লাফিয়ে লাফিয়ে চলে মানুষের হাড় ও খঞ্জরের গতি
আর তো উড়াল শিখি না শূন্যস্থানে
ঐ উচ্চতায় সারিবদ্ধ উড়ে যায় নয়শত ঘোড়ার পরিধি

৩৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই রাত দুপুরে ব্লগে উঁকি মারতেই যে এমন একটা হৃদয় বিদারক খবর পড়তে হবে, তা ঘুণাক্ষরেও কি ভেবেছিলাম? আমার ব্লগজীবনের প্রথম থেকেই তাঁর লেখালেখির সাথে পরিচয়। শুরুতে নিয়মিত ছিলেন। তাঁর কবিতাগুলো খুব উচ্চমার্গীয়। ব্লগে অনিয়মিত হওয়ার পর ফেইসবুকে তাঁর সাথে কানেক্টেড ছিলাম। কিন্তু এভাবে হঠাৎ চলে যাওয়াটা মেনে নেয়া খুব কষ্টকর।

তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: খলীল ভাই কিযে মন খারাপ। এই মন খারাপের সাথে আরো মন খারাপ যোগ হয়েছে।
চলে তো যাবো সবাই,অসময়ে গেলে প্রানে লাগে বেশি।
আমাদের ব্লগের চেনা কেউ হারিয়ে গেলে পরিবারের মানুষ চলে যাবার মত কষ্ট প্রানে বাজে।ইমন জুবায়ের,সাগর সারোয়ার,রাজামশাই দের কথা মনে হলে এত কষ্ট লাগে।
ভালো থাকবেন।
শুভকামনা।

৩৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৪:২৭

নস্টালজিক বলেছেন: ব্লগের এই নামটা খুব পরিচিত ছিল আমার, শুরুর দিকে। খুব মনোযোগ দিয়ে বেশী লেখা পড়া হয়নি যদিও। কাল সংবাদটা দেখে খারাপ লাগছিল।

আমরা সবাই পরম করুণাময়ের কাছে প্রত্যাবর্তনকারী।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: আমাদের সবারই চলে যেতে হবে তবু কিযে কষ্ট লাগছে।
শক্তি চট্টোপাধ্যায় এর সেই কবিতা মনে পড়ে, যেতে পারি, কিন্তু কেন যাব

ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভাল
এত কালো মেখেছি দু হাতে
এত কাল ধরে।
কখনো তোমার করে, তোমাকে ভাবিনি।

এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ্ ডাকে আয়, আয়, আয়।
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতা কাঠ ডাকে আয়, আয়, আয়।

যেতে পারি,
যেকোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাবো?

সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো
যাবো
কিন্তু, এখনি যাবো না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।

ভালো থেকো সবুজ রানা। আমরা সবাই আমাদের পাশে থাকি। প্রার্থনায় রাখি।

৩৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২০

চাঙ্কু বলেছেন: উনার কত কবিতা পড়লাম!! উনি নেই, উনার কবিতা আর পড়া হবে না - ভাবতেই খারাপ লাগছে!!

ওনার আত্মার শান্তি কামনা করছি।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

সুলতানা শিরীন সাজি বলেছেন: কতদিন পর চাঙ্কু। আবার দেখা হলো। কবির চলে যাবার খবরে।
কবিতা অনেক রেখে গেছেন,পড়বে।
আমরা তো পড়বার জন্য রইলাম।

যাত্রা…

মাথার উপরে টিউমারের মতো চাঁদ আর
এই ফোসকা-পড়া জ্যোৎস্নায় হাঁটছি তো হাঁটছি আমার সঙ্গে আমি
একা
এইসব কাচের গর্ত, গীর্জার ভেতরের ভগ্নাংশ বাতাস
মাঝে মাঝে কয়েকটা আপেল এবং সবুজ মোমবাতি
এ-সব কিছুই দেখছি না আর
তোমাকে তো বলেছি- অন্ধ হয়ে যাওয়ার আনন্দই আলাদা…
ঠিক কুয়াশা নয়, হৃৎপিন্ডের ধূয়ায় হেঁটে হেঁটে বিষাক্ত বৃষ্টিতে ভিজি, টাটকা লাশের সঙ্গে
এই তো আমার অনাদি কালের স্নানপর্ব …
আমাদের ছেড়া নাভী, ছেড়া হাত পাসহ ভাঙ্গা দাঁত, ভাঙ্গা পেট. সূর্যঘড়ির চারপাশ ঘিরে ভাঙ্গা কবুতরের ওড়াওড়ি
বাঘের হাড় বেয়ে রোদের সর্বশেষ ঝর্ণা শুকিয়ে গেছে বহুদিন আগে… তোমার ডিশ-এ্যান্টিনায় এখনো কি একটা দোয়েল দীর্ঘক্ষণ বসে থাকে, বসে থাকে…
এইসব রক্তের বেড়ি, কুয়াশাবিচ্ছেদ, এতোসব প্রভায় দু-চোখ শক্ত হয়ে এলে আমাদের ট্রেন চলে যায় দূরে ঘোড়ায় চড়ে…
ট্রেন চলে যায় দূরে ঘোড়ায় চড়ে…
আর জানোই তো, বসন্তে পোড়া মানুষ
ঘুমন্ত গুলি হতে ছেড়ে দিয়েছিলো গতিবিদ্যার গজল, জীবনের এইসব কুকড়ে-যাওয়া গান…
আর কারখানার মাছগুলো ইস্পাতের জানালা বেয়ে সমুদ্র বক্ষে ঝাপিয়ে পড়েছিলো

আমায় ক্ষমা করো

চিরদিনই যাই জল হতে জলের ভেতরে
দুধ হতে গলে পচে কৃষ্ণকায় দুধের মাংস…

৪০| ১৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আমার সহ ব্লগার দেলওয়ার হোসেন মঞ্জু ভাই যেকানেই থাকুন ভালো থাকুক সেই কামনা করছি।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
একই প্রার্থনা।
ভালো থাকবেন।
শুভকামনা।

৪১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৪

বলেছেন: ভেঙে পড়ি, ভেঙে পড়ি
ঝড়ের জননীর বুকের ভেতরে ঘুমিয়ে পড়ি ---- ভালো থেকো ওপারে বন্ধু আমার।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো থাকুক বন্ধু কবি।
শুভকামনা

কবির কবিতাঃ

প্রচ্ছায়া

ডালের আকরে কলিজার পাতা ধরেছিলো
প্রকান্ডকালে ছায়ার গুড়ি কেটে যায়
পাখির পরাণ এই মৃত্যু- কমলা, কমলা

চন্দ্রশালা খালি রয় পরমাঙ্ক পাপে
আর আমি নাই
রোদভরা ছায়ার সন্ত্রাস হে তুমি, মায়া হয়ো মায়া হয়ো…

৪২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন ,উনার আত্মার মাগফেরাত কামনা করি।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

সুলতানা শিরীন সাজি বলেছেন: কবির আত্মার মাগফেরাত কামনা করি।

শুভকামনা।

৪৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

শামছুল ইসলাম বলেছেন: আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমীন।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: সেই প্রার্থনা।

শুভকামনা

৪৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উনি জান্নাতি হোন।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: প্রার্থনা।

৪৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

রোকনুজ্জামান খান বলেছেন: তিনি আমাদের ছেড়ে এভাবে চলে গেলেন ।
ভাবতেই জল আসে দু চোখে ....।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজইউন ।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমাদের সবাইকে চলে যেতে হবে। এর চেয়ে সত্যি কিছু নেই।
ওপারে শান্তিতে থাকুক কবি।

৪৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১১

আহমেদ জী এস বলেছেন: সুলতানা শিরীন সাজি ,





আমার অচেনা, অজানা এক কবির মৃত্যুতে শোকাহত ।

তাঁর অনন্তযাত্রা পথটি কুসুমাকীর্ণ হোক !

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতায় জানা এই কবির জন্য শ্রদ্ধা।
ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা

৪৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২

কামরুননাহার কলি বলেছেন: তিনি যেখানেই থাকেন ভালো থাকবেন। তার জন্য অনেক অনেক দোয়া রইলো, তিনি যেনো জান্নাত বাসী হোন। আমি তার লেখা কখনোই পড়িনি। তবে তার মৃত্যুতে খুবই কষ্ট পেলাম। তবে এটা সত্যি যে প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: সত্যি তো,"তিনি যেখানেই থাকেন ভালো থাকবেন। তার জন্য অনেক অনেক দোয়া রইলো"

ভালো থাকবেন।

৪৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২১

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: আত্মার শান্তি কামনা করছি |-)

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

সুলতানা শিরীন সাজি বলেছেন: কবির আত্মার শান্তি কামনা করছি।
শুভকামনা

৪৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....

কবিত আত্মার মাগফিরাত কামনা করছি....

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবির আত্মার শান্তি হোক।
শুভকামনা

৫০| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

তারেক ফাহিম বলেছেন: কবি ওপারে ভালো থাকুক।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: প্রার্থনা রইলো।

৫১| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

তারেক_মাহমুদ বলেছেন: আত্মার শান্তি কামনা করি।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: প্রার্থনা রইলো।আত্মা শান্তিতে থাক

৫২| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

কিরমানী লিটন বলেছেন: কবি দেলওয়ার হোসেন মঞ্জু ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ওপারে ভালো থাকুক- কবি...

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: ওপারে ভালো থাকুক কবি। এই প্রার্থনা।

৫৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

শাহাদাত নিরব বলেছেন: আত্মার মাগফিরাত কামনা করছি ।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১০

সুলতানা শিরীন সাজি বলেছেন: কবি শান্তিতে থাক।

৫৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যদিও তাঁর সাথে ব্লগে বা অন্য কোন লেখায় পরিচিত হওয়ার সৌভাগ্য হয়নি তারপরও যেহেতু আপনাদের মত গুণী ব্লগারদের মুখে তাঁর লেখনীর এত প্রশংসা পাওয়া যাচ্ছে, তখন নিশ্চয়ই তাঁর লেখাগুলোও খুবই অসাধারণ ছিল। তাঁর বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করছি। পরপারে ভালো থাকুন তিনি।

পুনশ্চঃ আপনার দেয়া তাঁর লেখার লিংকগুলো কপি করা যাচ্ছে না, তাই এ ব্যাপারে একটু ব্যবস্থা নিন। যদিও সার্চ দিয়ে বের করা সম্ভব তারপরও সরাসরি লিংকে ঢুকতে পারলেই মনে হয় ভালো হত।

সবশেষে এ পোস্টটার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১

সুলতানা শিরীন সাজি বলেছেন: লিঙ্ক ঠিক করে দিয়েছি। ধন্যবাদ।শুভেচ্ছা ।

কবিতা পড়ি সবাই।

৫৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

রিয়াদ ভুঁইয়া বলেছেন: আশা করি ভাল থাকবেন ওপারে

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১২

সুলতানা শিরীন সাজি বলেছেন: ওপারে ভালো থাকুক- কবি। প্রার্থণা রইলো।

৫৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

রাতু০১ বলেছেন: শান্তিতে থাকুক কবি।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: শান্তিতে থাকুক কবিরা। ব্লগের দুইজন কবি চলে গেছেন।

দেলোয়ার হোসেন মঞ্জু
এবং
মনিরা চৌধুরী

৫৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

সামিয়া বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: আল্লাহ তাকে শান্তিতে রাখুন

৫৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সনেট কবি বলেছেন: আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।

৫৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কষ্টদায়ক খবর।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: আসলেই। খুব কষ্ট/
প্রার্থনা করছি।

৬০| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

প্রামানিক বলেছেন: কবির আত্মার মাগফেরাত কামনা করি।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: কবির আত্মার মাগফেরাত কামনা করি/ ভালো থাকবেন

৬১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

এস এ মেহেদী বলেছেন: বেশ কিছুদিন আগে লন্ডনে দেখা হয়েছিল তার সাথে। ওপারে যেন শান্তিতে থাকে।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: আপনি চিনতেন?
শান্তিতে থাক কবি।

৬২| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

আবু মুছা আল আজাদ বলেছেন: খুব কষ্ট পেলাম প্রিয় কবি দেলওয়ার হোসেন মঞ্জু এর অকাল মৃত্যুতে।
তার পরকালীন জীবন আশীর্বাদপ্রাপ্ত হোক।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক কষ্ট।

ভালো থাকবেন। ভালো থাকুক কবি ওপারে।

৬৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

কাতিআশা বলেছেন: আল্লাহ উনাকে মাগফিরাত দান করুক, আমিন।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: প্রার্থনা রইলো ।ভালো থাকবেন

৬৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: দুওয়া করি পরকাল জীবন যেনো ভালো হয়।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক দোয়া।
ভালো থাকবেন

৬৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২১

হোসেন শামীম বলেছেন: “সিংহ শিকার না করেও প্রতিটা মানুষ এক একটা শিকারি
মানুষ এক অনবদ্য মৃত্যুশিকারি”- কবি

রুহের মাগফেরাত কামনা করছি

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২১

সুলতানা শিরীন সাজি বলেছেন: প্রার্থনা।
শুভকামনা

৬৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩৪

বাকপ্রবাস বলেছেন: ভাল থেকো কবি। কবিতার মতো থেকো

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২১

সুলতানা শিরীন সাজি বলেছেন: তাই যেনো হয়। শুভেচ্ছা।

৬৭| ২০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৭

এস এ মেহেদী বলেছেন:

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২১

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা

৬৮| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮

সনজিত বলেছেন: আত্মার মুক্তির ও শান্তির প্রার্থনা করি বিশ্ব স্রষ্টার কাছে।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২২

সুলতানা শিরীন সাজি বলেছেন: শান্তিতে থাক কবি ওপারে।

শুভেচ্ছা।

৬৯| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

শাকিল মাহমুদ সুমন বলেছেন: বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক দোয়া।
শুভকামনা

৭০| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কবির আত্মার মাগফেরাত কামনা করি

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: শান্তিতে থাক কবি ওপারে।
শুভকামনা।

৭১| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

শিবলী আখঞ্জী বলেছেন: মাগফেরাত কামনা করছি

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।

৭২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

ইছামতির তী্রে বলেছেন: আল্লাহর কাছে উনার আত্মার মাগফেরাত কামনা করছি। আমিন।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: শান্তিতে থাক কবি।
প্রার্থনা।

শুভেচ্ছা

৭৩| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

জয়রাজ অভিযাত্রী বলেছেন: কবির অকালে চলে যাওয়ায় কষ্ট লাগছে। যেখানে থাকুন, ভাল থাকুন কবি।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: শান্তিতে থাকুক কবি ওপারে।
আমরা সবাই যেনো ভালো থাকি।

৭৪| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
মহান আল্লাহ তায়ালা উনাকে বেহস্ত নাসিব করুন এই প্রার্থনা করি।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: এই প্রার্থনা।
ভালো থেকো পলাশ।

৭৫| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

তুহিন সরকার বলেছেন: ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: শান্তিতে থাক কবি,

শুভেচ্ছা।

৭৬| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

Ashikujaman Syed বলেছেন: May Allah peace his soul.

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ ।শুভেচ্ছা।

৭৭| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে শান্তি দিন

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: এই প্রার্থনা।

শুভেচ্ছা।

৭৮| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

অগ্নি সারথি বলেছেন: ওপারে শান্তিতে থাকুন কবি!

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: ওপারে শান্তিতে থাকুন কব

শুভেচ্ছা আপনাকে

৭৯| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

সকাল রয় বলেছেন: খুব সম্ভবত মৌলিক ময়ূর কবিতা দিয়ে পড়া শুরু করেছিলাম কবিকে। আজ নেই ভাবতেই খারাপ লাগা ভর করে। তবে কবির কোন মৃত্যু নেই।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: আসলেই কবিতাতেই বেঁচে থাকবেন কবি।

কবির আত্মার শান্তি প্রার্থনা করছি।
শুভেচ্ছা সকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.