নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

সুলতানা শিরীন সাজি

shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

সুলতানা শিরীন সাজি › বিস্তারিত পোস্টঃ

চোখ

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

চোখ এর স্বভাব দেখতে থাকা,চোখ দু'টোকে সামলে রাখিস।
তোর আমার চোখের ভেতর,আকাশ থাকে!
পাখী হয়ে উড়তে থাকিস ইচ্ছেমতন।
একটু যদি হয় অবসাদ, বসতে পারিস।
চোখের কাছেই নদী থাকে !
নদীর কাছেই ঘাসের উপর ,একটু না হয় বসেই গেলি।
তোর হাতের মুঠোর ভিতর, জোনাক জ্বলে সন্ধ্যা হলে।
আমায় নাহয় সেই জোনাকের আলোটুকু ছুঁতে দিলি!

বুকের ভিতর যেই বুনোহাঁস,
আদর ভরে সাঁতার কাঁটে, চন্দ্রাহত সে নাকি রোজ,
বিনি সুতার মালা গাঁথে!
আমায় কেবল সেই মালাটা, পড়তে দিবি?

পথ হারানো পথিক যেমন পথের দিশা চায়।
তোর কেনো আজ হাতের মুঠোর হাত হারাবার ভয়?
কাছেই আছি, তোর কাছেই, চোখের আলোর মত,
ঘুম এলে যে স্বপ্ন আসে ,সেখানেও আমিও।

ঠোঁট এর ভাঁজে যেই আদরে সকাল জাগে তোর।
আমায় কেনো খূঁজে বেড়াস চোখে নিয়ে ঘোর?
চোখ দুটো তোর ,আমার চোখেই,ঘর বেঁধেছে কবে।
বলতে পারিস কার অপরাধ, কার বনবাস হবে

(২০১৮ বইমেলায়,পূর্বা প্রকাশনী থেকে প্রকাশিত,আমার কবিতার বই,"ভালোবাসা ফুলঝুরি থেকে"
ফেব্রুয়ারীর প্রতিদিন একটা করে কবিতা পোস্ট করার ইচ্ছা থাকলো। শুভেচ্ছা সবাইকে

খুব দুঃখিত।
জ্বর এ ভুগলাম অনেকদিন।
কবিতা পোস্ট করতে পারিনি।
১০/২/২০১৯)

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

রাফা বলেছেন: চোখ যে মনের কথা বলে ---এটা কি সেই চোখ নাকি !
চোখের কবিতা ভালোই হইছে সাজি আপা।

ধন্যবাদ,সু.শি.সাজি।ব্লগে এত কম আসা কেনো ?

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: পাঠে ভালোলাগা রাফা। দেখার চোখ আর মনের চোখ। দুই এর কথাই বলেছি।
ব্লগে আসিতো!
কয়েক বছর আগের মত আর হয়না। তবে আসতে চাই।
শুভেচ্ছা।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: প্রতিদিন একটি কবিতা!!! খুব ভাল।

১১ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: ইচ্ছে ছিল পোস্ট করার। নানা কিছুতে হয়ে উঠলোনা । শুভেচ্ছা রাজীব

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: ধন্যবাদ পুরা ফেব্রুয়ারী আমাদের সাথে থাকবেন বলে।

১১ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: থাকতে পারিনি বলে দুঃখিত। শুভেচ্ছা।

৪| ১০ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: আহা বেশ! বেশ!!
চোখ দুটো তোর আমার চোখেই ঘর বেঁধেছে কবে
বলতে কী পারিস কার অপরাধ? আর কার বনবাস হবে?

সুন্দর।+

১১ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: পাঠে ভালোলাগা ।শুভেচ্ছা।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:
নাটোরের বনলতা সেন নিয়ে জীবনানন্দ দাস এর লেখা কবিতার একটি চড়ন যথা
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন
কিংবা খুরশিদ আলমের মত শিল্পীর কন্ঠে গানে উঠে আসা
পাখির বাসার মত দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন
কবিতা ও গানে থাকা চোখ নিয়ে বলা কথার পরে এটাতেই প্রথম দেখলাম
চোখ নিয়ে কত ভাবেই না কত সুন্দর কবিতা লেখা যায় ।
কবিতা ভাল লাগল

শুভেচ্ছা রইল ।

২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩১

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য।
শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.