![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
নীরবতা তোমাকে তাড়া দিচ্ছিল।
দুয়ারে তালা। চোখের মনিতে কিসের আকুতি? কার জন্যই বা আঁচল ভরে বকুল ফুল?
বাতাসের কাছে ফিসফিস করে কি যেনো বলছিলে বারবার!
সে কোথায় ?
ফিরবে কি আর চেনা দরজায়?
মানুষের কাছেই ফিরে আসে মানুষ!
যারা ফেরেনা। তারা ডলফিনের ভীড়ে মিশে যায়!
সাদা কালোর ভীড়ে কতদিন চলে যায়! কত শীতার্ত সময়ের হিমেল উত্তাপ!
প্রিয় প্রেমের কাছে ডুবে থাকে কারা?
চোখ বলে চোখ চাই।
মন বলে মন।
আর শরীরের অপেক্ষা শরীরই জানে!
অবহেলা,
অবজ্ঞার কাছে অজস্রবার ফিরে যাই বারবার।
কেনো কেজানে!
বারবার চোখ ভেসে যায় তবু চোখ জেগে থাকে মনে।
রোদ্দুর এ ভিজে যাওয়া হাতের মুঠোতে লুকানো তোমাকেই খুঁজি।
তুমি নাকি তোমার হাতের ছোঁয়ায় জেগে ওঠে ঘুমন্ত লাভা!
জ্বলতে জ্বলতে পুড়ে যাই।
নিজে পুড়ে ছাই হই আর তোমাকে লুকিয়ে রাখি গোপন কুঠরীতে!
ওখানেই আনন্দ হাসে!
ওখানেই অজস্র সাধেভরা আঙুর,আখরোট!
ভালোবেসে পুড়েপুড়ে গলতে থাকি আমি আর তুমি মিশরের মমী হয়ে যাও।
দরজার এপারে পড়ে থাকে আমার আঁচল ভরা বকুলেরা।
তোমাকে খুঁজে বেড়াই আমি ,এখানে ওখানে,সবখানে।
তোমাকে দেখার পর,
এই চোখ থেমে গেছে !
আমিও তোমার মত মমী হয়ে গেছি
১১ জুলাই'২০১৯
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: পাঠে ভালোলাগা । শুভেচ্ছা
২| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুশি হলাম। শুভেচ্ছা রাজীব।
৩| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: থ্যাঙ্কস। শুভেচ্ছা
৪| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৩
সেতুর বন্ধন বলেছেন: সুন্দর প্রকাশ
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো
৫| ১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২৫
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা সেজুতি
৬| ২১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো সাজি আপা। কেমন আছেন?
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:১৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: আমি ভালো থাকার চেষ্টা করি। আমার মন ভালো নেইরে। ভালোলাগছেনা চারপাশের সবকিছু। ঘটনাগুলো বড় কষ্ট দিচ্ছে। ভালো থেকো।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)