![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
অনেকদিন ব্লগে নিয়মিত নই। কিন্তু নিজের ব্লগ বাড়িতে বসে কোন এক একলা বিকেলে অথবা গভীর রাতে কখনো যে বসিনা তা কিন্তু নয়। সেই ১১ বছর ১১ মাস আগে শুরু করেছিলাম ব্লগ লেখা।আমি যখন ব্লগ লিখতাম,আমার ছোট ছেলে রাইয়ান তখন একদম ছোট। কম্পিউটার এ গেইম খেলার জন্য পাশে বসে থাকতো। এখনো ব্লগ এ বসলেই ওর স্মৃতিতেও ভেসে ওঠে মায়ের ব্যস্ততায় ব্লগের সেইসব ঝলমলে দিন। বলে মা আর লেখোনা?
তখন তো ফোনে নেট ছিলোনা। বাইরে গেলে ,ঘরে ফিরেই লগইন করতাম। লেখা দেবার পর কমেন্ট আর কমেন্টের উত্তর দেয়া। অজস্র ভালো লেখা পড়তাম এখানেই। আর তাই আজ যখন জানলাম,সবাই ব্লগে লগইন করতে পারছে, কি ভালো যে লাগলো। নিজের বাড়ির সামনে ঘুরঘুর করছি। বাড়িতে ঢুকতে পারছিনা। এটা যে কি কষ্টের।
আমার তোলা কিছু ছবি দিয়ে সেই আনন্দে অংশ নিলাম। এখন পাতার রঙ বদলাচ্ছে। কয়েকদিন পর সব পাতা ঝরে যাবে।
শুরু হবে শীত।
আজকের দিনে ব্লগে আসা এ যেনো স্বপ্নলোকের চাবি পাওয়া।
হ্যাপি ব্লগিং। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা।
যতবার যাই............এই গুড়ির ট্রেনের উপর বসি আর কিছু গল্প নিয়ে আসি মাথায়।
মনেহয় ছোটবেলার বন্ধুদের পাশে বসিয়ে ধুম আড্ডাদেই আর গড়াগড়ি খাই ঘাসের উপর। পাতার উপর।
এই রঙ মনেহয় তুলিতে আঁকা
হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন,
পথের পাতার মতন তুমিও তখন
আমার বুকের প’রে শুয়ে রবে?
অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার!
তোমার আকাশ- আলো -জীবনের ধার
ক্ষয়ে যাবে সেদিন সকল?
আমার বুকের ‘পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল,
তুমিও কি চেয়েছিলে শুধু তাই!
শুধু তার স্বাদ
তোমারে কি শান্তি দেবে!
আমি চলে যাব, তবু জীবন অগাধ
তোমারে রাখিবে ধরে সেইদিন পৃথিবীর ‘পরে
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য ক’রে!........
নির্জন স্বাক্ষর কবিতার অংশ
____জীবনানন্দ দাশ
মনেহলো তুলিতে আঁকা ছবি
পার্কের মধ্যে কাঠ বিছানো পথ দূরে মাঠে নেমে গেছে
মনেহয় গাছে আগুনের রং
এই গাছটা কদিনের মধ্যেই পাতাশূন্য হয়ে যাবে............
তবু শুনিয়েছে পাতা ঝরার গান।
শুনিয়েছে শীতের আগমনীর গান.........
আমি আমার মনটাকে বিছিয়ে রাখি পাতাদের সাথে,
যদি কিছু গান ওদের শিখে রাখে!
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: সত্যিই তাই।বড় আনন্দের দিন।
কানাডায় চারটা ঋতু।
Summer,Autumn,Winter আর Spring
এখন Autumn চলছে। এই সময়কে আবার Fall ও বলা হয়।গাছের পাতা ঝরে যায় বলে ।
কাল সারাদিন ঝুম বৃষ্টি হলো।
শুভেচ্ছা
২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৫
এডওয়ার্ড মায়া বলেছেন: বিদেশ খুব সুন্দর।পাতা মরা গাছ আরো সুন্দর
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১১
সুলতানা শিরীন সাজি বলেছেন: পাতা ঝরে যাওয়া গাছগুলো দেখে এখন আর মন খারাপ লাগেনা। জানি শীত পেরুলেই আসবে বসন্ত।
শুভেচ্ছা
৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব সুন্দর।
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ রাজীব।
শুভেচ্ছা।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫০
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ছবিগুলো ।
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ ।শুভেচ্ছা।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্লগ মুক্ত হয়ে যেই পোস্ট আসা শুরু করেছে ! কয়টাতে মন্তব্য করবো..
ছবিগুলা কোন দ্যাসের?
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: ছবিগুলো কানাডার রাজধানী শহর অটোয়ার।
মন্তব্য করতে না পারলেও আনন্দিত সবাই । শুভেচ্ছা।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৬
ভ্রমরের ডানা বলেছেন: খুব ভাল লাগল।
২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৬
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!
তোমাকে দেখে মনে হল আমার সেই ব্লগে আসার প্রথম দিনগুলোর কথা!!!!!!!!!
২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: সেই যে আমার নানা রঙের দিন গুলি।
ভালোবাসা শায়মা।
পাশে আছিতো আগের মতই।
ভালোবাসা
৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮
তারেক ফাহিম বলেছেন: সামু স্বাধীন হওয়ার আনন্দকে আরও বাড়িয়ে তুলল আপনার ছবিগুলো।
২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন: শুনে খুশি হলাম।
সবসময় পাশে আছি।
শুভেচ্ছা
৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: স্মার্টফোন ফোনে প্রথম লাইক আপনার।
২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: বাহ ,কি সৌভাগ্য আমার।
খুশি হলাম।
শুভেচ্ছা।
১০| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৬
নূর আলম হিরণ বলেছেন: নিয়মিত হোন আমাদের মাঝে। ছবি গুলো বেশ সুন্দর।
২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৪১
সুলতানা শিরীন সাজি বলেছেন: চেষ্টা করবো নিয়মিত বসার।
নিজের ব্লগবাড়িতে বসার আনন্দই আলাদা।
ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভেচ্ছা
১১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৮
কাওসার চৌধুরী বলেছেন:
আজ ব্লগের বিশেষ দিন। দীর্ঘদিনের অপেক্ষা আর অপমানের গ্লানি থেকে ব্লগাররা মুক্তি পেলেন। এটা অর্জন, এটা সন্তুষ্টি। এই "সামহোয়্যারইনব্লগ" কতশত এমনকি হাজারো সৃজনশীল মানুষের জন্ম দিয়েছে। কত গুণী লেখক জন্ম দিয়েছে তার সঠিক হিসাব কারো কাছে হয়তো নেই। বাংলা ভাষার চর্চা, জ্ঞান অর্জন আর মুক্ত চিন্তার বিকাশের জন্য সামুর অবদান অপরিসীম। সামু বেঁচে থাকবে, বাংলা ভাষা যতদিন বাঁচবে।
আপা, লিখুন নিয়মিত।
২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: আসলেই তাই।
কত ভালো লেখা পড়েছি,কত ভালো কবি ,লেখকদের সাথে পরিচয় হয়েছে এই ব্লগবাড়িতে।
শুভেচ্ছা সারাবেলার।
১২| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৫
করুণাধারা বলেছেন: ব্লগে আজ আপনার একযুগ পূর্তি হল; অভিনন্দন ও শুভকামনা।
ছবিগুলো খুবই চমৎকার! সাথে জীবনানন্দের হেমন্তের কবিতা! পড়তে ভালো লাগলো, হেমন্তের এই দিনে...
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: আমি আজ ১২ বছর পূর্তির পোস্ট দিলাম। ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। গত সপ্তাহে তুলেছি।
শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের জন্য একটি শুভদিন।
আপনার দেয়া ছবিগুলোতে গাছের পাতা শুকিয়ে গেছে, বৃষ্টি নেই অনেকদিন?