নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

সুলতানা শিরীন সাজি

shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

সুলতানা শিরীন সাজি › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আমার ১২ বছর পূর্তি হলো আজ

২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:২২



একযুগ কেটে গেলো সামুতে।
ব্লগে একসময় ভীষন নিয়মিত ছিলাম লেখায়।
শুধু লেখা কেনো। অন্যদের ব্লগবাড়ি ঘুরে লেখা পড়তাম,কমেন্ট দিতাম।
কত নিক,কত নামের মানুষের সাথে জানাশোনা হলো এই সামহ্যোয়ারইন ব্লগের জানালাতেই।ব্লগে লেখা মানেই আনন্দ।
প্রতি অক্টোবর প্রকৃতি যখন বদলে যেতে থাকে। গাছের পাতাগুলো বদলাতে থাকে রঙ। এই সময় আমার ব্লগ জীবনের বয়স বাড়ে।
ব্লগে নিয়মিত না লিখলেও মাঝে মাঝে নিজের ব্লগ বাড়িতে বসে থাকি। পুরাতন লেখায় কমেন্ট পড়ি।
কত নিকের আড়ালে কত প্রিয় মানুষ ছিল,তারা সবাই কোথায় হারালো এইসব ভাবি।খুব ইচ্ছে করে আবার সবাই মিলে ব্লগে লেখা দেই। আড্ডা মারি কমেন্টের ঘরে। অনেকের সাথে ফেইসবুক এ যোগাযোগ আছে।
সোহেলীর কথা মনে পড়ে খুব। আমার কত কবিতায় যে ওর কত সুন্দর সুন্দর কমেন্ট।
বারো বছর অনেক সময়। অন্ততঃ লেখালেখির জন্য তো বটেই।
লেখা চলছে। তবে ব্লগে লেখার আনন্দ আলাদা।

আমার খুব ইচ্ছে করে সবাইকে আবার ব্লগে দেখি।
কবিতায়,গল্পে,ভালোলাগায় ভালোবাসায় আবার সবাই একসাথে কথা বলি,পথ হাঁটি।
শুভেচ্ছা এবং ভালোবাসা সবার জন্য। আমরা সবাই যে যেখানে আছি ,যেনো ভালো থাকি।
সুস্থ এবং সুন্দর থাকি সবাই।


প্রথম ছবিঃ গত মে মাসে অটোয়ায় টিউলীপ ফেস্টিভ্যাল এ আমার তোলা।
দ্বিতীয় ছবিঃদ্বিতীয় ছবি অষ্ট্রেলিয়ার পার্থ এ বেড়াতে গিয়ে তুলেছিলাম। এক সন্ধ্যায় সমুদ্রের ধারে।




মন্তব্য ১১৩ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:


সামু ব্লগে আলো ছড়িয়ে গর্বিত এক যুগ পারি দেয়ার জন্য রইল অভিনন্দন

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে।
আপনাদের সবার নামের সাথে পরিচিত আমি।
ভালো থাকবেন।

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন সাজি আপু ১২ পূর্তিতে।এক যুগ জীবনের এক সুদীর্ঘ সময় সামুতেদা্যষ আনন্দ ভয় হয়েছে বলে ই আমার বিশ্বাস।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪২

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।
লেখায় নিয়মিত না থাকলেও ব্লগে আসাটা বন্ধ থাকেনি কখনো। মাঝে কিছুদিন পাসওয়ার্ডজনিত সমস্যায় পড়েছিলাম। পরে ঠিক করা হয়েছে।
ব্লগারদের অনেকেই কত ভালো যে লেখে।
আমাদের সবারই মনে রাখা উচিত ,যে লিখি ,যেখানেই লিখি,কারো লেখা দিয়ে কাউকে যেনো ছোট না করি।
মানুষের মধ্যে মানবিক চেতনাবোধ যেনো বিদ্যমান থাকে।
ব্লগ হোক সুস্থ এবং সুন্দর চেতনাধারী মানুষের মিলন কেন্দ্র।
শুভকামনা রইলো।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


অনেক অনেক অভিনন্দন।
আপনি দীর্ঘ সময় ব্লগে আছেন; ভালো থাকুন।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা।
আমরা যে যেখানে আছি,সবাই যেনো ভালো থাকি।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৫৭

এস সুলতানা বলেছেন: অভিনন্দন

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা।
ভালো থাকবেন

৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:১৩

বলেছেন: দীর্ঘায়ু কামনা করছি।।।

অভিনন্দন +++

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ২:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ। যেনো ভালো থাকি। সুস্থ থাকি।
লিখতে পারি।
শুভেচ্ছা

৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:২০

গোধুলী বেলা বলেছেন: ফুলেল শুভেচছা রইলো।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভেচ্ছা।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে ,এখনো ব্লগে অনেকের মনে আছি তাই।
শুভেচ্ছা।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন:


১২ বছর পুর্তি, এসো করি ফুর্তি B-)

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: হাহা হাসতেই আছি।

আমরা সবাই এর চেয়ে ভালো নাচতে পারি ভাই ।
মনটা খুব ভালো হয়ে গেলো আপনাদের সবার মন্তব্য পেয়ে।
শুভকামনা।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি আপনার থেকে এক বছরের জুনিয়র :D

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫০

সুলতানা শিরীন সাজি বলেছেন: আমরা সবাই ব্লগার। জুনিয়ের সিনিয়র ব্যাপার না।
:)
হ্যাপি ব্লগিং

১০| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৫

নীল আকাশ বলেছেন: অভিনন্দন রইল আপনাকে।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫১

সুলতানা শিরীন সাজি বলেছেন: থ্যাঙ্কস। শুভেচ্ছা আর ধন্যবাদ।
দেখা হবে আবার লেখাতে।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩২

তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ ব্যাপার এক যুগ অনেক সময়, আবার নিয়মিত হওয়ার চেষ্টা করুন। অনেক অনেক শুভেচ্ছা।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: নিয়মিত না হলেও একেবারে হারিয়ে যাইনিতো।
মাঝে মাঝেই বসি। লেখা দিবো মাঝে মাঝে।

দেখি আবার যদি আগের মতন ইচ্ছেগুলো ফিরে পাই।
শুভেচ্ছা রইলো

১২| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৫

ইসিয়াক বলেছেন: আপনার লেখার ধরণটা খুব ই ই সুন্দর। বেশ মিষ্টি । খুব ভালো লাগলো ।
শুভকামনা রইলো শুভ সকাল ।
আর ব্লগে ১২ বছর পূর্তিতে .....।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ ।
সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।
হ্যাপি ব্লগিং।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
লম্বা সময় পার করেছেন।
থাকুন। লিখুন। পড়ুন।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:০৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: লম্বা সময় তবে সেই লম্বা একটু আন্দাজ করতে পারি আমার ছোট ছেলে রাইয়ানকে দেখে। যখন ব্লগিং শুরু করি,ওর বয়স ছিল ৫। পিসির সামনে বসে থাকতো খেলার আশায়। সামহোয়ারিন এর পাতা দেখলেই বলতো,মামমা ফিনিশ ইয়র বাংলা। বলতাম এই দিচ্ছি। এই দিচ্ছি বলে কত সময় যে চলে যেতো। কি এক নেশা ছিল তখন! ব্লগের নেশা। কোথাও দাওয়াত এ যেতে ইচ্ছা করতো না। তখন তো আর হাতের মুঠোয় ফোন ছিলোনা।
পড়তে ভালোবাসি। লেখার চেয়েও। আর মন্তব্য করতে খুব ভালো লাগতো। সময়ের সাথে হয়তো সবকিছুই বদলে যায়।।।
তবু েই ব্লগের টান অন্যরকম।
একদম আলাদারকম।

শুভেচ্ছা রাজীব।
শুভ সকাল।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৬

বিজন রয় বলেছেন: অভিনন্দন আপা। এটা এক দারুন অনুভূতি।

আপনাকে আরো নিয়মিত দেখতে চাই ব্লগে।

শুভকামনা সবসময়ের।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: আসলেই ,১২ ,১৩ ,১৪ যাই হোক নাকেনো সময় একটা সুন্দর অনুভবের নাম।
বেঁচে থাকার অদ্ভুত আনন্দের নাম।
শুভেচ্ছা আপনাকে।
শুভকামনা সারাবেলার।

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৪

নগরসাধু বলেছেন: এক যুগ!!!!!!!!

বিশাল সময়!
আপনাদের শেষ আমাদের শুরু
দোয়া করবেন যেন আপনার মতো পোষ্ট দিতে পারি

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩১

সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভকামনা রইলো।
আমরা সবাই যেনো সবার পাশে থাকতে পারি।
হ্যাপি ব্লগিং

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার অনুভূতি কল্পনা করার চেষ্টা করেছি। একযুগ সামুর সাথে আপনি ভাবা যায় !
অনেক অভিনন্দন আপনাকে।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: আরো অনেকেই আছে ,যারা নিয়মিত আছে। আমি তো অনিয়মিত হয়ে গেছি অনেকদিন।
ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৭

সাইন বোর্ড বলেছেন: অভিনন্দন, জেনে খুব ভাল লাগল ।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: খুশি হলাম। শুভেচ্ছা নিরন্তর।

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩০

ক্লে ডল বলেছেন: অভিনন্দন!! !:#P একযুগ অনেক বড় ব্যাপার।
যুগ যুগ সামুতে লিখুন, পড়ুন, সাথে থাকুন সেই কামনা করি। :)

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: যে কোনখানে মন থেকে সময় দেয়া সেটা যতক্ষনই হোক না কেনো,অনেক আনন্দের ব্যাপার। আনন্দ নিজে পাওয়া আর সবাইকে নিয়ে আনন্দে সময় কাটানো সেতো অসাধারণ তাইনা?
যতদিন বাঁচি যেনো লেখায় থাকি।
শুভেচ্ছা।
শুভকামনা

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২১

ধ্রুবক আলো বলেছেন: এক যুগ ব্লগিং সোজা কথা নয়, অনেক বড় ব্যাপার। যুগ চলুক ব্লগিং। শুভ কামনা রইলো।
এক যুগ পূর্তির প্রাণঢালা অভিনন্দন জানাই।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০১

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। মিস্টি তেমন খাইনা। এই মিস্টি দেখে কেনো যেনো .।.।.।.। :)
শুভকামনা রইলও। আবার দেখাহবে লেখাতে।

২০| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন সাজি আপু ১২ পূর্তিতে।এক যুগ জীবনের এক সুদীর্ঘ সময় সামু তে দারুন আনন্দ ময় হয়েছে বলে ই আমার বিশ্বাস।

হ্যাপী ব্লগিং ।নিরন্তর শুভকামনা ।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: আবারো ধন্যবাদ আর শুভকামনা।
আমি খুব সুন্দর আর স্মৃতিময় সময় কাটিয়েছি ব্লগে।
আর তাইতো বারবার ফিরে আসি।

শুভেচ্ছা ।
শুভকামনা

২১| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এক যুগ পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা! ব্লগটা আসলে এমনই। এখানে নতুনরা একসময় পুরাতন হয়ে যায়, আবার নতুনরা আসে। এভাবেই চলতে থাকে। মাস, বছর পেরিয়ে অনেকেই যুগও অতিক্রম করে ফেলেন। তারপর পুরনো স্মৃতিগুলো মনকে অনেকসময় ব্যথাভারাক্রান্ত করে ফেলে। মনে আকুতি জাগে আগের সেই সময়গুলোতে ফিরে যাওয়ার। কিন্তু তা আর হয় না। আসলে তা সম্ভবই নয়। তবুও পুরনো স্মৃতিগুলো উন্মনা করে তোলে। ভাল থাকুক মানুষগুলো স্মৃতির পাতায়!

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর করে কমেন্টের জন্য ধন্যবাদ।
ভালো থাকুক সবাই,যে যেখানে আছে সেখানে।

শুভেচ্ছা

২২| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭

বিজন রয় বলেছেন: ব্লগে ১২ আগে আপনার প্রথম কবিতা পোস্ট "বৃষ্টিতে" ওটা আবার পোস্ট করার অনুরোধ রাখছি।
আর ওই কবিতাটি লেখার পটভূমি জানালে আমার ভাল লাগবে।

ভাল থাকুন।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আচ্ছা আবার পোস্ট করবো।
চেষ্টা করব কবিতার পটভূমি সহ। আর আমি সেটা আবৃত্তি করেছিলাম। খুঁজে পেলে দেবো।

শুভেচ্ছা।

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০

কিরমানী লিটন বলেছেন: আলোকের এক ঢ়ুগ পাড়ি দেওয়ায়- অভিনন্দন প্রিয় অগ্রজ। নিরন্তর ভালোবাসা আরশুভকামনা জানবেন....

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।
এখানে আমরা সবাই যেনো সবাইকে সন্মান করতে,ভালোবাসতে পারি।
শুভেচ্ছা আপনাকেও।

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৩

আরোগ্য বলেছেন: এক যুগ অতিবাহিত করার জন্য প্রাণঢালা অভিনন্দন জানাই।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা রইলো

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৩

করুণাধারা বলেছেন: আরেকবার অভিনন্দন ও শুভেচ্ছা।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা । দেখা হবে লেখাতে।

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৭

জোবাইর বলেছেন: অভিনন্দন!
এক যুগ আগেও ছিলেন, এখনও আছেন, এক যুগ পরেও থাকবেন–প্রত্যাশা।

অনেকেই নেই আজ
ব্লগটা তবু আছে
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুঁড়ি
শুধু সেদিনের অনেকেই নেই
কত জন এল গেলো
কতজনই আসবে
ব্লগটা শুধু থেকে যায়।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২০

সুলতানা শিরীন সাজি বলেছেন: সত্যি তাই।
ব্লগবাড়ি কিযে প্রিয়।

আমার তো মনেহয় বই এর চেয়েকোন অংশেই কম নয় এখানকার লেখাগুলো। সব কমেন্ট যদি বইয়ে ছাপানো যেতো।স্মৃতির এলবাম হয়ে যেতো।

শুভেচ্ছা জোবাইর।

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০০

নাঈম বলেছেন: শুভেচ্ছা, আমারও ১২ বছর পার হইছে কিছুদিন আগে :#) :#) :#)

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: ব্লগে তুমি তো আমার যমজ নাঈম।
অভিনন্দন রে।
ব্লগে বসো?
আসবো তোমার ব্লগবাড়ি। সবাই ভালো।
অনেকদিন কথা হয়নারে।
ভালো থাকো। শুভকামনা

২৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৭

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন আপনাকে।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।

অভিনন্দন জানাই ব্লগের সবাইকে।
সামহ্যোয়ার ইনের পাশে থাকার জন্য।

সারা পৃথিবীর সবখানে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী ব্লগারদের জন্য এ এক প্রিয় নাম। কখন না কখনো এইখানে এসে বসতেই হয়।
শুভেচ্ছা।

২৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৫

ওমেরা বলেছেন: এক ------------------ যুগ পার করে ফেল্লেন !!! অনেক অনেক অভিনন্দন আপনাকে।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: যতদিন বাঁচি যেনো লিখতে পারি।
একদিন যখন থাকবোনা,ব্লগতো থাকবে.।.।.।.।.।।
ব্যাপারটা ভাবলে মন খারাপ হয়। আবার ভালোও লাগে।

শুভেচ্ছা

৩০| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: অনেক ভালোবাসা আপুনি! :)

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালোবাসা শায়মা।
ভালোবাসি

৩১| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৫

হাসান মাহবুব বলেছেন: আপনিও তো আমাদের ছায়া অভিভাবক!

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩১

সুলতানা শিরীন সাজি বলেছেন: আছি।
থাকলেও আছি।
না থাকলেও।
ভালোবাসা হয়ে।

ভালোবাসা ছোট্ট হামা

৩২| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৯

রাতুল_শাহ বলেছেন: অভিনন্দন

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ।শুভেচ্ছা

৩৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১২

নতুন বলেছেন: এক যুগ পূতি`র শুভেচ্ছা :)

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩২

সুলতানা শিরীন সাজি বলেছেন: থ্যাঙ্কস।
সেই পুরাতন নতুন? :)
শুভেচ্ছা

৩৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২২

মোস্তফা সোহেল বলেছেন: এক যুগ অনেক সময় আরও অনেক অনেক যুগ সামুর সাথে পার করুন।
শুভ কামনা আপু।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভকামনা সোহেল।
ধন্যবাদ।

৩৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: সুলতানা শিরীন সাজি ,




টিউলিপের রঙে সাজিয়ে বারোটি বছর পূর্তির অভিনন্দন।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।

ইচ্ছেছিল কবিতা দিয়েই শুভেচ্ছা জানাই।
পরে ভাবলাম ফুলের ছবি। সূর্যাস্তের ছবি।
ফুল মানে সুরভী। আনন্দ।
সূর্যাস্ত মানে নতুন দিনের আগমনী গান.।.।.।.।.।।

শুভেচ্ছা

৩৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: যুগ পূর্তির শুভেচ্ছা জানাই। কবিতা নিয়ে ভালো থাকেন, এই শুভ কামনা।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।
কবিতা নিয়েই আছি।
কবিতা আমার বেঁচে থাকার পরম আনন্দের দিক।

শুভেচ্ছা

৩৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪১

নীলসাধু বলেছেন: সাজি আপা অভিনন্দন
সামুতে আমরা অনেকেই দীর্ঘ সময় পার করেছি
আমাদের জায়গা
আমাদের প্রিয় মুখ
আমরা সবাই

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: আসলেই নীল
সামুতে আমাদের পথচলা অনেকদিনের একসাথে।
কখনো একসাথে ,
কখনো এগিয়ে
কখনো পিছনে
আমাদের এই পথচলা চলুক।
সবাইকে যেনো খুঁজে ফিরে পাই নানান পথের বাঁকে।
শুভেচ্ছা আর ভালোবাসা
আমরা সবাই যেনো ভালো থাকি

৩৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: যুগপূর্তির শুভেচ্ছা

:)

দেখতে দেখতে যেন কেটে গেল এতটা সময়! ভাবতেই অবাক লাগে!
আজীবন থাকুন সামুর সাথে। আমাদের সবার সাথে।

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: আজীবন যেনো থাকতে পারি.।.।.।.।।।

শুভেচ্ছা রইলো। আমাদের ব্লগজীবন নিশ্চিন্ত এবং সুন্দর হোক

৩৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৬

তারেক ফাহিম বলেছেন: এক যুগ, অনেক সময়।

অভিনন্দন।

সামুতে এভাবে যুগ যুগ পার করুন।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪১

সুলতানা শিরীন সাজি বলেছেন: এক যুগ আসলেই অনেক সময়।
আমার ছেলেদের দিকে তাকালেই বুঝতে পারি।

শুভেচ্ছা তারেক। শুভকামনা

৪০| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৮

উম্মে সায়মা বলেছেন: বাহ।একযুগ পুর্তিতে অভিনন্দন.....

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ সায়মা।
শুভেচ্ছা

৪১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: এক যুগ অনেকটা সময় ।
শুভকামনা এ পথ চলায় অবিরাম

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।
ভালো থাকবেন।

৪২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগিং দেশে দীর্ঘ মাইলফলক অতিক্রম করার জন্য আপনাকে জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা।

৪৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০০

আখেনাটেন বলেছেন: এতদিন পরেও ব্লগকে মনের কোনো এক কোণে সাজিয়ে রেখেছেন জেনে আপ্লুত হলুম। ভাষার প্রতি আবেগ, মাটির প্রতি টান তীব্র না হলে এটা সম্ভব না।

ব্লগের পুনর্জন্মে আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন সাজি'পা।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২১

সুলতানা শিরীন সাজি বলেছেন: সামহোয়ারইন ব্লগের জানালা আমার এত প্রিয়।
না এলে ভালো লাগেনা। নিজের ব্লগ বাড়িতে বসে কত সময় কাটাই।
সুন্দর শুভকামনা পেয়ে ভালো লাগলো। শুভেচ্ছা নিরন্তর।

৪৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৭

নতুন নকিব বলেছেন:



Congratulations!

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২১

সুলতানা শিরীন সাজি বলেছেন: থ্যাঙ্কস।শুভেচ্ছা।

৪৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫১

অন্তরন্তর বলেছেন: এক যুগ পূর্তির অভিনন্দন। অনেকদিন পর সাজি আপা। আবার নিয়মিত হবার চেষ্টা করেন। ব্লগের আনন্দদিনে আপনাকে শুভেচ্ছা ও শুভ কামনা।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২২

সুলতানা শিরীন সাজি বলেছেন: চেষ্টা করছি নিয়মিত বসার। শুভেচ্ছা।

৪৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: এক যুগ পূর্তিতে আপনাকে অনেক অভিনন্দন। আমি কিছুদিন আগেই ১৩ বছরে পদার্পন করেছি, সমসাময়িক ব্লগার হিসেবে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।
আপনাকেও অভিনন্দন। শুভেচ্ছা

৪৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগে এক যুগ পূর্তিতে আপনাকে অভিনন্দন।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা

৪৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৪

পদ্মপুকুর বলেছেন: ট্রেনটা আর কিছুক্ষণ ধরে রাখেন স্টেশনে, আমিও আসতেছি :)

অগ্রজকে অভিনন্দন। এই দীর্ঘসময় মনোযোগ ধরে রেখে একনিষ্ঠভাবে ব্লগিং করে যাওয়াটা যথেষ্ঠই কঠিন।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: হাহা, প্রথম লাইনটা পড়ে ভাবছিলাম কি হতে পারে! বুঝেছি,সহযাত্রী ।
একই সময়ের ব্লগার।
শুভেচ্ছা পদ্মপুকুর।
আমি শুধু ভাবি এমন নিকের আড়ালে থাকতে কেমন লাগে?
আমার তো দম আটকে যেতো। :)

শুভেচ্ছা ।হ্যাপি ব্লগিং আর অভিনন্দন আসছে ১২ বছর পূর্তির।

৪৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪২

আমিনুর রহমান বলেছেন:


অভিনন্দন সাজি আপু। আমাকেও দিয়েন কেননা আমি আর আপনি একই দিনে ব্লগে রেজিস্ট্রেশন করেছি। :) :) :)

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: অভিনন্দন জেসন।
হুমম তুমি ,আমি ,নাঈম একই সময়ের। আজ জানলাম পদ্ম পুকুর ও।
সবাই ভালো থাকি,যে যেখানে আছি।
শুভেচ্ছা নাও

৫০| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন আপু !:#P !:#P !:#P

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ শোভন।
শুভেচ্ছা

৫১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভিনন্দন : আপনাকে
..............................................................
আমি আপনার হিসাবে নূতন , ব্লগে মাঝে মধ্যে বিচরন করি,
সময় পেলে আমার ব্লগবাড়ি ঘুরে যাবেন।
...............................................................
যদি অস্ট্রেলিয়ায় থাকেন তো দেখাও হতে পারে
নভেম্বর মাসে আমার অস্ট্রেলিয়া সফর আছে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: আমি অস্ট্রেলিয়াতে বেড়াতে গেছিলাম ২০১২ আর ২০১৫ তে।
আমি থাকি কানাডার অটোয়াতে।
এখানে এলে নেমন্ত্রন থাকলো।

ব্লগবাড়ি আসবো। শুভেচ্ছা।

৫২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

কোলাহল বলেছেন: বারো বছর............
অনেক সময়।

৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: ১৫ হয়ে গেছে ।
আহা জীবন।
শুভেচ্ছা

৫৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৮

সোহানী বলেছেন: আমি আপনার ব্লগ খুব কম পড়েছি তাই জানি না যে আপনি এতদিন ব্লগে আছেন। শুভকামনা সবসময়ই।

৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভকামনা সোহানী

৫৪| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪০

মেহবুবা বলেছেন: ২০১৯ এ ১২ বছর, এখন তো ১৪ বছর !! তুমি এত্ত বুড়ো !!!
দেখা মেলে না, তবু মনে থাকে। তুমি, তোমরা সাইনের এক একটা রত্ন; এই রত্ন যেন যত্ন পায় সাজি।


এখানে তোমার যে শেষ পোষ্ট সেটা ড্রাফট করলে কেমন হয় ভেবে দেখো।
ভাল থেকো; অনেকের জন্য এই ভাল থাকা সাজি।

৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: ভেবে দেখো ১৫ বছর চলে গেলো।
ভালোবাসা নাও মেহবুবা
তুমি আমাকে মেইল কোর তো।

৫৫| ৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৮

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো সাজি আপা।
আশা করছি কুশলে আছেন।

আমিও ব্লগে নেই। ব্লগের মান কমে গেছে সামাজিক মাধ্যমের তোড়ে। যারা আছে তাদের অবস্থাও তথৈবচ। এই নিয়ে চলছে। যে দিন যায় তা আর ফিরে আসে না।

৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২২

সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভেচ্ছা।
১৫ বছর পার হয়ে গেছে সামহোয়ার ইন এ।
যে দিন যায় আর আসে না।
সবাই ভালো থাক। শুভকামনা।


৫৬| ৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন।

৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২২

সুলতানা শিরীন সাজি বলেছেন: এটা তিন বছর আগের পোস্ট।
ধন্যবাদ।
শুভেচ্ছা

৫৭| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২২

খায়রুল আহসান বলেছেন: "এটা তিন বছর আগের পোস্ট" - তাই তো! তার মানে ব্লগে আপনার ১২ বছর নয়, ১৫ বছর পূর্তি ইতোমধ্যে হয়ে গেছে। বলা যায়, ব্লগের আপনি এক মহীরুহ।
অনেক, অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, নিষ্ঠার সাথে এ মাইলফলক অতিক্রমের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.