নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

সুলতানা শিরীন সাজি

shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

সুলতানা শিরীন সাজি › বিস্তারিত পোস্টঃ

বায়োস্কোপ জীবন

১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬


যেখানে রাস্তাটা উঁচু হয়ে গেছে অনেকদূর।
যেখানে উঠলেই বাড়িগুলোর ছাদ দেখা যেতো রাস্তা থেকে।
ছয় মিনিটের সেই পথটুকু শেষ হোক চাইনি কখনো!
কিছু পথ থাকে,যেখানে গেলে চেনা গন্ধর মত তুমি।
সেখানেই দেখা হয়েছিল আমাদের।
তুমি এই জায়গার নাম দিয়েছিলে শিলং।

শেষের কবিতার অমিত আর লাবণ্যর মত সেই হঠাৎ দেখা!
শহরের শেষ মাথায় সমুদ্রটা যেখানে আকাশ ছুঁয়েছে, সেখানে,
পুরনো এক কফিশপ এ বসে একটা পুরোদিন শুধু কবিতায় কথোপকথন!
কফি যে কতরকম ভ্যারাইটির হতে পারে,সেদিনই শেখা,
স্মোকড বাটার স্কচ লাতে খেয়ে তো রীতিমত মুগ্ধ আমি।
তুমি বলছিলে কফির ইতিহাস আর আমি, তোমার চোখের ভিতর
একটা বোহেমিয়ান ওয়াক্সউইং পাখিকে খুঁজছিলাম।

তুমি বলছিলে, একটা শহর এ বেড়াতে যাবার ইচ্ছের কথা।
ইতালীর রিওম্যাগিওর। সমুদ্রর পাশে বাড়িগুলোকে মনেহয় যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি।
বলছিলে,আনুশকার সেতার তোমার দারুণ পছন্দ।
পূর্ণিমারাত এলে ,জোছনার আলোয় যখন চারিদিকে ডুবে থাকে।
তুমি রাতভর সেই জোছনায় ভিজে সেতার শোনো।
বলছিলে, আলাস্কাতে থাকবো আমরা সাতষট্টি রাত।
সেখানে সেক'দিন সূর্য ওঠেনা। একথা শুনে আমার অন্ধকার আর বনলতা সেনকে মনে পড়ে।

এবার শীত নামার আগেই ,
উল দিয়ে একটা খয়েরী পুলওভার বানাই তোমার জন্য।
মেট্রো স্টেশনটার কাছে গেলে, তোমার কথা খুব মনেহয়।
তুমি বলেছিলে, শুধু ট্রেনে চড়ে সারাপৃথিবী ঘুরে বেড়াবো আমরা।
ডাইরীর এক পাতাতে হিসাব নিকাশ ও করেছিলে!
আমি বলেছিলাম,প্রশান্ত মহাসাগরকে বিক্রি করে দেবো আটলান্টিক এর তিমিদের কাছে।
বদলে তিমিদের পেটের ভিতর যত হীরা মানিক থাকে সব নিয়ে আসবো ।
এরপর, আমরা ট্যুরিস্ট ম্যুভির এঞ্জেলীনা জলি আর জন ডেপ এর মত ঘুরে বেড়াব ভেনিসের পথঘাট।
একথা শুনে তুমি এত জোরে হেসেছিলে!
মনে হচ্ছিল ভেঙে চুরে যাচ্ছিল আমার ভিতরের আনন্দকাল!

একটু পর মন খারাপ করে বলেছিলে, তিমিরা মরে যাচ্ছে সব।
পেটের ভিতর পলিথিন আর প্লাস্টিক নিয়ে!
আর একথা শুনে ভীষন মন খারাপ হতে থাকে আমার!

একটা জীবন এর ধারাপাত এ তুমি আমি মাঝে মাঝেই ঢুকে পড়ি এভাবেই।
জীবন তো শুধু ইউ টিউবে দেখা বাংলা নাটক না।
জীবন নেটফ্লেক্সে দেখা টার্কিশ সিরিয়াল না।
জীবন মাঝে মাঝে এমনি,
তোমার জন্য,
আমার জন্য,
হয়তোবা অন্য কারো কারো জন্য।
জীবন মানেই চলতে থাকা বায়োস্কোপ!
কখনো সাদাকালো ,কখনোবা রঙিন!

মন্তব্য ২৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

বিজন রয় বলেছেন: সাজি আপা ভাল আছেন নিশ্চয়ই!
আপনার কবিতা মানে অসম্ভব মাদকতা। মনের পরিপূর্ণ স্বাদ!

নিয়মিত পোস্ট করুন।

অনেক শুভকামনা রইল।

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: আছি। ভালো থাকার আশায় বাঁচি।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভেচ্ছা।

২| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইলো

৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

নুরহোসেন নুর বলেছেন: বায়োস্কপের মত রঙ্গীন কিছু স্বপ্ন উঠে এসেছে ভাবনায়,
ভাল লাগলো।

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ নুর। পাঠে ভালোলাগা। শুভেচ্ছা

৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ!

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা জুনায়েদ।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১২

রাইসুল সাগর বলেছেন: আপু দারুন গদ্য কবিতা। পড়ে অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম। আশাকরি ভালো আছেন। শুভকামনা জানিবেন নিরন্তর।

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেকদিন পর সামুতে দেখা ।কেমন আছো সাগর? ভালোলাগা জেনে ভালো লাগলো। ভালো থাকার চেষ্টা করি সাগর। দোয়া কোর। শুভেচ্ছা

৬| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধতা ++

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ। মুগ্ধতা ছুঁয়ে গেলো। শুভেচ্ছা।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগা - চমৎকার

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০

সুলতানা শিরীন সাজি বলেছেন: পাঠে ভালোলাগা আর ধন্যবাদ কমেন্টের জন্য লিটন। শুভেচ্ছা

৮| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩১

সুলতানা শিরীন সাজি বলেছেন: জেনে খুশি হলাম।
শুভেচ্ছা রাজীব।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

নার্গিস জামান বলেছেন: চমৎকার! :)

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩১

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ নার্গিস। শুভেচ্ছা রইলো। হাসিমুখ ভালোবাসি

১০| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: জীবন মানেই বায়োস্কোপের মত রহস্যময়.....

কোনটার পরে কোনটা আসবে ...... তাই নিয়ে বসে থাকা ......

অনেক সুন্দর আপুনি!!!!!!!

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর বলেছো শায়মা।
ভালো থেকো। তোমাকে দেখলেই ভালো লাগে।
ভালোবাসা

১১| ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

হাসান মাহবুব বলেছেন: লাবণ্যময় সাজি আপা।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: :) থ্যাঙ্কস প্রিয় হামা।
ভালোবাসা নিও।

১২| ১৭ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:৪২

রাইসুল সাগর বলেছেন: আমি ভাল আছি আপু। শুভকামনা সবসময় আপু আপনার জন্য।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ সাগর।
সবাই যে যেখানে আছি,যেনো ভালো থাকি।
শুভকামনা।

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

অন্তরন্তর বলেছেন: অপূর্ব সাজি আপা। +++++

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: থ্যাঙ্কস।
ভালো লাগা ছুঁয়ে গেলো।ভালোবাসা

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

রাজপুত্র নেপলিয়ন বলেছেন: সুন্দর

১৫| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর কবিতা! কবিতার চরণে চরণে কত আবেগ আর কোমল অনুভূতি জড়িয়ে আছে!
কবিতায় একাদশতম প্লাস। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.