নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
মধ্যরাতের নির্ঘুম খেয়ালে রিংটোনে অপেক্ষা ফুরায়!
হাতপাখাতে অজস্র ভালোবাসা দোলে কারো!
কাশিতে ছলকায় মহামারীর ত্রাস!
ঘুমহীন চোখে বিষণ্ন বর্ষাকাল !
বুকের খুব গহীনে গান বাজে, ‘পেয়ার মুজছে জো কিয়া তুম নে তো কেয়া পাওগি….’
আসে না দিন আর আসে না।
পাশে থাকার, কাছে বসার ইচ্ছেরা অচীন পাখি হয়!
কানের ভিতর অজস্র না বলা কথারা ভীড় করে।
শাড়ি আর ব্লাউজের সাথে রিনঝিন চুড়ির কথোপকথনে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে কোথাও!
বাতাস থেকে টুপটাপ কুড়াই নিঃশ্বাস !
বেঁচে থাকলেই শুধু চোখের কাঁপনে বৃষ্টি নামে, যখন তখন!
মানুষ পাখি হলে ওড়েনা আর,
বুকের খুব কাছে বসে নিরন্তর ডাকে শুধু!
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: শেষের পংক্তিদুটো বারংবার পড়ার মত। খুব সুন্দর কবিতা লিখেছেন। + +
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২১
সুলতানা শিরীন সাজি বলেছেন: পাঠে এবং মন্তব্যে ভালোলাগা।
শুভেচ্ছা
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২১
সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর মন্তব্য।
শুভেচ্ছা রাজীব
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৮
ইসিয়াক বলেছেন: কেটে যাক বিষন্ন বর্ষাকাল। ঘুমহীন চোখে নামুক প্রশান্তির ঘুম।
চোখের কাঁপনে হাসির ঝিলিক ফুটুক।
দমকা হাওয়ায় উড়ে যাক যত দুঃখ কষ্ট।
মানুষ পাখির কথকতায় স্মৃতির ডালা ফুলে ফুলে ভরে উঠুক।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: কি সুন্দর বলেছো।
মন্তব্যটা কবিতা হয়ে উঠলো।
শুভকামনা ইসিয়াক
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫০
মনিরা সুলতানা বলেছেন: দারুণ আপু !
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। পাঠে ভালোলাগা মনিরা।
শুভেচ্ছা
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৩
জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর কবিতা! +
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা ভাইয়া
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯
৪৫ বলেছেন: সুন্দর
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২১
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।শুভেচ্ছা
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৩
মেহবুবা বলেছেন: কেমন মন খারাপ করা, উদাস করা কবিতা।
চিকন মিঞা কোথায়? একটা মাইনাস দিয়ে যাক্।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: হাজারটা মাইনাস দিক।
তবু আসুক চিকন মিয়া।
মিস করি!
মেহবুবা ভালোবাসা নাও
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+