![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
এই যে তোমার চোখের দিকে তাকিয়েছি,
এই যে তোমার হাতের মুঠোর হাতে বৃষ্টি বিলাসের ঘোর!
এই যে বিকেলের কনে দেখা আলোয় তুমি এলে কতদূর থেকে গোধূলীর রং মেখে!
কি করে বলি, ভালোবাসি রাতভর গোলাপের সুরভীত সুষমা!
কি করে বুকের ভিতর নির্বাসনে ডাকি তোমায়,
বলি, এই হলো তোমার আন্দামান নিকোবরের ঘর!
তুমি এলে এখানেই অজস্র সকাল তোমাকে নিয়ে ধেয়ে যাবে বিকালের খোঁজে!
বিকাল যখন সন্ধ্যার সাথে মিলবে,
তোমার নীল শাড়িতে জ্যোছনা মাখতে আকাশে উঠবে চাঁদ!
আমি তিরিশটা প্রজাপতি কৌটায় ভরে তোমাকে উপহার দেবো !
তুমি বাদশাহর মেয়ে জুলেখার মত অহংকারী হবে না!
পাহাড়র ঢালে বসে তুমি প্রজাপতিদের উড়িয়ে দেবে!
ওরা আমার মত তোমাকে ভালোবাসবে তাই তোমার নীল শাড়িতে বসতেই সব ছবি হয়ে যাবে!
আমি তোমাকে দেখবো! দেখবো প্রজাপতি ছুঁয়ে কি করে তুমি রঙিন হয়ে ওঠো!
আমি তোমার ঠোঁট ছোঁব না,
আমি তোমার কানের লতির নীচে খুঁজবো আফ্রিকা!
বলবো কত মহাদেশ, কত জলপ্রপাত , কত আকাশ আছে তোমাতে?
তুমি ইললি বিললি করে কিসব প্রজাপতি ভাষা বলবে!
চোখের নাচনে বলে দেবে, দেখা হবে,
বিষ্যুদবার রাতের অভিসারে!
একটা কনেদেখা গোধূলী রঙ বিকেল এভাবেই স্বপ্নচারী করবে আমাকে!
আমি তোমাকে ছুঁবো বলে তিনশো বছরের ঋষি জীবন ছেড়ে আসবো…..
তিতলী, শুধু তোমাকেই চাইবো আমি এই পৃথিবীবাসে!
১৮ ফেব্রুয়ারি ২০২২
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০২
সুলতানা শিরীন সাজি বলেছেন: একটা ছেলের জায়গায় বসে কবিতাটা লেখা।
পাঠে ভালোলাগা।
শুভেচ্ছা সারাবেলার
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২০
খায়রুল আহসান বলেছেন: কারো কানের লতির নীচে কবি আফ্রিকা মহাদেশ খুঁজবেন? ব্যতিক্রমী ভাবনা বটে, তবে কবির নিশ্চয়ই নিজস্ব ব্যাখ্যা আছে।
শিরোনামে ব্রাকেট কেন?
কবিতায় ভাললাগা রেখে গেলাম। + +
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ ।
ব্র্যাকেট কেনো যে হলো।
শুভেচ্ছা রইলো
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: থ্যাংকস রাজীব।
পাঠে ভালোলাগা।
শুভকামনা
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ । শুভকামনা
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: মনে ধরার ,মত চমৎকার সুন্দর কবিতা। ++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: পাঠে এবং কমেনট এ ভালোলাগা।
শুভেচ্ছা
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩
জুল ভার্ন বলেছেন: একজন কবির কী সুদুর প্রশারী চিন্তা ভাবনা থাকে তার একঝলক প্রকাশ- এই কবিতা!
অসাধারণ!!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভাইয়া ছেলেদের জায়গায় বসে কবিতা লিখতে মাঝে মাঝে ভালো লাগে।
ভালো থাকবেন।
আসলে আজকাল আগের লেখা পড়লে আপনার বলা কথাটা মনেহয়!
দূরে দেখার চোখ হয় কখনো কখনো।
সেটাই বুঝি প্রকৃতি।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কম্পোজিশন।
আপু, কবিতায় কে, কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে, বুঝতে পারছি না। যাই হোক, নিজের মতো করেই বুঝে নিলাম।