![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সুখী হবার উপায়ঃ* সৃষ্টিকর্তাকে স্মরণ করুন* হিংসা কে মাটি চাপা দিন* অন্যের কাজে নাক গলাবেন না* ক্ষমা করে মনে রাখবেন না* স্বীকৃতির জন্য কামনা করবেন না* নিজেকে বদলান* যা থেকে পরিত্রান পাবেন না,তা সহ্য করে নিন* সাধ্যাতীত কাজ এড়িয়ে চলুন* মনকে শূন্য রাখবেন না* অতীত নিয়ে ভাববেন না
আমরা কোথায় যাচ্ছি? আমাদের দেশ কোথায় যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী বংগজ মাতা কি বলে এই দেশের মানুষকে শান্তনা দিচ্ছেন? দেশে যে গুম হত্যা, র্যাব পুলিশের সাধারণ মানুষের প্রতি বেআইনি ভাবে হত্যা করছেন আর দেশে কিছুই হচ্ছে না বলে অপ্রচার করছেন তাতে ইশপের গল্প মনে হচ্ছে আপনার জন্যই বানানো হয়েছে। আসুন আমরা গল্পটি পড়ে নিজের মনকে শান্তনা দিই।
এক রাখাল বালক মাঠে গরু চড়াতো। ভীষন দুষ্টু ছিলো সে। একদিন মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো তার। 'বাঁচাও বাঁচাও আমার ভেড়ার পালে বাঘ হামলা করেছে'- চিৎকার করতে লাগলো সে। সেই চিৎকার শুনে গ্রামবাসীরা সব লাঠি-সোটা নিয়ে হাজির।কিন্তু কই বাঘ? সবাই বুঝলো রাখাল মজা করার জন্য এ কাজ করেছে। সবাই যে যার কাজে ফিরে গেলো।
রাখাল কিন্তু খুব মজা পেয়ে গেলো। কয়েকদিন পরে আবার সে একই কাজ করলো। লোকজন ছুটে এসে দেখলো বাঘ নেই। এরকম কয়েকবার হলো।
একদিন সত্যি সত্যি বাঘ আক্রমন করলো। রাখাল প্রান ভয়ে বাঘ বাঘ করে চিৎকার করতে লাগলো। কিন্তু সেদিন কেও এগিয়ে আসলো না। সবাই ভাবলো রাখাল আবারো মজা করছে। বাঘ রাখালের ঘাড় মটকে খেয়ে ফেললো।
৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১০
সুমাইয়া আলো বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। তবে জনাব আপনারা ত বিএনপির সব কিছুতেই বিপরীত আমল করে থাকেন?
তাহলে ক্রসফায়ার এর ব্যাপারে কেন সাথ দিচ্ছেন?
২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
থার্ড পার্সন প্লুরাল বলেছেন: গুম , হত্যা কি শুধু একনেত্রীর কারনেই হচ্ছে ?দুইনেত্রী এর জন্য দায়ী ।ছেলে হারিয়ে ও বুঝলো না এর কষ্ট আর কি এ বা বুঝবে উনি ।পুরা উম্মাদ হয়ে গেছে উনি ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫
যোগী বলেছেন:
আপনারতো বিএনপির সব কিছুই ভালো লাগে এখন কেন তাদের তৈরী ক্রসফায়ার খারাপ লাগে?
মানুষ যে পুড়িয়ে মারা হচ্ছে সেটা কী খুব ভালো লাগছে?
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯
সুমাইয়া আলো বলেছেন: চারিদিকে ডিজিটাল ভাবে খুন, ধর্ষণ, ঘুস, কথায় কথায় মানুষকে গুম। আর কিছু কি আপনারা বাদ রেখেছেন? :-X
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০
ডেড আকাশ বলেছেন: খুব ভালো লিখেছেন। পোস্টে ++++++
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
সুমাইয়া আলো বলেছেন: ধন্যবাদ
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৫
যোগী বলেছেন:
খালেদা জিয়ার সময় কী খুন, ধর্ষণ, ঘুস ছিলনা????
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬
যোগী বলেছেন:
জবাব না দিয়ে পিছলাবেন না
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৬
খেলাঘর বলেছেন:
আমি গুম ও "বন্দুকযুদ্ধ" যুদ্ধের জন্য সরকারকে দায়ী করছি; তবে, অবরোধের নামে পেট্রোল বোমা তো বন্ধ করতে হবে; কতদিন আমরা পাকী ও আফগানী হয়ে থাকবো?
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩
আবু শাকিল বলেছেন: ফেবু ছেড়ে ব্লগে আসলেন
শুভেচ্ছা জানবেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
সুমাইয়া আলো বলেছেন: ব্লগে অনেক আগে থেকেই তবে অনিয়মিত।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুই নেত্রীর ক্ষমতা লালসায় এত মানুষের প্রাণ যায়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮
সুমাইয়া আলো বলেছেন: একদম মনের কথায় বলেছেন।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩১
সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিনপর খুজে পেলাম ব্লগের শিশুবেলার একজনকে।। ভাল আছেন তো?? এখানে না আসার কারনটা জানতে পারি কি?? শুভেচ্ছা রইলো।।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪
সুমাইয়া আলো বলেছেন: কিছুই না এমনি, তবে ফেবুতে ঠিকি আছি
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২
যোগী বলেছেন:
র্যাব পুলিশ সাধারন মানুষ হত্যা করছে? আর পেট্রল বোমা মেরে যারা মানুষ পোড়াচ্ছে তারা কি করছে ?
র্যাব কারা তৈরী করেছিল কারা এই দেশে প্রথম ক্রসফায়ারের প্রথা চালু করেছিল?
ফাউল পোষ্ট দেয়ার আগে একবার চিন্তা করা উচিৎ আপনার।