![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সুখী হবার উপায়ঃ* সৃষ্টিকর্তাকে স্মরণ করুন* হিংসা কে মাটি চাপা দিন* অন্যের কাজে নাক গলাবেন না* ক্ষমা করে মনে রাখবেন না* স্বীকৃতির জন্য কামনা করবেন না* নিজেকে বদলান* যা থেকে পরিত্রান পাবেন না,তা সহ্য করে নিন* সাধ্যাতীত কাজ এড়িয়ে চলুন* মনকে শূন্য রাখবেন না* অতীত নিয়ে ভাববেন না
বলো এভাবে কি হয় ?
বালি খুঁড়ে সৈকতে লেখা নাম কি মুছে দেয়নি ঢেউ ?
গাছের গায়ে খোদাই করা নাম কি ঢেকে ফেলেনি শ্যাওলা ?
কাগজের বুকে মনের আলপনা আঁকা ছিলো কতো যতনে
অমূল্য প্রেমের সে স্বাক্ষর আজ ঘুণের ঘর নয়তো
বাতিল কাগজের সাথে আবর্জনার স্তূপে পেয়েছে ঠাই।
বলো, এভাবেই কি মনের গভীরতা ভেসে যাবে লঘুতায় ?
বুঝি, সময়ের শৈত্য-প্রবাহে আমাদের প্রেমের অগ্নিশিখা
আজ তুষের ছাইচাপা আগুন , জ্বলছে তবু ধিকিধিকি
তুমি আছো , আমি আছি , নেই সে উত্তাপ।
জীবনের শেষ অবধি পৌঁছুতে হলে একটু উষ্ণতার ফুয়েল লাগে
শীতার্ত জীবন –প্রহরে একটু আগুনের পরশ কি পাওয়া যাবে না ?
আঁধার ঘনিয়ে এলে একটু আলো জ্বেলো তুমি—
জানি আমি, যে হাতে হাত রেখেছিলাম নির্ভরতায় তা আজ
ক্লান্ত ঘর্মাক্ত ,কর্মে কর্মে কর্কশ—
সে হাতেরই কোমল স্পর্শের জন্যে আমি আরেকবার এ জীবন বয়ে যেতে পারি।
চাই আবার সে অগ্নি-স্নানে প্রজ্বলিত হোক জীবনের এই দ্বিপ্রহর—
এসো –
গভীর বিশ্বাসের নিঃশ্বাস টেনে আবার জোরালো ফুঁ দিয়ে
জ্বালিয়ে দিই সে তুষের আগুন—
বাকী জীবনটা পাক আলো আর উষ্ণতা
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৪০
সুমাইয়া আলো বলেছেন: কমেন্টের জন্য ধন্যবা।।
২| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:০৫
সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পরে দেখতে পেয়ে বেড়াতে এলাম।। আমার অবোধ্য কবিতা দেখে শুধু জানান দিয়ে গেলাম।ভাল আছেন তো??
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:৩১
সুমাইয়া আলো বলেছেন: ধন্যবাদ আমার পাতায় আশার জন্য ভ্রাতা। জি আলহামদুলিল্লাহ্ আল্লাহ ভাল রেখেছেন।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৩৮
মনিরা সুলতানা বলেছেন:
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:৩৭
সুমাইয়া আলো বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ আপু
৪| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''' জীবনের শেষ অবধি পৌঁছুতে হলে একটু উষ্ণতার ফুয়েল লাগে ''
আসলেই আমাদের সম্পর্ক গুলি একটা সময়ে এসে মনের অজান্তেই কেমন যেন পানসে আর এক গেঁয়ে হয়ে যায় । জীবনের শেষ অবধি পৌঁছানোর বাহনে ভালবাসা রুপি ফুয়েল এর জোগান দিতে আমরা প্রায়শভুলে যাই ।
০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৮
সুমাইয়া আলো বলেছেন: কমেন্টে ভালো লাগা, কমেন্টের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৩৯
উদাস কিশোর বলেছেন: সে হাতেরই কোমল স্পর্শের জন্যে আমি আরেকবার এ জীবন বয়ে যেতে পারি।
চাই আবার সে অগ্নি-স্নানে প্রজ্বলিত হোক জীবনের এই দ্বিপ্রহর—
অসাধারন . . . . . . . .