![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সুখী হবার উপায়ঃ* সৃষ্টিকর্তাকে স্মরণ করুন* হিংসা কে মাটি চাপা দিন* অন্যের কাজে নাক গলাবেন না* ক্ষমা করে মনে রাখবেন না* স্বীকৃতির জন্য কামনা করবেন না* নিজেকে বদলান* যা থেকে পরিত্রান পাবেন না,তা সহ্য করে নিন* সাধ্যাতীত কাজ এড়িয়ে চলুন* মনকে শূন্য রাখবেন না* অতীত নিয়ে ভাববেন না
আজ ১৬ই ডিসেম্বর। সবাইকে জানায় বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।। বাংলাদেশ আজ তাঁর ৪৪ বছরের বিজয় দিবস পালন করছেন। প্রতিদিনের চাইতে আজকের দিনটি একটু আলাদা।
সারারাত বাইরে মাইকে উচ্চস্বরে প্রথমে কিছুক্ষণ দেশাত্মবোধক গান, শেখ মজিবর রহমানের ভাষণ তারপরে সাইয়া মেরী সুপারস্টার জাতীয় বেজাতীক গান বেজে চলেছে।
আজ সারাদিন সরকারী ছুটি। বিকালবেলা স্বামী বাচ্চা সমেবেত পার্কে বেড়াতে যাব। সেখানে কিছু ছেলেমেয়ে রঙ তুলি দিয়ে কারো হাতে কারো গালে জাতীয় পতাকা কিংবা অন্য কিছু এঁকে দিবে। কিছু নতুন পুরানো প্রেমিক প্রেমিকা যুগল হাত ধরে ঢলাঢলি করবে তা বাচ্চা সমাবেত আমরা দেখব। নদীর ধারে গিয়ে ফুচকা, চটপটি, পেয়ারা মাখা খেয়ে দেয়ে বাড়ি চলে আসবো।
বাস বিজয় দিবস পালন শেষ।
কি দরকার জেনে কে স্বাধীনতার ঘোষণা দিল আর কে দিল না বা সে তর্কে লিপ্ত হয়ে। এখন ত দেখলাম নতুন আরেক তর্ক দোসর দিয়ে, খালেদাজিয়া কিংবা রৌশন এরশাদ পাকহানাদার বাহিনী ও তার দোসর বলেছেন। এই দোসর দারা কি বুঝছেন তা নিয়ে আলোচনা পর্যালোচনার শেষ নাই।
সর্বাপরী আজ ৪৪ বছর ধরে আমরা শুধুমাত্র নিজেদেরকে নিয়ে টানাটানি করা ছাড়া কিছুই পাইনি। শেখ মজিবর রহমান কিংবা জিয়াউর রহমান যদি এই অবস্থা আজ দেখতেন তাহলে তাঁরা পূনরায় মৃত্যুপথের যাত্রী হতেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
সুমাইয়া আলো বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:৪০
সুমাইয়া আলো বলেছেন: সময় হয়ে উঠে না, বাই দা বাই ভালো আছেন?
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
ম্যাড ম্যান আকাশ বলেছেন: বাস্তব কথা