![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সুখী হবার উপায়ঃ* সৃষ্টিকর্তাকে স্মরণ করুন* হিংসা কে মাটি চাপা দিন* অন্যের কাজে নাক গলাবেন না* ক্ষমা করে মনে রাখবেন না* স্বীকৃতির জন্য কামনা করবেন না* নিজেকে বদলান* যা থেকে পরিত্রান পাবেন না,তা সহ্য করে নিন* সাধ্যাতীত কাজ এড়িয়ে চলুন* মনকে শূন্য রাখবেন না* অতীত নিয়ে ভাববেন না
ফারুক অভিনীত সারাং বাড়ীর বৌ, ওরে নীল দরিয়া। শিল্পী আব্দুল জাব্বার। যখনি এই গান শুনি সারাদিন শুধুই গুনগুন করে আউরাতে থাকি।।
লিরিক:
ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে।
দারুন জ্বালা দিবানিশি।।
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে।
ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
ওরে সাম্পানের নাইয়া।
হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে।
নোঙর ফেলি ঘাটে ঘাটে।।
বন্দরে বন্দরে।
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে।
এই না পথ ধইরা
আমি কত না গেছি চইলা।
একলা ঘরে মন মন বধূয়া
আমার রইছে পন্থ চাইয়া।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৯
সুমাইয়া আলো বলেছেন: যারা সত্যিকার গান প্রেমি তাদের এই গান ভালো লাগবেই, ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১২:১৪
প্রামানিক বলেছেন: মন ছুঁয়ে যাওয়া গান
০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০২
সুমাইয়া আলো বলেছেন: একদম ঠিক বলেছেন দাদা, কমেন্টের জন্য হাজার হাজার শুকরিয়া।।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ২:১৮
রক্তিম দিগন্ত বলেছেন:
গানে 'দরিয়াআআআআ' বলে যেই টানটা দেয়, তখনই অদ্ভুত অনুভূতি হওয়া শুরু হয়।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৪
সুমাইয়া আলো বলেছেন: যা বলেছেন, আমাকে এই লাইন
কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে।
দারুন জ্বালা দিবানিশি।।
অন্তরে অন্তরে।
আরো অসীমরকম ভালো লাগে, কমেন্টের জন্য ধন্যবাদ
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫২
সজীব মোহন্ত বলেছেন: কালজয়ী গান।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৯
সুমাইয়া আলো বলেছেন: হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে।
নোঙর ফেলি ঘাটে ঘাটে।।
বন্দরে বন্দরে।
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে।
১০০% তে ১০০% সত্য।।
আপনার মূল্যবান মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২১
আমি তুমি আমরা বলেছেন: প্রিয় একটা গান।
৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৯
রুদ্র জাহেদ বলেছেন: আমারও অনেক প্রিয় বন্ধুরা মিলে নৌভ্রমণে গেলে এই সুরে সুরে গাইতে দারুণ লাগে
৭| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৩
নিতাই পাল বলেছেন: সুন্দর! ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয় একটা গান।