![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকালকের ঘটনা , ইন্টারভিউয়ের এর জন্য একটা বহুজাতিক কোম্পানির কর্পোরেট অফিসে গেছিলাম ।। তো, কোর্ট টাই পরা সিনিয়র এক ভদ্রলোক(ত্রিশাল থেকে এইচ আর এ পাশ করা) আমাকে জিজ্ঞেস করলো , "ভাই আপনি গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টে করেছেন , কোথা হতে??"
বেশ ভদ্রভাবেই বললাম, "আমি রুয়েট থেকে বি এস সি করেছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ" ।।
ভদ্রলোক গম্ভীর একটা ভাব নিয়ে বললেন , "আমার জানামতে সরকারি কোথাও তো মেকানিক্যাল নেয় বলে মনে হয়না , আপনি কি বলেন ??"
অনেকটা কষ্ট করে নিজের রাগকে কন্ট্রোল করে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, "ভাই BPDB , DESCO , BADC , BIDC ,
BCIC, BREB, APSCL , RPCL , North Zone , West zone , DPDC, TITAS, PETROBANGLA এগুলো কি জানেন ??"
ভদ্রলোকের নির্লীপ্ত জবাব , "সরি ভাই , এগুলো কিসের নাম বললেন ??"
বললাম, ভাই এই প্রত্যেকটাই একেকটা সরকারি প্রতিষ্ঠান যার একটাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া একদিন ও চলতে পারবে না ।। আপনি এগুলোর একটির নামও জানেন না ,অথচ বলে ফেললেন মেকানিক্যাল এর জন্য সরকারি জব নেই !! রেলওয়ে , বিমান-নৌ-সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর কথা আর বললাম না।। "
ভদ্রলোক বেশ কিছুক্ষণের জন্য চুপসে গিয়ে পেচার মত মুখ করে বসে রইলেন বাকিটা সময় ।।
যাই হোক এই টাইপের অগাধ পান্ডিত্য নিয়ে মূর্খের আচরণকারী জীবের সংখ্যা আমাদের সমাজে খুব একটা কম নয়।। এরা মনে করে এরা যা ভাবে তা বাদে বাকি সব ভূল, ভেজাল ।। যেমন ঃ রুয়েটে ভর্তির সময় এক লোক আমাকে জিজ্ঞেস করলো , ঢাকায় এত ভাল প্রাইভেট ভার্সিটি থাকতে আমি কেন রুয়েটের মত একটা নাম না জানা প্রাইভেটে গিয়ে ভর্তি হলাম !!!
বুঝুন এবার অবস্থা..।
আরেকবার, এক পন্ডিত কাকু বললেন, "এলাকায় এত ভালো একটা পলিটেকনিক থাকতে তুমি রুয়েটে পড়তে গেলে কেন বাপু??"
এইবার বলুন , কি বুঝাবেন এদেরকে ?? এরা না জেনে না বুঝে মাঝে মাঝে এমন একটা কথা বলে বসবে , আপনার সুইসাইড করতে মন চাইবে ।। এইসকল ক্ষেত্রে আলতো ভাবে পাশ কাটিয়ে যাওয়াটাই হলো সবচেয়ে বড় স্ট্রাটেজি, অন্তঃত আমার কাছে তাই মনে হয় ।।
কে কোন সাবজেক্টে বা কোথায় পড়াশুনা করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো কে কতটুকু শিক্ষিত হতে পেরেছে সেটা ।। আমার বিজ্ঞানের উপর যতই দক্ষতা থাকুক না কেন , কেউ যদি আমাকে মুঘল সাম্রাজ্যের পতনের কারন জিজ্ঞেস করে আমি চুপসে যাব ।। অথচ মানবিকে পড়া যেকোন ছাত্র অনায়াসে এর উত্তর দিতে পারবে ।। সো, কাউকে আন্ডারইস্টমেইট করার কোন সুযোগ নেয়, করা উচিৎ ও না।।
অথচ, অনেক কে অনেক ভাল জায়গায় ভালো বিষয়ে পড়া নিয়ে ভাব দেখাতে দেখা যায়, হীসাব করতে চায়না আশেপাশের কাউকে ।। জ্ঞানপাপী ছাড়া এদেরকে আর কি বলা যায় ???????????
২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮
ইলুসন বলেছেন: আমি এখন উত্তর দিতেও যাই না। নিজের মত কাজ করে যাই। যে যা বুঝার বুঝুক, কেউ তো আমাকে এক বেলা খাবার টাকা দিচ্ছে না, তাদের কথা পাত্তা দিবার দরকার নাই।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩
কাউন্টার নিশাচর বলেছেন: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, ব্লগার বটপাকুড়ের কথা শুনে ভরসা পাইলাম
৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৮
বটপাকুড় বলেছেন: কাউন্টার নিশাচর কোন প্রব্লেম নাই। খালি আউট অব দ্যা বক্স চিন্তা করেন, পরিশ্রম করেন, দেখি কে আপনাকে আটকায়। দেখেন আপনার সাফল্য কোথায় ঠেকে ।
আমার মতে আপনি যদি পালি সাহিত্য পড়েন, তাহলেও যেন আপনি সেইটার বস পাবলিক হন। বসদের কক্ষন আটকাতে পারে না আর যদি নাকে তেল দিয়ে ঘুমান, তাইলে কিন্তু খবর হ্যাস
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু তখন আপনারে বাঁচাতে পারবে না
৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
সুমন খন্দকার বলেছেন: "আমার মতে আপনি যদি পালি সাহিত্য পড়েন, তাহলেও যেন আপনি সেইটার বস পাবলিক হন। বসদের কক্ষন আটকাতে পারে না ". একমত আপনার সাথে ব্লগার বটপাকুড়
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
বটপাকুড় বলেছেন: আপনার ইন্টারভিওকারী ব্যক্তির কোন ধারনা নেই, বাংলাদেশের সরকারি চাকুরী বাজার সম্পর্কে। এক সময় বাংলাদেশে সরকার শুধুমাত্র চাকুরীর বিজ্ঞাপন দিতো, ইলেকট্রিকাল, সিভিল আর মেকানিক্যাল প্রকৌশলীদের। কম্পিউটারদের তখনও চাকুরী পেত না। পরের দিকে বিভিন্ন অধিদপ্তরে সিস্টেম এনালিস্ট হিসেবে চাকুরী পেত। বাংলাদেশে এখন কিছু প্রকৌশলীদের চাকুরীর বাজার আছে তার মধ্য ইলেকট্রিকাল, সিভিল আর মেকানিক্যাল হল সবচেয়ে বেশি। আর বেসরকারি কিংবা চালেঞ্জিং টাউপের জব করতে চাইলে বিদেশে চলে আসেন, আমি পানি সেক্টরে আছি। কিন্তু এইখানে যখন বোয়িং, এয়ারবাস, ভলভো, বিএমডাবলিউ তে মেকানিক্যালদের দেখি তখন হিংসা হয়।
দেশের টপ জায়গা থেকে পড়ে যদি আপনি টপ লেভেলে জব না পান, তাহলে সেখানে পরাই বৃথা । চেষ্টা করেন, রুয়েট থেকে অনেক ভালো জায়গায় যাওয়া যায়, যেখানে অন্যরা চোখ ট্যারা করে তাকিয়ে থাকবে
। মন খারাপ থাকলে ৩ ইডিয়টের লাস্ট লাইন টা আবার শুনেন। কাবিল হোন, সাফল্য আপনার পিছন পিছন ঘুরবে 
আপনার অন্যের কথায় এতো পাত্তা দেয়ার কিছু নেই। আপনি যখন কিছু করবেন তখন দেখবেন, এরা বলবে বাবা আমি আগেই বুঝছিলাম, তুমি একটা জিনিস