নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি ভালবাসার গল্প ও কিছু স্মৃতি

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে।

স্বপ্নচারী সুমন

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে

স্বপ্নচারী সুমন › বিস্তারিত পোস্টঃ

;););););)বিশ্বের সেরা কিছু সুন্দরীর ছবি, না দেখলে মিস ( একটি সুতীব্র ১৮+ পুষ্ট) সাবধান;););););)

০১ লা জুন, ২০১২ রাত ১০:৩৯

বিশ্বসেরা কিছু সুন্দরীকে দেখতে চান ???? হার্ট এটাকের জন্য আমি দায়ী নই। ১৮ বছরের নিচে কাউকে ঢুকতে তীব্রভাবে মানা করা হচ্ছে।

;)

;)

;)

;)

;)

;)

;)

;)

;)

;)

;)

;)

;)

;)

;)

;)

;)

;)

;)



সাপ কে আমরা ভয়ঙ্কর হিসেবেই জানি। সাপের কথা মনে হলেই কল্পনার চোখে দেখতে পাই ফনা তোলা, লকলকে জিহ্বা বের করা, কুটিল দৃষ্টিতে তাকানো কোনও সাপের ছবি।

কিন্তু সাপ কিন্তু সুন্দরও হতে পারে। সুন্দর অনেক সাপ আছে এই পৃথিবীতে। তারই কিছু দিলাম আজ। এরাই আমার সেরা সুন্দরী :P:P:P:P:P



The Emerald Tree Boa







ভয়ের কিছু নাই। সাপ টা বিষধর নয়। পাওয়া যায় দক্ষিন আমেরিকার রেইন ফরেস্ট এলাকায়। পরিণত সাপ ৬ ফুট পর্যন্ত লম্বা হয়। বোয়া কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ ( সবচেয়ে বড় সাপ হল অ্যানাকোন্ডা)। আর বোয়া খুব ভালো গাছ বাইতে পারে। তাই এদেরকে বোয়া কন্সট্রিকটর বলা হয়। কাচা সবুজের উপর হাল্কা সাদা ডট যুক্ত সাপটি দেখতে বেশ সুন্দরী। কি বলেন ????







Amelanistic Burmese Python











অসম্ভব রকম সুন্দর এই সাপ টি পাওয়া যায় বার্মার গহীন অরন্যে। এর গায়ের হলুদ রঙ তৈরি হয়েছে এর কেরাটিনয়েডস এর জন্য। সাপের যেকোনো প্রদর্শনীতে এই সাপ টি থাকেই। বিষধর নয়, তাই পোষা সাপ হিসেবেও অনেক বাড়িতে দেখা যায়।







Eastern Coral Snake











লাল, কালো, সাদা, অথবা লাল, কালো, হলুদ ডোরা কাটা সাপ টার সৌন্দর্যে মুগ্ধ হবার কিছু নেই। পুরাই আধুনিক মেয়েদের প্রতিচ্ছবি এই সাপ। দেখতে সুন্দর কিন্তু চরম বিষধর।

বছরে এই সাপের কামড়ে মৃত্যুর হার ১৫-২০

জঙ্গলেই থাকে সাধারনত। পাতার স্তুপের মধ্যে থাকতে দেখা যায়। কামড়ানোর সময় কিছুটা লাফিয়ে ওঠে। কামড় খাওয়া রোগীর চরম শ্বাসকষ্ট হয়।

এই সাপের বিষের অ্যান্টিভেনম খুব দুষ্প্রাপ্য।











Coast Garter Snake









মানুষের জীবন নেয়ার মত বিষ এর নাই। অল্প পরিমান বিষ আছে এর। কামড়ালে ফার্স্ট এইডেই ব্যবস্থা হয়ে যায়।











Brazilian Rainbow Boa









মধ্য ও দক্ষিন আমেরিকায় এই সাপ দেখা যায়। এই সাপের বিশেষত্ব হল আলোর কারসাজিতে এর দেহে রংধনুর সাত রঙের খেলা দেখা যায়। নির্বিষ সাপ







Blue Coral Snake











বাহারি রঙের এই সাপ টি কিন্তু বাংলাদেশেও দেখা গেছে ।পত্রিকায় একবার ছবি দেখেছিলাম। দেশি নাম টা ভুলে গেছি।

ইন্দনেশিয়া, মালয়শিয়া, সিঙ্গাপুরে এই সাপ বেশি দেখা যায়।



সুন্দর সাপ তো অনেক দেখলেন। ভয়ঙ্কর সাপ দেখবেন কি ???

না, থাক, আরেকদিন। একটা দেখাই আজ। এটা দেখলে আমার আত্মারাম খাঁচাছাড়া হবার জোগাড় হয়।



সাপটির নাম ব্লাক মামবা। পৃথিবীর অন্যতম বীভৎস, দ্রুততম, আর বিষধর সাপ।



ধন্যবাদ সবাইকে।

ক্লিক ক্লিক ক্লিক পার্ট- ৩



আমার দ্বিতীয় চোখে--- ২ (ছবি ব্লগ)



ফটোশপে ছবির কিছু অংশ সাদাকালো আর কিছু অংশ কালার করা (টিউটোরিয়াল পুষ্ট) সচিত্র বর্ণনা সহ



এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি ১০ টি গাড়ি দেখে নিন (দেখতে টাকা লাগবে না ) সংগ্রহে রাখার মুতন পুষ্ট



মারাত্মক কিছু অপটিক্যাল ইল্যুশন যার অনেক গুলোই আপনি দেখেননি



ক্লিক ক্লিক ক্লিক



কন্টাক্ট লেন্স। আমার মত যারা চশমা পছন্দ করেন না, বা চশমা পরতে ভালো লাগেনা, তাদের জন্য এক বিকল্প।



এক্স ফ্যাক্টর (ছবি ব্লগ) - ভালবাসার এ টু জেড (শুধুমাত্র যাদের গার্ল ফ্রেন্ড নেই তাদের জন্য আলোকবর্তিকা)



[link|http://www.somewhereinblog.net/blog/sumanrules/29529620| গিফট গিফট গিফট ( যারা কি গিফট দিবেন ভেবে পাচ্ছেন না,এখান থেকে একটা দিয়ে দিন)

মন্তব্য ৭৭ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১২ রাত ১০:৪৫

লিঙ্কনহুসাইন বলেছেন: খাইছে কামাই :-P এই সুন্দরীরে আপোষে আনতে গেলে তো মৃত্যু নিশ্চিত :P :P :P

০১ লা জুন, ২০১২ রাত ১০:৪৭

স্বপ্নচারী সুমন বলেছেন: অধিকাংশই কিন্তু বিষধর না। আর অনেকেই এগুলা পুষে। তাই ট্রাই মেরে দেখতে পারেন।

২| ০১ লা জুন, ২০১২ রাত ১০:৪৬

মামুণ বলেছেন: খাইছেরে । সাপুরীয় পোষ্ট ।

০১ লা জুন, ২০১২ রাত ১০:৪৮

স্বপ্নচারী সুমন বলেছেন: পুরাই। আরও লেখার ইচ্ছে আছে। সাপে আমার বেশ আগ্রহ। :p

৩| ০১ লা জুন, ২০১২ রাত ১১:০৩

তিতাকথা বলেছেন: আসুন আরো এক কুৎসিত গে সুন্দরের জন্য কামনা করি

০১ লা জুন, ২০১২ রাত ১১:০৯

স্বপ্নচারী সুমন বলেছেন: কি এটা???

৪| ০১ লা জুন, ২০১২ রাত ১১:১২

মাহবু১৫৪ বলেছেন: দারূণ।

১ম ভাল লাগা


+++++++

০১ লা জুন, ২০১২ রাত ১১:২৯

স্বপ্নচারী সুমন বলেছেন: অবশেষে। ধইন্যা অনেক অনেক

৫| ০১ লা জুন, ২০১২ রাত ১১:১৫

দুঃখ বিলাসি বলেছেন: +++++++++

০১ লা জুন, ২০১২ রাত ১১:২৯

স্বপ্নচারী সুমন বলেছেন: ধইন্যা লইয়া যান

৬| ০১ লা জুন, ২০১২ রাত ১১:২৪

১১স্টার বলেছেন: :P :P

০১ লা জুন, ২০১২ রাত ১১:৫৪

স্বপ্নচারী সুমন বলেছেন: :P :P :P :P :P :P

৭| ০১ লা জুন, ২০১২ রাত ১১:২৮

ইভা লুসি সেন বলেছেন: আপনাকে এই কোবরার কামড়িও শুভেচ্ছা

০১ লা জুন, ২০১২ রাত ১১:৫৫

স্বপ্নচারী সুমন বলেছেন: এরকম আছে বিশ্বাস হয় না

৮| ০১ লা জুন, ২০১২ রাত ১১:২৮

bhondoami_nostotumi বলেছেন: ব্ল্যাক মামবা সাপটা সামনাসামনি দেখার খুব ইচ্ছা হয়....

০১ লা জুন, ২০১২ রাত ১১:৫৬

স্বপ্নচারী সুমন বলেছেন: যেদিন দেখবেন একদম সামনে, খাঁচা ছাড়া, সেদিন হয়ত পৃথিবী আপনাকে দেখবে না। :P :P :P :P :P

৯| ০২ রা জুন, ২০১২ রাত ১২:৫৪

s r jony বলেছেন: ছোট বেলা থেকেই প্রচন্ড ভয় ও ঘ্রিনা করি,

এখন দেখে আমার শরির ঘিন-ঘিন করছে।



পুরাই মাইনাচ

০২ রা জুন, ২০১২ রাত ১:১৮

স্বপ্নচারী সুমন বলেছেন: এখানে ভয় পাবার মত মাত্র দুইটা সাপ আছে। বাকিগুলা নিয়ে খেলা করা যাবে। :P :P :P :P :P :P

১০| ০২ রা জুন, ২০১২ রাত ১২:৫৭

s r jony বলেছেন: আবার মাইনাচ।









এখন কিন্তু পেলাচ হয়া গেছে

০২ রা জুন, ২০১২ রাত ১:১৯

স্বপ্নচারী সুমন বলেছেন: পেলাসের জইন্যে সাপের ফ্রাই সহকারে ধইন্যা

১১| ০২ রা জুন, ২০১২ রাত ১:০৭

এরশাদ বাদশা বলেছেন: পৃথিবীতে দুইটা প্রাণীরে সেরম ডরাই, একটা সাপ আর একটা কুত্তা। কিন্তু আপনের পুস্টের সাপগুলান হাচাই সুন্দরী। ১৮+ সুন্দরীর চাইতেও সুন্দরী। লাইক বাটনে টিপ দিছি।

০২ রা জুন, ২০১২ রাত ১:২৯

স্বপ্নচারী সুমন বলেছেন: ধইন্যা। কুত্তা ডরান ক্যান ???

১২| ০২ রা জুন, ২০১২ রাত ১:১৩

আহমাদ জাদীদ বলেছেন: এদের নিয়া একটা প্রতিযোগিতার আয়োজন করেন......

০২ রা জুন, ২০১২ রাত ১:৩৪

স্বপ্নচারী সুমন বলেছেন: আপ্নেরাই ভোট দেন এগুলারে।

১৩| ০২ রা জুন, ২০১২ রাত ১:২৫

ভদ্র পোলা বলেছেন: আসলেই , বোয়া এর কাছে চিকনি চামেলি , অথবা কোরাল এর কাছে মেগান ফক্স বেল পাবে নাকি!!! ;) ;) ;) ;)

০২ রা জুন, ২০১২ রাত ১:৫২

স্বপ্নচারী সুমন বলেছেন: হাচা কৈচেন। B-) B-) B-) B-) B-)

১৪| ০২ রা জুন, ২০১২ রাত ১:৪০

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন:
আমাকে এমন একটা সুন্দরী কিস করেছিল.......... :D :D

ও কি ভালবাসার জ্বালা.......কোন মতে প্রাণ ফিরে পেয়েছি..... ওটা ছিল আমাদের দেশী বিউটি কুইন-- কাল জাত সাপ ।

আহ কিছুটা প্রেম এখনো আমার শরীরে রয়ে গেছে মনে হয়... ভুলতে পারি না......!! :| :| :(( :((

০২ রা জুন, ২০১২ সকাল ৯:০৫

স্বপ্নচারী সুমন বলেছেন: আমি যতদূর জানি, আমাদের দেশে যেটাকে জাত সাপ বলে, ওটা কিং কোবরা। কিন্তু ঐ সাপে কামড়াইলে তো আপনার এই ব্লগে কমেন্ট দেয়ার কথা ছিল না। ভয়ানক বিষধর সাপ। অন্য সাপ যেখানে ইদুর খায়, এই সাপ সেখানে অন্য সাপ খায়। বুঝেন তাইলে।

১৫| ০২ রা জুন, ২০১২ রাত ১:৪৯

অনিক আহসান বলেছেন: Amelanistic Burmese Python সাপ্টার মধ্যে একটা হিমু হিমু ভাব আছে।

০২ রা জুন, ২০১২ সকাল ৯:২২

স্বপ্নচারী সুমন বলেছেন: :P :P :P :P :P :P ভালো বলেছেন।

১৬| ০২ রা জুন, ২০১২ রাত ২:৩৭

মুনসী১৬১২ বলেছেন: :-B :-B

০২ রা জুন, ২০১২ সকাল ৯:৩৯

স্বপ্নচারী সুমন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৭| ০২ রা জুন, ২০১২ ভোর ৫:১৮

পুরাতন বলেছেন: সাপ পালতে মুনচায় 8-|

০২ রা জুন, ২০১২ সকাল ৯:৪৩

স্বপ্নচারী সুমন বলেছেন: আহারে !!! একটা ব্লাক মামবা পালেন

১৮| ০২ রা জুন, ২০১২ সকাল ৯:১৪

ঘুমন্ত আমি বলেছেন: সাপ দেখলেই শরীর শির শির করে ।

০২ রা জুন, ২০১২ সকাল ৯:৪৭

স্বপ্নচারী সুমন বলেছেন: এগুলা দেখেও !!

১৯| ০২ রা জুন, ২০১২ সকাল ১০:১৮

লিঙ্কনহুসাইন বলেছেন: রূপ দেখে আর বলবো কি ভাষা খুজে পাইনা =p~ =p~ =p~ =p~ চালাইয়া যান , তবে আপনি লুলদের ছ্যাকা দিয়েছেন এই পোষ্টে :P :P :P

০২ রা জুন, ২০১২ সকাল ১০:৫৭

স্বপ্নচারী সুমন বলেছেন: হ্যাঁ, ছ্যাকা একটু খাইছে বই কি। :P :P :P :P :P

২০| ০২ রা জুন, ২০১২ সকাল ১০:২১

কামরুল হাসান শািহ বলেছেন: +++

০২ রা জুন, ২০১২ সকাল ১১:০১

স্বপ্নচারী সুমন বলেছেন: ধইন্যা।

২১| ০২ রা জুন, ২০১২ সকাল ১০:৩৩

অকপট পোলা বলেছেন: এদের নিয়া তাইলে ঘর করেন। =p~ =p~

০২ রা জুন, ২০১২ সকাল ১১:৩৮

স্বপ্নচারী সুমন বলেছেন: ক্যান? ঘর করার জন্য সুন্দরী লাগবই, এইরাম কুনো কথা আছে নি ??? :P :P :P :P :P

২২| ০২ রা জুন, ২০১২ সকাল ১০:৫৬

ফ্রিঞ্জ বলেছেন: কিছু লুলীয় ছবি এক্সপেক্ট করতেসিলাম। হতাশ করলেন :(

০২ রা জুন, ২০১২ সকাল ১১:৩৯

স্বপ্নচারী সুমন বলেছেন: লুলিয় ছবির সঙ্কলনের ১১ তম পর্ব চলতাছে। আমার প্রফাইলে ঢুঁ মাইরা দেইখা লইতে পারেন।

২৩| ০২ রা জুন, ২০১২ সকাল ১০:৫৮

আহসান২০২০ বলেছেন: আমি সাপ ডরাই না। কুইচ্চা, বিচ্ছু আর কেচো ডরাই।

০২ রা জুন, ২০১২ দুপুর ১২:৪৯

স্বপ্নচারী সুমন বলেছেন: একটা ব্লাক মামবা গায়ের উপর ছেড়ে দিলে দেখবনে

২৪| ০২ রা জুন, ২০১২ সকাল ১১:০৬

তন্ময় চক্রবর্তী বলেছেন: খাঁচার মধ্যেও যদি থাকে তবু সাপকে দেখলে ভয় লাগে, কিন্তু ভালো লাগে। পোস্টে প্লাস। কিন্তু সাপের মধ্যে সুন্দরের কিছু পাই না। যা হোক, ভয়ঙ্কর কিছু কুকুর নিয়ে পোস্ট দিয়েন। সুন্দরী কুকুরগুলো ভালো লাগে না। ভয়ঙ্কর কুকুর নিয়ে পোস্ট দিয়েন। ভয়ঙ্কর সাপের পোস্টেরও অপেক্ষায় থাকলাম।

০২ রা জুন, ২০১২ দুপুর ১:০৪

স্বপ্নচারী সুমন বলেছেন: ধইন্যা।
আমারও দেয়ার ইচ্ছা ছিল। আপনিই বলে দিলেন। দিমুনে

২৫| ০২ রা জুন, ২০১২ দুপুর ১২:০৫

ভুলোমন বলেছেন: বহুত সুন্দরি :)

০২ রা জুন, ২০১২ বিকাল ৫:১৬

স্বপ্নচারী সুমন বলেছেন: আবার জিগায় !!!!!!

২৬| ০২ রা জুন, ২০১২ দুপুর ১২:৩৪

েছাট বালক বলেছেন: বাউরে, এইরাম সুন্দরী আমি জীবনেও দেখি নাই

০২ রা জুন, ২০১২ বিকাল ৫:২৬

স্বপ্নচারী সুমন বলেছেন: তাই নাকি ????? =p~ =p~ =p~ =p~

২৭| ০২ রা জুন, ২০১২ দুপুর ১২:৪৮

Nahid Parvez বলেছেন: ভয় পাইতাছি

০২ রা জুন, ২০১২ বিকাল ৫:৫৬

স্বপ্নচারী সুমন বলেছেন: লবণ খান। কুইক

২৮| ০২ রা জুন, ২০১২ দুপুর ১:০২

দিগন্ত নীল বলেছেন: অতি সৌন্দর্য

০২ রা জুন, ২০১২ বিকাল ৫:৫৯

স্বপ্নচারী সুমন বলেছেন: হাচা কৈচেন

২৯| ০৬ ই জুন, ২০১২ বিকাল ৫:২৬

আমি তুমি আমরা বলেছেন: +++

০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪১

স্বপ্নচারী সুমন বলেছেন: ধইন্যা

৩০| ০৬ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৮

ক্লান্ত দুচোখ বলেছেন: দারুন...

০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

স্বপ্নচারী সুমন বলেছেন: ধইন্যা।

৩১| ০৮ ই জুন, ২০১২ রাত ১১:২০

সায়েম মুন বলেছেন: চমৎকার।
সুন্দরীদের দেখে চোখ জুড়ালো। :P

০৮ ই জুন, ২০১২ রাত ১১:৫৫

স্বপ্নচারী সুমন বলেছেন: অন্তর জুড়ায় নাই ???? :P :P :P

৩২| ১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪১

যাযাবরমন বলেছেন: কিং কোবরে হইলো শঙ্খচুর, জাতি সাপ না। জাত সাপ সম্ভবত কেউটে।

১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:০৭

স্বপ্নচারী সুমন বলেছেন: দুঃখিত। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য

৩৩| ১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

তামিম ইবনে আমান বলেছেন: একটা পাইতাম, তাইলে মশারি টাঙ্গাইতাম

১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:৪০

স্বপ্নচারী সুমন বলেছেন: কাজ হইতন ন

৩৪| ১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভয় পাইছি ভাই :|

১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৫

স্বপ্নচারী সুমন বলেছেন: তাড়াতাড়ি কম্বল মুড়ি দ্যান।

৩৫| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:০৮

বিষণ্ণ অবমানব বলেছেন: টেবিলের নিচে ওইডা কি :O

ভাইডি Amelanistic Burmese Python সর্প টাকে কিভাবে অসম্ভব রকম সুন্দর বললেন :O :(

চ্রোম পোষ্ট ...। +++ লন 8-|

১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:৫৩

স্বপ্নচারী সুমন বলেছেন: ক্যান ভাই। এত্ত সুন্দর হলদে কালার। পছন্দহয় নাই ????
ধইন্যা অনেক অনেক

৩৬| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:১৫

জিনিয়ো বলেছেন: পোস্ট চরম
কিন্তু ভাই আপনের মাথায় ডিস্টার্ব আছে
সাপ সুন্দর কেমনে হয়???? B:-) B:-) B:-)

১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:৫৮

স্বপ্নচারী সুমন বলেছেন: হায়রে !!! এর পরও কইতাছেন সাপ সুন্দর হয় না !!!
:P

৩৭| ১৪ ই জুলাই, ২০১২ দুপুর ২:০৯

মিনহাজুল হক শাওন বলেছেন: ওরে বাবা গা শিউরে উঠছে!

১৪ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪০

স্বপ্নচারী সুমন বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

ভবগুরে ছেলেটা বলেছেন: ঘুমাইতে যাইতেসিলাম ভাই! কীসব দেখাইলেন?
এখন তো Nightmare আসবো... :||

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

স্বপ্নচারী সুমন বলেছেন: কি আর করা :p

৩৯| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:১৭

কসমিক- ট্রাভেলার বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.