![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে
ফ্লিকার লিঙ্কঃ colour me
* ব্লগে ছবির মান খুব একটা ভালো আসে না। সময় থাকলে ছবিগুলো ফ্লিকারে দেখে আসার অনুরোধ করছি।
আগে থেকেই প্ল্যান ছিল হোলিতে যাব। শেষ রাতে উঠে ক্যামেরাটাকে আচ্ছামত জামা কাপড় পরিয়ে নিলাম। শেষে এমন অবস্থা, শাটারই টিপতে পারি না। যাহোক, পরে অবশ্য ওটাকে বিবস্ত্র করতে দুইবার ভাবিনি। হালকা এক টুকরা স্বচ্ছ কাপড় আলতো করে ওটার গায়ে জড়িয়ে রেখেছিলাম। বাদ দেন, ১৮+ হয়ে যাচ্ছে
ফ্লিকার লিঙ্কঃ I got my colourzzz
কয়েকজন ফটোবন্ধুর সাথে পৌঁছলাম শাঁখারিবাজার। সরু গলিটার মুখে দাঁড়ানোর সাথে সাথেই পিচকারি থেকে রঙের ছিটা আসতে লাগলো।
ফ্লিকার লিঙ্কঃ Some Punks Out There
যতক্ষণ রঙ একটুও গায়ে লাগেনি, ততক্ষন রঙ না মাখার আপ্রাণ চেষ্টা করেছি। কখনও এ গলির মধ্যে দিয়ে, কখনও লাফিয়ে ঝাঁপিয়ে, কখনও অপরিচিত কোনও আলগা ঘরে নিতান্ত বেরসিকের মত ঢুকে পড়ে।
যাহোক, এই প্রচেষ্টা ১০ মিনিটের বেশি সফল হয়নি।
আস্তে আস্তে মুখ, চুল, হাত সব রঙে ভরে যেতে লাগলো।
কে যেন বলেছিল, কালো ড্রেস পরতে, তাহলে নাকি অন্যরা রঙ দেবার আগ্রহ হারিয়ে ফেলায়। শালারে তখন পাইলে মাথাডা ফাডাইতাম।
যাহোক, নিজেকে সঙ এর মত কল্পনায় দেখতে খারাপ লাগছিল না। এরপর একটিবারের জন্যও রঙ মাখতে কার্পণ্য করিনি।
ফ্লিকার লিঙ্কঃ 'H' for Holi
ফ্লিকার লিঙ্কঃ We r colourzzz
ফ্লিকার লিঙ্কঃ Lucrative
ফ্লিকার লিঙ্কঃ Scattering The Colourzzz
ফ্লিকার লিঙ্কঃ Touch The Colourzzz
ফ্লিকার লিঙ্কঃ এখনও দেয়া হয়নি ফ্লিকারে।
ফ্লিকার লিঙ্কঃ see our colourzzzzz
আমার ছবি তোলার শখ শুরু সামু থেকেই। ক্যামেরা কেনায়ও এখান থেকেই অনেক সাহায্য পেয়েছি।
আপনাদের মতামত আশা করছি। দ্বিতীয় পর্বও দেবার চেষ্টা করব। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, তবে।
সবাই ভালো থাকবেন।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৬
স্বপ্নচারী সুমন বলেছেন: ধন্যবাদ রূণ ভাই
২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৩
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম ভালই লাগলো । চালাইয়া যান..........
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৭
স্বপ্নচারী সুমন বলেছেন: ধন্যবাদ লিঙ্কন ভাই
৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ মনোরম
থাকল অগ্রিম ঈদ ঈদ শুভেচ্ছা
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৭
স্বপ্নচারী সুমন বলেছেন: শুভেচ্ছা আপনাকেও। ধন্যবাদ
৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
হোলির যত পিক দেখেছি সব ভারতকেন্দ্রিক।
আপনার ছবিগুলো দেখে ভালো লাগলো।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২৭
স্বপ্নচারী সুমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২৫
লজিক মানুষ বলেছেন:
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
স্বপ্নচারী সুমন বলেছেন: হাসেন ক্যান ? :p
৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!!!!!!!
ঈদ মোবারক!!!!!!!!!!!!!
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:০২
স্বপ্নচারী সুমন বলেছেন: ঈদ মোবারক
৭| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৪০
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার।
H for HoLi ||
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:০৩
স্বপ্নচারী সুমন বলেছেন: লুল হয়ে গেলেন নাকি ভাই ?
৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: হোলি ব্যাপারটা মজাদার হলেও ইসলামে নিষিদ্ধ ও নিরুৎসাহিত করা হয়েছে। শুভকামনা জানবেন।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:০৪
স্বপ্নচারী সুমন বলেছেন: শুভকামনা
৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭
লজিক মানুষ বলেছেন: কারন এদের একজন আমার চেনা। তাই।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭
স্বপ্নচারী সুমন বলেছেন: ওহ
১০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:২৭
একজন আরমান বলেছেন:
দারুন।
অনেক দিন পর ব্লগে দেখলাম সুমন ভাই।
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৪০
স্বপ্নচারী সুমন বলেছেন: হ্যাঁ, ভাই। আসলাম আর কি !
১১| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩
নীল বরফ বলেছেন: আপনার তোলা ছবিগুলো সুন্দর হয়েছে
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৭
স্বপ্নচারী সুমন বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন +++++++
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৬
স্বপ্নচারী সুমন বলেছেন: ধন্যবাদ ভাই
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৫
মুহিব বলেছেন: কালারফুল।
১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯
স্বপ্নচারী সুমন বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০১
রূণ বলেছেন: bah! darun to. valo laglo dekhe. apnar photography besh valo.