| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমিত আহসান
প্রচন্ড ইমোশনাল একটি মানুষ আমি, আর হ্যাঁ, গান শুনতে পছন্দ করি পরিচিতদের কণ্ঠে। এছাড়া আর কিছু না।

।
।
জঙ্গলের জরাজীর্ণ রাস্তায় হেটে যাচ্ছে মুকুল, আর মাত্র মাইলখানেক হাটলেই তার বাড়ি। বাতাসও বইছে ভালোই, ধুলোর ঝড়ের সাথে যোগ হয়েছে নুইয়ে থাকা গাছের আঘাত, তবুও থামছেনা সে, বাড়িতে যে পৌঁছাতেই হবে তাকে। কিন্তু পথটা শেষ হলেও বাড়ির সন্ধান পাওয়া গেলোনা, এটাই তো চাইছিলো সে। চামড়ার নীচে থাকা ডিভাইসটি চালু করতে হবে এবার।
..........
সময়ঃ ১৮ ফেব্রুয়ারি, ৩০৩৯।
'সব প্রস্তুতি শেষ স্যার, আপনি চাইলে এখনই শুরু করতে পারি প্রক্রিয়াটা' যান্ত্রিক কন্ঠের ঘোষনা শুনে হাসিমুখে চেয়ার ছাড়লো পৃথিবীর হাতেগোনা কয়েকজন মানুষদের একজন, মুকুল। অনেক বড় একটি মিশনের একমাত্র আশা ওরই উপরে।
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯
সুমিত আহসান বলেছেন: হাহাহা
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
হাসান মাহবুব বলেছেন: মানবিক মাইক্রো ফিকশন।