| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমিত আহসান
প্রচন্ড ইমোশনাল একটি মানুষ আমি, আর হ্যাঁ, গান শুনতে পছন্দ করি পরিচিতদের কণ্ঠে। এছাড়া আর কিছু না।
সালঃ ১৯৭১
খাঁ পাড়ার মজিদ খাঁ-কে ধরে নিয়ে গেছে মিলিটারিরা, তার বিরুদ্ধে মুক্তিদের আশ্রয় দেয়ার গুরুতর অভিযোগ এসেছে, মজিদ খাঁ-কে কোমরে দড়ি পড়িয়ে গাড়িতে তোলা হলো, মেজর উঠলেন না, তবে বাকিদের উদ্দ্যেশ্যে বললেন 'মে আভি আরাহু, তোম ইস হারামজাদেকো ক্যাম্প মে লে যাও' মজিদ খাঁ-য়ের বাড়িতে তার দুই মেয়ে থরথর করে কাঁপছে।
সালঃ ২০১৪
আব্দুর রহমানের কাশির শব্দে রুমের সবাই বিরক্ত, তবে আব্দুর রহমানের দৃষ্টি প্রধান অতিথির আসনে বসে থাকা বশীর রহমানের দিকে, শরীরের রক্ত টগবগ করে ফুটছে আব্দুর রহমানের। মজিদ ভাই তাদের গ্রুপটাকে আশ্রয় দেয়ার খবরটা বশীরই মিলিটারিদের কানে দিয়েছিলো। এসব ভাবতে ভাবতেই কানে এলো উপস্থাপকের কন্ঠ 'মুক্তিযোদ্ধাদের হাতে সনদ তুলে দেয়ার জন্যে আমন্ত্রন জানাচ্ছি মুক্তিযুদ্ধের সাহসী সেক্টর কমান্ডার বশীর রহমানকে'।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩০
সুমিত আহসান বলেছেন: ধন্যবাদ, এবং আবারো ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যে, আমি ঠিক করে নিচ্ছি ![]()
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫২
সুমিত আহসান বলেছেন: আপনার কষ্টের ব্যপারে বলতে চাই যে, আসলে আমাদের আশেপাশে আসলেই এমনটা হয়েছে, সামনেও হবে। আমার থীমটা একটা বাস্তব থীম আসলে ![]()
২|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩
হাসান মাহবুব বলেছেন: এ দায় আমরা শুধবো কীভাবে!
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২২
সুমিত আহসান বলেছেন: এর সাথে এখন যোগ হচ্ছে সরকারী খরচে ইন্ডিয়ান মুক্তিযোদ্ধাদের টাকা দেয়া, যেখানে আমাদের দেশের যোদ্ধারা না খেয়ে মারা যাচ্ছে
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ ভাল লেগেছে লেখা।
আব্দুর রহমানের কাশির শব্দে রুমের বিরক্ত, তবে প্রধান অতিথির আসনে বসে থাকা বশীর রহমানকে দেখে শরীরের রক্ত টগবগ করে ফুটছে আব্দুর রহমানের। এই অংশে হয়ত একটু বাক্যের কর্তা ক্রিয়ার গন্ডোগোল আছে। ঠিক করে নিন।
গল্পের থিমটা খুব কষ্ট দিল।