| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমিত আহসান
প্রচন্ড ইমোশনাল একটি মানুষ আমি, আর হ্যাঁ, গান শুনতে পছন্দ করি পরিচিতদের কণ্ঠে। এছাড়া আর কিছু না।

'ফাঁকা রাস্তা, ল্যাম্পপোস্টের হলুদ আলোয় চারপাশের সবকিছুই হলদেটে হয়ে আছে। কোমরে আঙুল ছুয়ে মেশিনটা জায়গামতো আছে কিনা দেখে নিলো সবুজ, এই মুহুর্তে সে দাঁড়িয়ে আছে একটা নীল বাড়ির সামনে, টার্গেট এই মুহুর্তে স্টাডিরুমেই থাকার কথা। বাসার পিছনে সিসি ক্যামেরা নেই দেখে গিয়েছিলো বিকালেই, সুতরাং সেদিক দিয়ে দেয়াল টপকাতে দুশ্চিন্তার কিছু নেই আপাতত। পাইপ বেয়ে উঠে এলো নিঃশব্দে...'
'এটুকু লিখেই থমকে গেলেন শতাব্দী চৌধুরী, এই সময়ের সবচেয়ে জনপ্রিয় রহস্যগল্পের লেখক উনি, আর মাত্র একটা উপন্যাসেই ইতিহাসের মাইলফলক নতুন করে গড়বেন এবারে, কিন্তু কপালে বুলেট নিয়ে সেটা আর সম্ভব না ওনার পক্ষে। বইয়ের পান্ডুলিপির উপরেই ঢলে পড়বেন এবারে, রক্তের দাগে হয়তো এক কোনায় লেখা নামটা ঢেকে যাবে।'
'এবারে আর ভাবাভাবি নেই, লিখেই ফেলবো বা*' সগোক্তি করলো ইমন। তবে আমি ভাবছি অন্য কথা, লিখতে হলে তো ইমনকে অন্তত বেঁচে থাকতে হবে, তাইনা?
©somewhere in net ltd.