| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমিত আহসান
প্রচন্ড ইমোশনাল একটি মানুষ আমি, আর হ্যাঁ, গান শুনতে পছন্দ করি পরিচিতদের কণ্ঠে। এছাড়া আর কিছু না।

আমব্রেলা করপোরেশন সমূলে বিনাশ হয়েছে বছরখানেক আগেই, সবাই ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। করপোরেশনের জায়গাটা রয়ে গেছে ধ্বংসস্তূপ হিসেবেই, কিন্তু ধ্বংসস্তূপের ভেতরের একটা ফাঁপা জায়গায় সর্বশেষ টি-ভাইরাসের একটি অক্ষত টিউব যে আজও রয়ে গেছে তা জানেনা কেউই।
...
৭৬৫জন যাত্রী নিয়ে আকাশে থাকা বিমানটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সদ্য নিয়োগপ্রাপ্ত পাইলট বুঝে উঠতে পারছেনা তার করণীয়। দূরে একটি বিশাল গর্তস্বরূপ স্থান দেখে পাইলট মনস্থির করে ফেললো যেভাবেই হোক বিমানটি নিয়ে সেখানেই ভূপাতিত করতে হবে, স্বাভাবিক ল্যান্ডিং এর আশা সামান্যও নেই আর।
লক্ষাধিক ওজনের বিমানটি আছড়ে পড়লো হাইভের উপর, কেঁপে উঠলো ধ্বংসস্তূপের প্রতিটি স্তর। মুহুর্তেই জড়ো হলো উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিসের টিম। কেউ ঘুণাক্ষরেও জানতে পারলো না বছরখানেক আগে আটকে পড়া টি-ভাইরাসের টিউবটিও আর অক্ষত নেই, অপেক্ষা শুধু সামান্য ফাঁকা যায়গার।
...
হুট করেই ঘুম ভেঙে গেলো এলিসের, কেউ যেনো ডাকছে তাকে, খুব তীক্ষ্ণ সেই ডাক, তবে ভেসে আসছে অনেক দূর থেকে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার। তার ছোট্ট মেয়েটি ভয় পেয়ে গেছে খুব 'Mom, mom, what's happen?' বারবার জিজ্ঞেস করেই যাচ্ছে মেয়েটি।
২০ শে মে, ২০১৭ রাত ১১:২১
সুমিত আহসান বলেছেন: মূল চলচিত্রটি মোট ৬টি সিরিজ নিয়ে। রেসিডেন্ট এভিল।
তবে ২০১৬ তে যেটি বের হয়েছিলো সেটা ফাইনাল চ্যাপ্টার হিসেবে বলা হয়েছে, মানে এটাই শেষ কিন্তু সত্যি বলতে সিরিজট্র প্রেমে পড়ে গিয়েছি আরকি
২১ শে মে, ২০১৭ রাত ১:৫১
সুমিত আহসান বলেছেন: তাই সিরিজের ৭ম চলচিত্রের একটা কল্পনা লেখার মাধ্যমে জানালাম মাত্র ☺
২|
২৫ শে মে, ২০১৭ দুপুর ১:৩৫
হাসান মাহবুব বলেছেন: ঠিক সিংকড হলো না।
২০ শে মে, ২০১৮ দুপুর ১:০৯
সুমিত আহসান বলেছেন: বুঝলাম না ![]()
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৭ দুপুর ১:৪৩
হাতুড়ে লেখক বলেছেন: এটা কি মুভি?