![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চক্ষু লজ্জার ভয়ে দৃশ্যপট থেকে নিজেকে আড়াল করে নেয়া ছেলেটি আজ বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। ভার্সিটি থেকে পাশ বের হবার পর বাবা-মায়ের অতি আদরের ছেলেটি যখন ক্রমান্বয়ে বোঝা হতে চলেছিল ঠিক সে সময়ে এই সুসংবাদ প্রাপ্ত হল সে ।ইতিমধ্যে ছাত্র জীবনের একমাত্র মেয়ে বান্ধবিকে হারিয়ে ফেলেছে। তার উপর একমাত্র অভিযোগ ছিল সে বেকার । মেয়েটির অবশ্য সম্পর্কছিন্ন করার ক'দিন পরেই বিয়ে হয়ে গেছিল ।
ছেলেটি যখন ঠিক এই ভাবে একের পর এক কাছের সব প্রিয় মানুষগুলোকে হারিয়ে একা একা দুশ্চিন্তায় খাদের কিনারে দাঁড়িয়ে, ফেইসবুকে পরিচিতজনদের নক করে জানতে চাওয়া, "কি করছ এখন ?"," কোথায় জব করতেছ নাকি ?", এমন হাজারো প্রশ্নে বিব্রত হওয়া থেকে বাচতে অফ লাইনে থাকে, ছোটবেলার বন্ধুদের নতুন চাকরি এবং বিয়ের ট্রিট ইত্যাদির ফেইসবুকে ছবি আপলোড দেখতে দেখতে ক্লান্ত ঠিক এই মুহূর্তে নিউজটা পেল ।
টাকা-পয়সা না থাকার কারনে যেসব বন্ধুরা তাকে এড়িয়ে চলত তারা জানার পর থেকেই একের পর এক ফোন দিয়ে অভিনন্দন জানাচ্ছে, ট্রিট চাচ্ছে, আত্মীয় -স্বজনরা বিয়ের প্রস্তাব দিচ্ছে শুভকামনার সাথে । এমনকি বেকার জীবনে ছেড়ে চলে যাওয়া মেয়েটিও কারো মাধ্যমে জানতে পেরে গভীর রাতে ফোন করে অভিনন্দন জানিয়েছে ।
কিন্তু শুভাকাঙ্ক্ষীদের এত উষ্ণ অভিনন্দনের পরও সে নিথর । অবিশ্বাসের দোলাচলে থাকতে থাকতে সে আজ নিজেকে বিশ্বাস করতে পারছেনা । বারবার নিজের আঙ্গুল কামড়ে নিশ্চিত হতে চাইছে এটা স্বপ্ন নয়ত ?
যখন সে নিশ্চিত হল তখন রাত অনেক গভীর,প্রকৃতি একেবারে নিস্তব্ধ । সবাই যার যার মত ঘুমিয়ে পড়েছে। সে বারান্দায় বের হল । কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই অঝোরে পানি বের হতে থাকল দুচোখ দিয়ে । এ পানিতে মিশে আছে বহু নির্ঘুম রাতের বেদনা, দঃখ-কষ্ট, পেটে ক্ষুধা নিয়ে পড়া মনে রাখার চাপ আর প্রিয় মানুষটিকে হারানোর দঃসহ সৃতি ।
এভাবে কাঁদতে কাঁদতে ফজরের আযান হল অতঃপর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল সে । ঘুমানোর আগে মনে মনে নিয়ত করল সে আজ দিনের বেলা কোথাও বের হবেনা । কারন তার মিষ্টি কেনার মত সামর্থ্য টুকুও যে নেই ।
২| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৭
নবিনের আলো বলেছেন: সবাই এক না ভাই। তাছাড়া এখানে কর্ম জীবনের শুরুটা কিভাবে হয়েছিল তা বলা হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৯
ওয়াহিদ রহমান বলেছেন: আপসোস এরাই আবার রাব্বীদের রাতের আধাঁরে আটক করে চাঁদা দাবি করে।