নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবিনের আলো

নবিনের আলো › বিস্তারিত পোস্টঃ

প্রেম একটি অভিশাপ, ভুল নাকি কল্যাণকর কিছু .......

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৪

প্রেম একটি অভিশাপ নাকি ভুল নাকি কল্যাণকর কিছু ?
আজকাল প্রেম নিয়ে বিস্তর গবেষণা চলছে আমাদের দেশের তরুন সমাজের ভেতর। এক শ্রেনী আছে যারা একটার পর একটার সম্পর্ক করে যৌবনকাল চরম ভাবে উপভোগ করছে ।ভবিষ্যতের কথা চিন্তা না করে তারা দিনের বেলা ক্যাম্পাস ফাস্টফুড, অথবা কোন দর্শনীয় স্থানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় প্রিয়জনের সাথে । বিনিময় করে নিজেদের মধ্যে প্রতি মুহুর্তের আবেগ-অনুভূতি অত্যন্ত গুরুত্ব সহকারে ।তারা শুধু মজা-আনন্দে মেতে থাকে আর ভবিষ্যতে বিয়ের পর কয়টা বাচ্চা নিবে কি নাম রাখা হবে তাদের সন্তানদের এই ভেবেই সময় পার করে দেয় ।তাদের সামনে যে, একটা কঠিন বাস্তব ভবিষ্যত অপেক্ষা করছে তা ভেবে তারা মোটেই সময় নষ্ট করতে চায়না ।অথচ পড়ালেখা শেষে যখন জীবনের কঠিন বাস্তবিকতার মুখোমুখি হতে হয়য় তখন তাদের কাছে তেঁতো লাগতে শুরু করে ।এক সময়ের অতি প্রিয় আবেগ ঘন নিরিবিলি সময় কাটানোর সঙ্গীকে খারাপ লাগতে শুরু করে একে অন্যের কাছে । ফলে তারা নিজেদের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় এবং ক্যারিয়ার গঠনের প্রতি মনযোগী হয় । আশেপাশের বন্ধুদের দেখে তাদের কাছে মনে হয় প্রেম একটি অভিশাপ । যদি তারা আগে ভাগে প্রেমের সম্পর্কে না জড়াত তাহলে তারা ক্যারিয়ার গঠনে এগিয়ে থাকত এবং ভবিষ্যৎ উজ্জ্বল হত।

অপরদিকের ক্যাম্পাসে থাকা অবস্থায় বন্ধুদের মাঝে প্রেমের লুতুপুতু সম্পর্ক দেখেও যে ছেলেটি যৌবনের আবেগ সংযত করে উন্নত ক্যারিয়ার গড়ার আশায় কঠিন অধ্যাবসায়ের মধ্য দিয়ে পাশ করে বের হবার পরপর একটা ভালো চাকুরী পেয়ে গেছে সেও নিজেকে পুরোপুরি সুখী ভাবতে পারছেনা ! কারণ জীবনে কোনোদিন প্রেম না করতে পারার আক্ষেপ তাকে পরিপুর্ন শান্তি উপভোগ করতে দেয়না । তাই পরিপুর্ণ সুখ-শান্তি উপভোগ করার জন্য বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে । জীবনে প্রেম না করে নিজেকে সৎ রাখার দাবিদার ছেলেটি এখন কারো সাথে সম্পর্কে না জড়ানো কুমারী মেয়ে চায় ! কিন্তু বিধি বাম ! বিয়ের বাজারে তার চাহিদা মাফিক একজনকেও খুজে পাচ্ছেনা সে । একসময় হতাশায় আচ্ছন্ন হয়ে সেও ভাবতে শুরু করে আগেই যদি অন্য বন্ধুদের মত কোন একজন রমণীকে কথা দিয়ে রাখত .........

তাই কবিগুরুর ভাষায় বলতেই হয়," নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.