![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুল জীবনে যখন সমবয়সী সুন্দরী মেয়ে দেখতাম তখন হুট করেই নিজের অবচেতন মন বলে উঠত ইস! যদি তাকে নিজের খেলার সাথী হিসেবে পেতাম তাহলে কতইনা ভালো হত ! এরপর যখন কলেজে ভর্তি হলাম ততদিনে বয়স এবং পড়ার চাপ কিছুটা বেড়েছে । বন্ধুদের দেখতাম তারা কঠিন টপিকগুলো নিয়ে নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করছে । ঠিক সেই সময় মনে মনে ভাবতাম ইস! ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি যদি আমার গ্রুপ স্টাডির পার্টনার হত তাহলে কতইনা ভালো হত ! এমনটা ভাবতে ভাবতে ভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম । এখানে আসার পর একেকটা মেয়েকে পরীর মত সুন্দর মনে হতে লাগল । বন্ধুদের যখন বান্ধবী নিয়ে ঘুরাঘুরি করতে দেখি তখন নিজেরও কাউকে নিয়ে ঘুরার বাসনা অবচেতন মনে তৈরি হতে থাকে ।একটা সময় মনে হত যদি ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়েটিকে নিয়ে পরিবারের বিধিনিষেধ ডিঙিয়ে ইচ্ছামত আড্ডাবাজি করতে পারতাম তাহলে মন্দ হত না ! যাহোক পড়াশুনার গণ্ডী পেরিয়ে কিংবা পাঠ চুকিয়ে যেভাবেই হোকনা কেন এখন কর্মজীবনে প্রবেশ করেছি সবে মাত্র । এখন রূপবতী কাউকে দেখলে মনের ভেতর ভাবনা চলে আসে আহ ! কি সুন্দর রুপ তার, সে যদি আমার অনাগত সন্তানের জননী হয় মন্দ হবেনা । রাখিব যতনে জীবনভর তারে আদর দিয়ে ......
০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৮
নবিনের আলো বলেছেন: আমার ঘরটি অন্ধকারে ডুবে আছে। এমন একজনকে খুজছি যে সত্যিকার অর্থে আমার ঘর আলোকিত করবে ।
২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:২৬
মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই বলেছেন,এবার একটা সুন্দরী বউ ঘরে আনুন।
০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:১০
নবিনের আলো বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:২৯
আবদুল কাদের (সোহাগ বলেছেন: ভাই আপনার লেখাটা পড়ে মনে মনে হাসতেছি আর অতীতের সেই স্মৃতিময় দিনগুলোর কথা মনে পড়ে গেলো । ।
ধন্যবাদ আপনাকে।
০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:১২
নবিনের আলো বলেছেন: অতীতগুলো আসলেই অনেক মধুর ছিল। মনোযোগ দিয়ে পড়ার জন্য আপানাকেও অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: এবার একটা সুন্দরী বউ ঘরে আনুন।