নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://m.facebook.com/sumon.miya.7330

এস,এম,সুমন

সাধারন ক্যারেক্টার।

এস,এম,সুমন › বিস্তারিত পোস্টঃ

শেষ আড্ডা..........

১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৫০

শেষ আড্ডা..........

অয়ন আজ বন্ধুদের
সাথে শেষ আড্ডা
দিচ্ছে। কারণ সে
সিদ্ধান্ত নিল আজ
রাত 1 টার পর সে আর
বেঁচে থাকবে না। আজ
বন্ধুদের সাথে আড্ডা
দিতে তার খুব ভালো
লাগছে। কারণ আজ
তার জীবনের শেষ
দিন। এই দিনটি আর
কখনো আসবেনা। রাতে
বাসায় যাওয়ার সময়
এক বোতল Poison
কিনে নিল। আজ আর
অয়ন খাওয়া দাওয়া
করলো না। বসে গেল
ডায়েরিতে জীবনের
গল্প লিখতে , কেন সে
তার জীবন শেষ করে
দেবে। ফিরে গেল 5
বছর আগে।
রিপা নামের একটা
মেয়েকে অয়ন অনেক
ভালবাসে। রিপা ও
বাসে। তাদের প্রথম
পরিচয় ফোনে। যা
অয়নের এক বন্ধু
অয়নকে নাম্বারটি
দিয়েছিল। রিপার সাথে
কথা বলে অয়ন নিজের
অজানতেই রিপাকে
ভালবেসে ফেলে। তাই
অয়ন রিপাকে হারাতে
চায় না বলে, রিপাকে
বলে, রিপা আই
ওয়ান্টস ইউ মাই
লাইফ। রিপা ও বলে
সেম টু মি। তাদের
পরিচয়ের দুই দিনের
মাথায় একে অপরকে
ভালবেসে ফেলে। তার
পর তারা দেখা করার
সিদ্ধান্ত নেয় এবং
ছয় দিনের মাথায় একে
অপরের সাথে দেখা
করল। তারপর তাদের
হাসি, কান্না, সুখ, দুঃখ
সব কিছু একে অপরের
সাথে ভাগাভাগি করে
নেয়। অয়ন তার
জীবনের চাইতে ও
বেশি ভালবেসে ফেলে
রিপাকে । আর রিপা ও
সেটা বুজতে পারে।
যেটা অয়নের জন্য
কাল হয়ে দাঁড়ায়। রিপা
যা বলত অয়ন তাই
করত। রিপার কিছু
হলে অয়ন পাগল হয়ে
যেতো। তারপর অয়ন
যেটা কোনদিন ভাবেনি
বা ভাবতেও পারেনি সে
রকম এক ভয়ানক ঝড়
নেমে আসে তার
জীবনে। রিপা দিন দিন
কেমন জানি হয়ে
যাচ্ছে। সব সময় তাকে
এড়িয়ে চলে যেটা অয়ন
বুঝতে পারে। অয়ন
যখনি ফোন দেয় তখনি
রিপার ফোন অয়েটিং
পায়। যা অয়ন খুব কষ্ট
পেতো। রিপাকে
জিজ্ঞেস করলে সে
বলত আম্মু ফোন
দিয়েছে। ওর আম্মু
গ্রামে থাকে, বলত আপু
ফোন দিয়েছে। ওর আপু
দেশের বাহিরে থাকে।
যা অয়ন বিশ্বাস করে
নেয়। আসলে অয়নের
মত ছেলেরা রিপার মত
মেয়েদের শুধু
বিশ্বাসই করে যায়।
কারণ তারা শুধু
নিঃস্বার্থ ভাবে
ভালবাসাতে জানে। যা
ভালবাসার সুযোগ নিয়ে
রিপার মত মেয়েরা
অয়নের মত ছেলেদের
শুধু ঠকিয়ে যায়।।
তারপর হঠাৎ একদিন
রিপা তার ফোন বন্ধ
করে রাখে আর অয়ন
সারাদিন ট্রাই করে
গেল কিন্তু রিপার
ফোন বন্ধই পেল।
এভাবে তিনদিন চলে
যায়। আর অয়নের
অবস্থা দিন দিন
খারাপ হতে লাগলো।
এক সময় একটা
আননোন নাম্বার থেকে
ফোন আসলো। অয়ন
ফোনটা রিসিভ
করতেই বলে উঠলো
অয়ন আমি রিপা। তখন
অয়ন তাকে জিজ্ঞেস
করলো, কি হলো তুমি
গত তিনদিন ধরে
আমার সাথে কথা বলছ
না, আর তোমার ফোন
বন্ধ রেখেছো কেন???
আমিতো পাগলের মত
হয়ে গেছি। রিপা কোন
কথার উত্তর না দিয়ে
বলল, তুমি আর
আমকে ফোন দিবা না,
আমাকে ভুলে যাও,
আমাকে একা ছেড়ে
দাও। এই বলে ফোনটা
কেটে দেয়। অয়নকে
আর আর কোন কথা
বলার সুযোগ দেয় না।
অয়ন অনেক ভাবে
যোগাযোগ করার চেষ্টা
করে কিন্তু সব
চেষ্টাই ব্যর্থ। তাই
অয়ন সিদ্ধান্ত নিলো
যাকে নিয়ে আমি
স্বপ্ন দেখেছি যে
আমাকে স্বপ্ন
দেখিয়েছে সে যেহেতু
এই জীবনে নেই তা
হলে এই জীবন রেখে
কি লাভ। তাই অয়ন
আজ রাত 1 টায়
সুসাইড করবে। অয়ন
তার বন্ধুদের 1টা করে
Text করল , চলে
গেলাম রে ভালো
থাকিস তোরা।। পরদিন
সকালে অয়নের নিথর
দেহটি পড়ে থাকতে
দেখলো মেঝেতে।। পড়ে
থাকতে দেখলো বিষের
খালি বোতল। হাতে
ছিলো একটি কালো
ডায়েরি। যেটাতে
রিপার সমস্ত কথা
লেখা ছিলো .........!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.