![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জননেত্রী শেখ
হাসিনার স্বদেশ
প্রত্যাবর্তন দিবস ।
১৭ই মে, ১৯৮১... জাতির
জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের
কন্যা জননেত্রী শেখ
হাসিনা ফিরে এসেছেন
তাঁর প্রিয়
মাতৃভুমিতে। পিতার
রক্তে ভেজা মাটিতে
বিমান স্পর্শ করার
খানিক পরেই আকাশ
ভেঙ্গে নামলো বৃষ্টি।
যেন প্রকৃতির সন্তান
বঙ্গবন্ধু কন্যা শেখ
হাসিনার সাথে
প্রকৃতির একাত্মতা।
ঐদিন ভোরবেলা
থেকেই সর্বস্তরের
মানুষ, সারাদেশ থেকে
কুর্মিটোলা বিমান
বন্দরের দিকে আসতে
থাকে। এয়ারপোর্ট
রোডের দুই পাশে
বিমানবন্দর থেকে
কয়েক মাইল লম্বা
যানবাহনের সারি।
মুখে ‘জয় বাংলা, জয়
বঙ্গবন্ধু’ স্লোগান ও
হাতে বঙ্গবন্ধুর ছবি,
রঙ্গিন পোস্টার,
ব্যানার, দলীয়
প্রতীক নৌকার
প্রতিকৃতি নিয়ে লাখো
মানুষ বিমানবন্দরে
ভীড় করে
বঙ্গবন্ধুকন্যাকে
নিজ মাতৃভুমিতে
স্বাগত জানাতে।
তোমায় পেয়ে ধন্য
বাঙ্গালী জাতি, ধন্য
বাংলার মাটি
তুমি দেশরত্ন, তুমি
বাঙ্গালীর গর্ভ।
তুমি এসেছিলে বলে
আজও বাঙ্গালী জাতি
স্বপ্ন দেখে, আজও
ভোরের কুকিল তোমায়
ডাকে।
আমার সকল মুজিব
সৈনিক ভাইবোনদের
সংগ্রামী সালাম ও
মুজিবীয় শুভেচ্ছা সহ
অভিনন্দন।।
জয় বাংলা, জয়
বঙ্গবন্ধু, জয়তু শেখ
হাসিনা!!
©somewhere in net ltd.