![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
""""সত্যি
কখনোও,গোলাপী রঙে
চাপা
থাকেনা......
ঢাকা সফরে আসতে
যাওয়া নরেন্দ্র
মোদীকে প্রশংসায়
ভাসিয়ে বিএনপির
পক্ষ থেকে বলা
হয়েছে, তারা
ভারতবিরোধী দল নয়।
বাংলাদেশের বিভিন্ন
নির্বাচনের আগে
বিএনপি নেতারা
বলেছে, ধানের শীষে
ভোট না দিলে দেশ
বিক্রি হয়ে যাবে।
দেড় বছর আগে ৫
জানুয়ারির নির্বাচন
অনুষ্ঠানে ভারতের
‘মদদের’ কথা বিএনপি
নেতাদের মুখে
প্রকাশ্যেই এসেছিল।
২০১৩ সালের বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম
আলমগীর বলেছিল,
আন্তর্জাতিক
মাস্টারপ্ল্যান
ে একতরফা
নির্বাচনের পাঁয়তারা
করছে আওয়ামী লীগ।
ফখরুল ভারতকে
ইঙ্গিত করলেও দলের
স্থায়ী কমিটির
সদস্য মির্জা আব্বাস
তখন সরাসরিই
বলেছিল “এই
সরকারের (আওয়ামী
লীগ) ওপর আজ
ভারতীয় সিন্দাবাদের
ঘোড়া চেপে বসেছে।”
১৫ ই আগষ্ট ১৯৭৫ এর
পর থেকে বিএনিপর
প্রতিষ্ঠাতা মালিক
খুনি জিয়া থেকে শুরু
করে গত কালকে
পর্যন্ত বিএনপির
প্রতিটি আবাল আর
কুলাঙ্গার বলে আসছে
আওয়ামী লীগ
ভারতের দালাল।
এখন বিএনপির সুর
পাল্টে গেছে।বেজি
ভারতের রাষ্ট্রপতির
সাথে দেখা করেনি,
কিন্তুু তারাই এখন
বলে বিএনপি ভারত
বিরোধী নয়।তাহলে
এতদিন তারা
আমাদেরকে দালাল
বলে উপহাস করেছে
এটা ছিল তাঁদের
মিথ্যা কথা।এখন থেকে
আমরা বুঝে নেব
বিএনপি মুখে যাহা বলে
কাজে তার বিপরীত।
ভারতের সংবাদ
মাধ্যমে বিএনপিকে
ভারতবিরোধী হিসেবে
চিহ্নিত করা হয়।
বিএনপি ভারত
বিরোধী না হলেও
তারা ভারতের কাছ
থেকে কোন ন্যায্য
হিস্যা আদায় করতে
পারেনি।
আর আমরা দালাল হয়ে
ভারতের কাছ থেকে
ন্যায্য হিস্যার
থেকেও বেশী আদায়
করেছি।
বিএনপিকে আরেকবার
মনে করিয়ে দেই।
আপনারা ভারতের
বিরোধী না হলেও
আমরা কিন্তুু
পাকিস্তান বিরোধী।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৫ রাত ১১:৩৭
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয় ভারতের কথায় জনগনের ভোটে বা গনতন্ত্রে নয় তাই নরেদ্র মোদিকে নিয়ে আওয়ামিলীগ বিএনপির এতো মাথা ব্যাথা।