নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://m.facebook.com/sumon.miya.7330

এস,এম,সুমন

সাধারন ক্যারেক্টার।

এস,এম,সুমন › বিস্তারিত পোস্টঃ

***জবাব দে তারেক ও তার অনুসারী রা***

১৭ ই জুন, ২০১৫ রাত ১২:৩৯

-তারেক ও তার
অনুসারীরা
প্রশ্নগুলোর উত্তর
দিবি কি ???

(1)....কার নের্ত্রিত্বে
এদেশ স্বাধীন হয় ??
(কেউ বলে- শেখ মুজিব
যুদ্ধ করে নিই...
আসলে তারা
জ্ঞানপাপী। যার
নেত্রিত্বে যুদ্ধ হয়
সে যুদ্ধ করতে পারে
না,তবু তার নামেই যুদ্ধ
হয়,বিশ্বে এর হাজার
নজির আছে। আমি
যদি বলি - ইয়াহিয়া
খান তখন অস্র ধরে
নিই কেন ?)...
(2) .....যুদ্ধের পর
তোমার পিতা কি
কারনে- খালেদাকে
নিয়ে সংসার করতে
চায়নি ??... (সবাই জানে
- বল্লাম না)...তখন
খালেদা বঙ্গবন্ধুকে
ধর্মপিতা ডেকেছিল ।
আর বঙ্গবন্ধু তখন
জিয়াকে কি বলে
বুজিয়ে ছিল ???
(3) ....বঙ্গবন্ধুকে
আজে বাজে
বলছ...?..জিয়াকে
বীরউওম খেতাব কে
দিয়েছে ??? অকৃতঙ্গ
বেইমান জিয়া -
বঙ্গবন্ধু হত্যার
বিচার না করে, উল্টা
আরও " ইন্ডেমিনটি "
জারি করে খুনিদের
পুরস্কৃত করল , কেন ?
উওর আছে ??..
(4) ...BNP ক্ষমতায়
গেলে নাকি সব খুনের
বিচার
করবে ?....তো.তোমরা
জিয়া হত্যার বিচার
চাওনা (করলা না)
কেন ???? .... (আসলে
ক্ষমতায় যাওয়ার
জন্য এই বিচার জরুরী
না...তাই না বন্ধু ???)
....এজন্যই তুমি সন্তান
নামের কলঙ্ক
,কুলাঙ্গার
সন্তান.।.এমন স্ত্রী
সন্তান থাকার চেয়ে _ _
_
(5)......ইসলামে র জন্য
বঙ্গবন্ধু অনেক কাজ
করেছ ...যেমন-. .
ক ....ইসলামি
ফাউন্ডেশন গঠন...
খ...টংগীতে বিস্ব
এস্তেমার যায়গা
বরাদ্দদেয়.।..
গ...কাকরাইল মারকাজ
মসজিদের জমি
বরাদ্দ.।...
ঘ....হজ্জ পালনে
সরকারী অনুদান.।...
ঙ...মদ,
জুয়া,রেসিং,এদেশ
ে নিসিদ্ধ এবং শাস্থি।
রেসর্কস ময়দানের
ঘৌড়দৌড় বন্ধ.
চ.....ঈদ এ মিলাদুন্নবী,
শবই বরাত, শবই কদর
সরকারী
ছুটি.ইত্যাদি।..
...বিএনপির একটা
দেখাও ?.... .
(6) ...বঙ্গবন্ধুকে যারা
হত্যা করে (খ.মুস্তাক)
হত্যা করেই ক্ষমতা
দখল করে। অতএব
বুজাযায়- ক্ষমতার
জন্যই তাকে খুন করে।
কিন্ত জিয়াকে কারা
হত্যা করল ???...
(7)......তুমি দেশে আসছ
না
কেন ??? ...ভবিষ্যতে
তোমাকে দেশের
"সবচেয়ে ভিতু নেতা"র
উপাধি দেওয়া
হবে।.......কিছু
বিকলাঙ্গ
মানসিকতার মুর্খকে
পাশে নিয়ে বঙ্গবন্ধুর
বিরুদ্ধে বলে নিজেকে
পাগল প্রমান করছ ?
তোমার মা- বাপ আরো
অনেকের মতো
বঙ্গবন্ধুর ছোয়ায়
ধন্য হয়েছে। তুমি
পলাতক ফেরারী
আসামী বুঝতে পার নি
যে,মুক্তিযুদ্ধ,
বঙ্গবন্ধু ও বাংলাদেশ
এক ও অবিচ্ছেদ্য..।।।
।।।... . ..বন্ধুরা... গালাগাল
না দিয়ে যা বলবা
যুক্তিদিয়ে বলবা,
কারন-..কালি ছাড়া
কলম আর যুক্তিছাড়া
কথা- সমান।
#বর্তমান নিয়ে কিছু
বলতে চাও ???.... (কিছু
ভুল বাদ দিলে). .এখন
দেশ যে কোন সময়ের
চেয়ে ভাল চলছে
(বিএনপি সুধু ভাল
নেই)। ...
ক... দেশ খাদ্যে
সয়ংসম্পুর্ন ,এটা
বিশাল অর্জন ( পেটে
ভাত না থা..ক...লে....? ?
রাজ...নি....তি ??)...।
খ....এখন বিদ্যুৎ বা
সারের জন্য কৃষকের
গুলি খেতে হয় না..।..
গ....সবার আয়
বেড়েছে..যেমন- একজন
গার্মেন্টস কর্মি 10
সালে বেসিক বেতন
পেত 1662 টাকা ,এখন
পায় 5300 টাকা ....।
তখনও দ্রব্যমুল্য যা
ছিল এখনও প্রায় তাই
আছে। ....
ঘ....এখন একজন কামলা
দিনে 400 থেকে 500
টাকা কামায়। ..
ঙ....আরও অনেক বলতে
পারব। বিএনপি
ক্ষমতায় থাকলে
দেশকি এর চেয়ে ভাল
চলত ??? ( 2001/6 সালে
সবখাতে কি ভয়াবহ
অবস্থা ছিল স্মরন
করুন) 4বার
দুর্নিতিতে শীর্ষ
স্থান। যেখানে সেখানে
সাধারন মানুষের উপর
জঙ্গী হামলা।দেশে
খাদ্য সংকট। 18 জন
কৃষককে গুলি করে
হত্যা । 21শে আগষ্ট
আরও কত রক্ত সব
ভুলে গেলেন ??
## আর এখন দেশ
বিদ্যুৎ গতিতে এগিয়ে
যাচ্ছে। আসলে আমরা
বাঙ্গালী তো... যতপাই-
আরও চাই... ।। কেউ
বলে - শেখ মুজিব ভাল
লোক ছিল...তার মেয়ে
ইসলাম বিরোধী ।
শেখ হাসিনা ইসলামের
বিরুদ্ধে কিছুই
করেনিই. (একথা সবাই
জানে-খালেদার চেয়ে
হাসিনা অনেক বেসি
ধার্মিক)....শাপলা
চত্তরের কথা যদি বল
.....?? হেফাজতে ইসলাম
টাকা খেয়ে সরকার
উৎখাতের জন্য অনেক
বাড়াবাড়ি করছে...
সরকার তা প্রতিরোধ
করছে। এই
রক্তাক্তের জন্য
সরকার একলা দায়ী
নয়..।..অন্তত 3..4..এর
উওর দাও.....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:০৫

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: কোন এলাকায় আপনার জন্ম, আপনার মার পেশা কি সেটা আপনার পোস্ট পড়লে বুঝা যায়। ব্লগ ভদ্রলোকদের জন্য, আপনার মত গাঁজাখোর চামচাদের জন্য না। দয়া করে পরিবেশ নষ্ট করবেন না, নোংরা জিনিশ পছন্দ হইলে ডাস্টবিনে গিয়ে থাকেন।

২| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

এস,এম,সুমন বলেছেন: তোরাইত দেশের আগাছা,তোরাইত দেশটাকে ডাস্টবিন বানিয়ে রেখেছিস,উচিত কথা বল্লেইত তোদের চুলকানি উটে যায় ছাগুর বাচ্চারা পারলে যুক্তি দিয়া তর্ক কর,ছাগলের তিন নাম্বার বাচ্চার মত লাফালাপি করছ কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.