![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা জিয়ার কাছে
ইসলাম যে
নিরাপদ না, এইটাই
তার প্রমাণ।
রাজিব গান্ধীর মৃত্যুর
পরে বিশ্ব বরণ্য
সকল নেতৃবৃন্দ যখন
মিলিত হয়েছিলেন।
তখন ইয়াসির
আরাফাত সাহেব হাত
এগিয়ে দিলে খালেদা
জিয়া হাত
গুটিয়ে নেন। অথচো,
ইয়াসির আরাফাত
সাহেব ছিলেন
ইসলামিক
আন্দোলনের
অগ্রগামী এক নেতা।
কিন্তু দুঃখজনক
হলেও সত্য যে,
কট্টরপন্থী
হিন্দুত্ববাদী
সংগঠনের প্রধান
নরেন্দ্র মোদীর এক
হাত নয়, বরং নিজ
থেকেই অতি
আনন্দের সাথে মোদীর
দুই হাত জড়িয়ে
ধরে কিসের পরশ
নিলেন বেগম
জিয়া??? জাতি ইহা
জানতে চায়।
মন্তব্য : বাংলাদেশ
আওয়ামীলীগ
সবার সাথেই
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
রেখেই
বাংলাদেশ গড়তে চায়
বিধায় সকলের
সাথেই হাত মিলায়।
তাছাড়া
আওয়ামীলীগ হচ্ছে
ধর্মনিরপেক্ষ
সংগঠন। তাই
বেইমানদের
মতো ধর্ম বিক্রি
করে খায়না এবং
খাবেও না,
আওয়ামীলীগ।
বি:দ্র: ইয়াসির
আরাফাতের সাথে
হাল মেলালে ইসলাম
চলে যায়।
তাহলে মোদীর দুই হাত
জড়িয়ে কোমল
পরশ নেওয়াতে ইসলাম
এর কি কোনই ক্ষয়
ক্ষতি হয়নাই, নাকি
ইসলাম টা বন্দক
রাখিয়াছিলেন
কোথাও???
জয়বাংলা,
জয়বঙ্গবন্ধু।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৮
সরদার হারুন বলেছেন: ইসলাম সম্মন্ধে আমার পড়া শুনা কম ।তবে জামাতে ইসলমের কেউ বলতে পারবেন । তারা না পারলে
হেফ্জাতে ইসলামের লোক বলতে পারবে কেনানা তারা নারী সাংবাদিক পছন্ধ করেন না ।