নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আসুন, আমরা ভোটের আমানত এর সঠিক ব্যবহার নিশ্চিত করি

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০০

ভোট আমাদের প্রত্যেকের ওপর একটি গুরুত্বপূর্ণ আমানত। তাই ভোট কেন্দ্রে যাওয়া বা ভোট প্রদানের আগেই প্রত্যেককে যাচাই করে নিতে হবে যে আমার ভোটটি আমি কোন সৎ এবং যোগ্য ব্যক্তিকে দিচ্ছি কি না। রাসূল (সঃ) এর হাদিস অনুসারে আমাদের হাশর (বিচার দিবসের অবস্থান) হবে তাদের সাথে যাদের আমরা দুনিয়াতে ভালবাসব। তাই আমার ভোটে যদি কোন অসৎ ব্যক্তি, চোর, দুষ্কৃতিকারী বা জালিম নির্বাচিত হয়ে যায়, তবে এর দ্বায়ভার আমার ওপরেও বর্তাবে এবং আমার আখিরাত ধ্বংস যদি তাদের সাথে আমার হাশর হয়ে যায়। প্রতিটি মুসলমানের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নামাজ, রোজা, যাকাত, হজ্ব সহ অন্যান্য ইবাদত সব বরবাদ হয়ে যেতে পারে এই ভুলের কারণে। উপরন্তু আমার ভোটে নির্বাচিত অসৎ লোকের কুকর্মের গোনাহ আমার আমলনামায় যুক্ত হয়ে যেতে পারে।

তাই সবার প্রতি আহবান, ভোট দেয়ার আগে আল্লাহকে ভয় করুন, আখিরাতকে স্মরণ করুন, জাহান্নামের আগুনে প্রজ্জ্বলিত হওয়া থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে (সূরা নাবা, আয়াত ২১)

এ প্রসংগে শায়েখ আহমদুল্লাহ সাহেবের এই ভিডিতটি আরো ভাল তথ্য দিবেঃ

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৮

বিজন রয় বলেছেন: আপনার কথা অনুয়ায়ী বোট কি শুধু মুসলমানরাই দিবে?

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমি ইসলামের আলোকে মুসলমানদের সতর্ক করেছি। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় গাইডলাইন অথবা তার নিজের বিবেকপ্রসূত গাইডলাইন অনুসরণ করবে। ধন্যবাদ।

২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:০২

রাসেল বলেছেন: সমাজের নেতা নির্বাচন করা আমাদের পবিত্র দায়িত্ব। দুঃখের সাথে বলতে চাই, আমি আমার এলাকায় একজন প্রকৃত নেতা খুঁজে বের করতে ব্যর্থ হয়েছি এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে অনুসন্ধান করার জন্য আমি আমার যথেষ্ট অবদান রাখিনি। আমি এটাও মনে করি একজন সত্যিকারের নেতা কখনোই দেশের সেবা করার জন্য ভোট ভিক্ষা করবে না, মানুষ নিজেই আসল নেতাকে খুঁজে বের করবে। কেন আমাদের তথাকথিত নেতারা নির্বাচনের সময় জনগণের সেবা করার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেন? উত্তর খুঁজতে খুব বেশি ভাবতে হবে না। ধন্যবা।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমাদের নেতৃত্বের করুণ অবস্থা বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন, ধন্যবাদ আপনাকে।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:

ভোট দেয়া হারাম।
আর চুরি ডাকাতি ঘুষ ট্রেনে বাসে আগুন দেয়া আরাম

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সে যাই হোক । স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে ভোট আপনার একটি প্রধান নাগরিক অধিকার ।
পাঁচ বছর পর আপনার সেই অধিকার প্রয়োগ করার সুযোগ এসেছে ।
তাই আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বি, ভোটাধিকার প্রয়োগের ফলাফল কি হয়েছে সেটাতো নিশ্চয় বুঝেছেন। আরো বুঝতে এই ভিডিওটি দেখুন: Click This Link

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে, দেশের বাইরে প্রায় এক কোটির উপরে মানুষ বসবাস করেন । তাদের ভোট দেয়ার কোন সুযোগই রাখা হয় নাই ।
তাদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা ইচ্ছা করলেই রাখা সম্ভব ছিল।

এছাড়া যারা সরকারি কর্মচারী অর্থাৎ যারা ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন । এরকম সরকারি কর্মচারী আছেন প্রায় নয় লাখের মতো ।
তাদের ভোটগুলিও নেয়ার কোনো সুযোগ রাখা হয়নি ।
তাদের ভোটগুলি আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে নিয়ে রাখা যেত।
আফসোস।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নবীজি নিজে কি গণতন্ত্রে বিশ্বাস করতেন?
তার সময় নেতৃত্ব নির্বাচন কি গণতান্ত্রিক উপায় হত?
তাহলে এই সমস্ত হারাম হালাল এর প্রশ্ন কেন তুলছেন?

আফসোস!!

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: এবার ৬৫% মানুষ ভোট দিতে যায়নি। মূলত তারা ভোট না দিয়ে প্রতিবাদ করেছে।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ৬৫% না, অন্ততঃ ৯০%। অধিকাংশ ভোটইতো জাল ভোট ছিল। মিডিয়াতে শত শত প্রমাণ ঘুরছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.