নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু কিছু কি আছে ?

এম সহিদুজ্জামান

নাম : মো: সহিদুজ্জামান সুমন । অন্যদাতা : মো: ছাব্দার আলী বিশ্বাস । আব্দার রক্ষাকারী : মিসেস শাহিদা পারভীন । থাম : সুন্দরপুর , পান্নাতলা বাজার , কালীগঞ্জ ,ঝিনাইদহ । প্রিয় রং : নীল ( কোন কারন ছাড়াই ।) । প্রিয় খাবার : ভুনা খিচুড়ী আর মুরগীর ঝোল (যদিও খেতে পায় মাঝে মাঝে । প্রিয় পোশাক : কোর্ট প্যান্ট টাই ( টাই পরার যোগ্যতা এখনো হয় নি ,ডেসটিনি করি না তো ! ) । প্রিয় কবি : রবীন্দ্রনাথ ঠাকুর ( যদিও বুঝি খুবই কম ) । প্রিয় বই : শেষের কবিতা (পড়েছি কয়েক’শ বার বুঝেছি কম) । প্রিয় খেলা : ক্রিকেট ও ফুটবল ( সব ছেলেদের এটা পছন্দ করা বাভ্যতামুলক -আমার বোন বলে ) । প্রিয় খেলোয়াড় : সাকিব আল হাসান ,লিওনেল মেসি (দুজন’ আমার অসম্ভব প্রিয় ) । সখ : কবিতা লেখা , কবিতা পড়া ,কবিতা আবিৃতি করা ( কোনটায় ঠিকমত পারি না ) । অবসর : এত কাজের ফাকে আবার অবসর........!

এম সহিদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

জীবনযুদ্ধ

২২ শে মে, ২০১৫ রাত ৮:৫৪

বাড়ি থেকে ঢাকা আসলাম মার্চ মাসের ৩১ তারিখ । তিনদিন এর বাসা ওর বাসা ঘুরে অবশেষে একটা মেসে উঠলাম এপ্রিল এর ৩ তারিখ । শুরু হল ঢাকার জীবন । চাকরি নামের সোনার হরিনের পিছে ছোটার প্রানান্তকর চেষ্টার ব্রত নিয়ে অবিরাম ছুটে চলার মানসে নতুন জীবনের শুরু । কিন্তু এই ছুটে চলার জন্য প্রয়োজন টাকা নামের এক বস্তু । সেটা কে দেবে ? বাবা নামের যে ব্যাংক থেকে এতদিন হিসাব ছাড়া টাকা খরচ করেছি তার একাউন্ট থেকে আর কতদিন ব্লাঙ্ক চেকে টাকা উঠাবো ? নিজের বিবেক বলে তো একটা জিনিস আছে ? যদিও জানি এই ব্যাংকের চেক কখনোও ফেরত যাবে না । তারপরও আমার আমিত্ব কে প্রতিষ্ঠা তো করতে হবে । কতদিন আর এভাবে বাবার পরিচয়ে থাকবো ? তাই কোনরকম চলার মত একটা চাকরি নিলাম একটি অন্যরকম পেশায় । আমাদের অঞ্চলে যেটাকে বাকা চোঁখে দেখা হয় । এমনও আছে এই পেশার লোকদের পরিচয় দিতে বা কথা বলতেও দিধা করে । যাইহোক পেশাটার নাম কি সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন । এই পেশাটা অপাঙতেও হলেও আমার কাছে এই মুহুর্তে মোটেও অপাঙতেও নয় । আর পেশাটার নাম “গার্মেন্টস কর্মী ’’ । এবার হয়তো আপনারাও নাক কুচকাতে শুরু করেছেন । তবে এই পেশায় আশার পর আমার অভিজ্ঞতার ঝুলিটা দিনদিন অনেক অনেক বেড়ে যাচ্ছে ।
সামনে আমার মাস্টার্স পরিক্ষা । হয়তো এমাসেই ফর্ম ফিলআপ । আমি কেন এ পেশায় আসলাম সেটা ভিন্ন কথা । তবে এখানে অনেকেই কেন এ পেশায় আসে সেটা জানতে পেরে আমি অতিশয় কষ্ট পেয়েছি ।এবং তাদের জীবন যুদ্ধের কাহিনি শুনে অবাক না হয়ে পারিনি । তাই ওদের জীবনের কিছু টুকরো ঘটনার সমাবেসে একটি উপন্যাস লিখা শুরু করেছি ।
আমার অনেক দিনের ইচ্ছা যাদের কে নিয়ে কেউ ভাবে না আমি তাদের জীবন কাহিনি লিখব । অনেক দিন পর আমার সেই স্বপ্ন পুরন হতে যাচ্ছে । সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই নিম্নবৃত্ত শ্রেনির মানুষের কথা লিখতে পারি । সব সত্য যেন সবার সম্মুখে প্রকাশ করতে পারি ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ রাত ৯:০৪

Rubel rana বলেছেন: আশা করি আপনি সফল হবেন।

২২ শে মে, ২০১৫ রাত ৯:১২

এম সহিদুজ্জামান বলেছেন: ধন্যবাদ আমাকে অনুপ্রেরনা দেবার জন্য ।

২| ২২ শে মে, ২০১৫ রাত ৯:৩২

ডিজ৪০৩ বলেছেন: আমরা এ দেশে এই কাজকে ছোট বলি ,কিন্তু এই মানুষই দেশের বাহিরে গিয়ে এর চেয়ে আরও ছোট কাজ করছেন তাতে তাদের সন্মান যাচ্ছে না, দেশে করলেই সন্মান যায়। যতদিন আমরা সব ধরণের কাজকে সন্মানের চোখে না দেখব ততদিন আমাদের মন মানুষ হবে না ।

২২ শে মে, ২০১৫ রাত ৯:৪৩

এম সহিদুজ্জামান বলেছেন: আমি আপনার সাথে শতভাগ সহমত । আর এই পেশায় চাকরি নেওয়ার পর আমার জীবনের লক্ষ পাল্টে গেছে । সবার বিরুদ্ধে গিয়ে আমি এই পেশাটাকেই জীবনের সাথে জড়াতে চাই । যেখানে লক্ষ লক্ষ লোক কাজ করে জীবিকা নির্বাহ করে সেখানে আমি করলে দোষ কি ? আর তাছাড়া আমি এই মানুষ গুলোর জীবনযুদ্ধ টা খুব কাছ থেকে দেখতে চাই । এদেরকে নিয়ে গবেষনা করতে চাই । আর সব শেষ কথা হল এই সেক্টর আমাদের যে পরিমান বৈদেশীক মুদ্রা আসে তার জন্য আমাদের অবশ্যয় একটা কমিটমেন্ট থাকা উচিৎ । আর এ পেশায় অবশ্যয় শিক্ষিত মানুষের আসা উচিৎ তাহলে এই সেক্টর আরো উন্নতি হবে ।

ধন্যবাদ আমাকে অনুপ্রেরনা দেবার জন্য । ভালো থাকবেন ।

৩| ২২ শে মে, ২০১৫ রাত ১০:০০

দিশেহারা আমি বলেছেন: শুভ কামনা রইলো।
লিখুন ওদের জীবনযুদ্ধ নিয়ে তবে কোন কাজকেই ছোট করে দেখবেন না।

৪| ২২ শে মে, ২০১৫ রাত ১০:৩৬

এম সহিদুজ্জামান বলেছেন: আমি কোন কাজকে ছোট করে দেখছি না বা দেখি না । তাইতো সবার অমতে এই পেশায় আসা । তবে এদের জীবন যাপন দেখে আমার মনের ভিতর অনেক তোলপাড় শুরু হয়েছে । তাইতো লিখতে চাই , যারা এই পেশাকে ভালো চোঁখে দেখে না তাদের জানাতে চাই এই পেশার মানুষ গুলো কি অমানুষিক পরিশ্রম করে আমাদের জন্য বিদেশী ডলার কামায় করে । আর তার বিপরিতে তারা কি জীবন যাপন করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.