![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম : মো: সহিদুজ্জামান সুমন । অন্যদাতা : মো: ছাব্দার আলী বিশ্বাস । আব্দার রক্ষাকারী : মিসেস শাহিদা পারভীন । থাম : সুন্দরপুর , পান্নাতলা বাজার , কালীগঞ্জ ,ঝিনাইদহ । প্রিয় রং : নীল ( কোন কারন ছাড়াই ।) । প্রিয় খাবার : ভুনা খিচুড়ী আর মুরগীর ঝোল (যদিও খেতে পায় মাঝে মাঝে । প্রিয় পোশাক : কোর্ট প্যান্ট টাই ( টাই পরার যোগ্যতা এখনো হয় নি ,ডেসটিনি করি না তো ! ) । প্রিয় কবি : রবীন্দ্রনাথ ঠাকুর ( যদিও বুঝি খুবই কম ) । প্রিয় বই : শেষের কবিতা (পড়েছি কয়েক’শ বার বুঝেছি কম) । প্রিয় খেলা : ক্রিকেট ও ফুটবল ( সব ছেলেদের এটা পছন্দ করা বাভ্যতামুলক -আমার বোন বলে ) । প্রিয় খেলোয়াড় : সাকিব আল হাসান ,লিওনেল মেসি (দুজন’ আমার অসম্ভব প্রিয় ) । সখ : কবিতা লেখা , কবিতা পড়া ,কবিতা আবিৃতি করা ( কোনটায় ঠিকমত পারি না ) । অবসর : এত কাজের ফাকে আবার অবসর........!
শহুরে ব্যস্ততার ভিড়ে নিজেকে হারিয়ে য়খন
ক্লান্ত আমি একটু অবসর খুজে হয়রান
চৈত্রের এক পশলা শীতল বৃষ্টি হয়ে
তুমি এসেছিলে আমার জীবনে
ছুয়েছিলে আমার শরীরের প্রতিটি রোমকূপ
তোমার স্পর্শে প্রাণ ফিরে পেয়েছিলাম আমি ।
তোমার বন্ধুতায় জীবন বদলে গিয়েছিল আমার
দখিনা হাওয়া লেগেছিল আমার গুমোট জীবন পালে
অনন্যতায় ভরেছিল নতুন আবেশ মাখা জীবনে
জীবন খুজে পেয়েছিল জীবনের নতুন মানে
তোমার শরীরের ঘ্রাণে ,তোমার চুল খোলা আহবানে
সুখের ছোয়া লেগেছিল প্রাণে ।
এভাবেই যদি কেটে যেত অনন্তকাল, নিথর সময়
কি এমন ক্ষতি হতো বলো ? দোষ কি ছিল কোন ?
ছন্দ পতনে তুমিই অগ্রগামি ছিলে
আমার সাথে অভিমান করেছিলে
কোন অভিযোগ ছাড়াই ভাসালে আমায়
এক সাগর নোনা জলে ।
আমার কথা একটুও ভাবলে না তুমি
ফাঁকি দিয়ে আকাশের তারা হয়ে গেলে অবলিলায়
আমাকে ভাসালে দুঃখের ভেলায় ।
আজ এতদিন পরও যখন দেখি তারাদের লুটোপুটি
ভাবি কোন এক তারা হয়ে তুমিও আছ ওদের সা্থে ।
১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৮
এম সহিদুজ্জামান বলেছেন: কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ । সাথেই থাকবেন আশা করি । আমিও সাথে আছি ।শুভ কামনা আপনার জন্য ।
২| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
বেশ কিছু বানান ভুল আছে। টাইপে সচেতন হতে হবে।
রোমকূপ, দক্ষিনা, সাতে, ঘ্রানে, প্রানে, ফাকি.........
১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৮
এম সহিদুজ্জামান বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবিতা পড়ার জন্য ।আপনার মত সচেতন পাঠকেরা থাকলে বাংলা ভাষা আরো সুন্দর হতো ।অনেকে কবিতা পড়েই না বুঝে *সুন্দর হয়েছে * মার্কা কমেন্ট করে চলে যায় । আমার ভুল ধরিয়ে আমাকে আরো বেশি সচেতন করার জন্য আরো একবার ধন্যবাদ ।
শুভকামনা আপনার জন্য । আবার আসবেন ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৪
শিশু গাছ বলেছেন: সুন্দর। সাথেই আছি।