![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন গড়িয়ে সপ্তাহ,
সপ্তাহ গড়িয়ে মাস,
আর মাস গড়িয়ে বছর শেষে
আজ ৩৮ এ পা রাখলাম আমি
হ্যাঁ, আজ আমার জন্মদিন।
আরো একটি বছর বেঁচে থাকলাম পৃথিবীতে। এই সুজলা সুফলা সুন্দর পৃথিবী আমাকে আরো একটি বছর উপভোগ করার সুযোগ দিল। আমি তাকে কি দিলাম সে কথা নিতান্তই অবান্তর।
নাগরীক ব্যাস্ততায় হয়তো ভূলেই থাকতাম এই দিনটির কথা। তবে ফেসবুক টাইম লাইন'ই মনে করিয়ে দিলো..
এই হলো প্রযুক্তির উৎকর্ষতা ।
ধন্যবাদ ফেসবুক টাইম লাইন..এরপর একে একে সকল বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খি,বিশেষ করে সকল fb-friend কে, যারা আমাকে এমন দিনে আমাকে শুভেচ্ছা জানিয়েছে..বা জানাবেন সবাই'কে ..
আজ বাবা 'কে খুব মনে পড়ছে..
এমন দিনে উনি থাকলে দিনটা ব্যাতীক্রম হতো হয়ত ..
২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৭
সুমন জেবা বলেছেন: ধন্যবাদ ভাই .. শুভকামনা আপনার জন্যেও ..
২| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৮
আহমেদ জী এস বলেছেন: সুমন জেবা ,
জন্মদিনের শুভেচ্ছা ।
দিন গড়িয়ে বছর, বছর গড়িয়ে শতাব্দী হোক- এই কামনা । ভালো থাকুন আর সুখে ........
২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫১
সুমন জেবা বলেছেন: দিন গড়িয়ে বছর, বছর গড়িয়ে শতাব্দীময় আপনিও ভালো থাকুন ...এই কামনা...
৩| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪০
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: শুভ জন্মদিন।
২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৩
সুমন জেবা বলেছেন: Thank you, আপনার জন্যেও শুভকামনা ..
৪| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৪
মুখ ও মুখোস বলেছেন: শুভ জন্মদিন!!!
২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০০
সুমন জেবা বলেছেন: Thank u so much ..
৫| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
সুমন কর বলেছেন: শুভ জন্মদিন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুভ জন্মদিন। আগত দিনগুলো হয়ে উঠুক সুখের, আনন্দমুখর, সুন্দর।
অনেক অনেক ভালো থাকুন, শুভকামনা নিরন্তর।