নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন

জুলফিকা১১

জুলফিকা১১ › বিস্তারিত পোস্টঃ

কৃত্রিম উদ্ভাবনে হাত দিল ফেসবুক! Facebook

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পদাঙ্ক অনুসরণ করে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে হাত দিয়েছে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। এ লক্ষ্যে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার তৈরি পরিকল্পনা করছে তারা। খবর এনডিটিভির।



কৃত্রিম বুদ্ধিমত্তাকে ফেসবুক কাজে লাগাতে চায় সংগ্রহে থাকা বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণে। এজন্য বিশ্ববিদ্যালয়টির ডাটা সায়েন্স শাখার অধ্যাপক ইয়ান লেকানকে প্রকল্পের দায়িত্ব দিয়েছে তারা।



ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার বলেন, এ খাতের অন্যতম পুরোধা ইয়ান এ পর্যন্ত কম্পিউটার নিয়ে অত্যন্ত কার্যকর গবেষণা করেছেন। তার রয়েছে দারুণ সব কল্পনা।



বর্তমানে ফেসবুকে যুক্ত আছেন বিশ্বের ১০০ কোটিরও বেশি মানুষ। প্রতিদিন এ সাইটে কোটি কোটি গিগাবাইট তথ্য আদান-প্রদান হয়। তাদের সবারই অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফেসবুকেই সংরক্ষিত থাকে। কোম্পানিটি চাইছে, এসব তথ্য উদ্ধার করে বিজ্ঞাপনদাতাদের জন্য ভোক্তা সুনির্দিষ্ট করে দিতে। তাতে আখেরে লাভ হবে ফেসবুকেরই। কেননা ১০০ কোটি গ্রাহক থাকলেও ফেসবুক ব্যবহারের জন্য কোনো অর্থ গুনতে হয় না। তাই আয়ের জন্য ফেসবুকনির্ভর করে সাইটে দেয়া বিজ্ঞাপনের ওপরই।



এক বিবৃতিতে ফেসবুক জানায়, নিউইয়র্কের তিনটি স্থানে গবেষণাগার স্থাপন করা হবে। ইয়ানের নেতৃত্বাধীন বিশেষ একটি দল এ তিনটি গবেষণাগারে ‘মেশিন লারনিং’ নিয়ে কাজ করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির এ ধারায় বিপুল পরিমাণ তথ্য থেকে জ্ঞান আহরণে প্রশিক্ষণ দেয়া হয় কম্পিউটারকে।



ফসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ফেসবুকে বিনিময় করা সব তথ্য থেকে জ্ঞান লাভ করতে সক্ষম একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে বিশেষ একটি কার্যনির্বাহী দল গঠন করা হয়। গ্রুপটির লক্ষ্য, প্রাত্যাহিক বিনিময় করা তথ্য থেকে জ্ঞান আহরণ করে লোকজনের বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দেয়ার সক্ষমতা অর্জন।



আরো পড়ুনঃ



নকিয়ার পরবর্তী স্মার্টফোনের ছবি ফাঁস!



৫ ধরণের নারী হতে সাবধান!





Visit my amazing blog: http://beb24.blogspot.com





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.