![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসালামুআলাইকুম । কেমন আছেন ? আশা করি ভাল আছেন । আমি আজ আপনার অ্যান্ডয়েড ফোনের জন্য টকিং ক্লক নিয়ে হাজির হয়েছি । এখন থেকে কম্পিউটার এর মত আপনার ফোন আপনাকে সময় বলে দিবে । ফোন তো সব সময় আপনার সাথে থাকে তাই এটি আপনার কাজে লাগবে । তাহলে আর দেরি কেন, জলদি নিচের ডাউনলোড লিঙ্ক হতে অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপটির সাথে দুটি ভয়েস আছে, সেই দুটি অবশ্যই ডাউনলোড করবেন। কারণ, অ্যাপ-এর সাথে ইংলিশ ভয়েস থাকে না। তাই ইংলিশ ভয়েস লাগবে। ১ম অবস্থায় রাশিয়ান ভাষা থাকে। তাই আমি ভয়েসও দিয়ে দিলাম অ্যাপটির সাথে।
1. Download Link For DVBEEP PRO
2. Download Click Voice
3. Download Click Voice
Source: Techtunes
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমার কাছে পৃথিবীতে বিরক্তিকর যে জিনিসগুলো দেখি তার মধ্যে অন্যতম হলো টকিং ক্লক। অন্ধদের জন্য এটা অবশ্যই কাজের, কিন্তু সাধারনভাবে প্রচন্ড রকম বিরক্তিকর লাগে যদি ঘন্টায় ঘন্টায় সময় শুনতে হয়।