নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুলফিকার

জুলফিকা৩৩

জুলফিকা৩৩ › বিস্তারিত পোস্টঃ

শৌচাগারের (Toilet) চেয়েও মোবাইল ১৮ গুণ বেশি নোংরা!

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭

যে স্মার্টফোন আপনার সর্বক্ষণের সঙ্গী, প্রিয় বন্ধু- সেটিই কিনা রোগের অন্যতম উৎস, জীবানুর আধার! শুধু তাই নয় অপরিচ্ছন্ন এই স্মার্টফোনের নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার শরীরেও, যা সৃষ্টি করতে পারে নানা রোগ।



যুক্তরাষ্ট্রের ফোন কোম্পানি ফোনশপের সহ-প্রতিষ্ঠাতা ড্যান বার্নস তার গবেষণায় দেখেছেন, নিত্য ব্যবহৃত একটি মোবাইল গণশৌচাগারের তুলনায় ১৮ গুণ বেশি নোংরা।



স্বভাবতই প্রশ্ন ওঠে কেন? এর উত্তরে বার্নস ব্যাখ্যা করেছেন, স্মার্টফোন সবসময় উষ্ণ ও অন্ধকার স্থানে থাকে। ফলে সেখানে সহজেই জন্মায় ব্যাকটেরিয়া। প্রায়ই নোংরা, অপরিচ্ছন্ন হাতে ব্যবহার হয় যন্ত্রটি। এটিও মুখ্য ভূমিকা পালন করে ব্যকটেরিয়া সৃষ্টিতে।



তাহলে ব্যবহারকারীরা কি করবেন এমন প্রশ্নের জবাবে বার্নস জানান, তিনি একটি ডিভাইস তৈরি করেছেন যাতে ব্যবহার করা হয়েছে অতিবেগুনি রশ্মি। তার দাবি, ৫০ মার্কিন ডলারের এই ডিভাইসে ব্যবহৃত অতিবেগুনি রশ্মি ব্যাকটেরিয়ার ডিএনএ ধ্বংস করতে ভীষণ কার্যকর। অবশ্য এ ধরণের ডিভাইস যে একেবারেই নতুন তা নয়।

আরো পড়ুনঃ

ডায়েট' কোমল পানীয় ও ওজন বাড়ায়

অতিরিক্ত ফাস্টফুডে শিশুদের আইকিউ কমে

ক্যানসার প্রতিরোধে ১৩ খাদ্য

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

আশাফ আনিস বলেছেন: নিত্য ব্যবহৃত একটি মোবাইল গণশৌচাগারের তুলনায় ১৮ গুণ বেশি নোংরা। B-)) B-)) B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.