![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডুবে ডুবে জল খাওয়ার কথা শুনেছেন অনেকেই, কিন্তু ডুবে ডুবে বিয়ের কথা শুনেছেন কেউ? ভাবতে অবাক লাগলেও এমন কাজটিই করেছেন এক দম্পতি। অতল গভীরে জলকে সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়েছেন `জাপানিজ ওয়াইফ` আর তার স্বামী।
ভালবাসার গভীরতা কতটা থাকে তা মাপার যন্ত্র না থাকায় আফশোস ছিল। কিন্তু ভালোবাসার জন্য জলের অনেকটা গভীরে গিয়ে প্রমাণ করলেন প্রেমের গভীরতা। বিয়ের গাউন, শার্ট পরে একেবারে জলের ১৩০ মিটার তলায় গিয়ে বিয়ে করলেন হিরোয়ুকি ইয়োশিদা এবং আমেরিকার সান্ড্রা স্মিথ।
স্বামী-স্ত্রী দু’জনেই ডাইভিং প্রশিক্ষক। স্বামী জাপানের লোক, আর স্ত্রী মার্কিন। দুজনের ভালবাসার মূলে ছিল জল। সেই জলকেই সম্মান জানিয়েই নতুন বিশ্বরেকর্ড গড়ে বিয়ে সারলেন ইয়োশিদা-সান্ড্রা। থাইল্যান্ডের ট্রাংয়ে অবস্থিত সং হং লেকের নিচে এক প্রাকৃতিক গুহায় জলের প্রায় ৪২৭ ফুট বা ১৩০ মিটার নিচে বিয়ের আয়োজন সম্পন্ন করলেন এই দম্পতি। জলের এত গভীরে এর আগে কেউ বিয়ে করেননি এখন পর্যন্ত।
সান্ড্রাই প্রথম হিরোয়ুকিকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে বলেছিলেন, জাপানিজ ওয়াইফ হওয়ার আগে তোমার কাছে একটা উপহার চাইব।
আরো পড়ুনঃ
IDM-এর বিকল্প দারুন এক "ডাউনলোড ম্যানেজার" download করে নিন।
নিয়ে নিন ২৫ ডলার বোনাস সহ ফ্রি Payoneer Master Debit Card !!!
২৮টি উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড!!! তাও আবার ফ্রী!!!
ইশারায় চলবে কম্পিউটার
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬
সুমন কর বলেছেন: পুরো পত্রিকার লাইনগুলো তুলে দিলেন!!!!
কপি করলে উৎস দিতে হয়।