![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্লে স্টোর-এ অ্যাপস ও গেমস দুই প্রকার, ফ্রী ও পেইড। অনেকের প্রশ্ন মামু, নেট কিনা প্লে স্টোর থাইক্কা অ্যাপস ও গেমস ডাউনলোড দেই, টাকা খরচ কইরাই তো নামালাম। যদি নেট এর টাকা আর প্লে স্টোর এর টাকার পার্থক্য না বুঝেন তাহলে হয়ত এই টিউন আপনার জন্য না।।
ফ্রী ও পেইড অ্যাপস ও গেমস এর পার্থক্য আকাশ পাতাল, যারা ব্যবহার করেছেন তারা অবশই বুঝতে পেরেছেন। প্লে স্টোরে কোন প্রয়োজনীয় অ্যাপস ও গেমস দেখলেই আমাদের ইচ্ছা হয় নামাতে, অনেকে হয়ত নিজের ক্রেডিট কার্ড ব্যাবহার করে নামাতে পারেন, অনেকে হয়ত গুগল মামার সহায়তায় বিভিন্ন ওয়েবসাইট ঘুরে কাঙ্খিত অ্যাপস ও গেমস নামতে সক্ষমও হন। কিন্তু আজ আমি কয়েকটি ধাপে প্লে স্টোর এর পেইড অ্যাপস ও গেমস ফ্রীতে নামানো শিখাব।
১। প্রথমে এখান থেকে থেকে অ্যাপসটি নামিয়ে ইন্সটল করে নিন।
২। প্লে স্টোরে প্রবেশ করুন, যেকোনো অ্যাপস সিলেক্ট করুন।।
৩। মেনুতে ক্লিক করে শেয়ার অপশন সিলেক্ট করুন।
৪। ফ্রী স্টোর দেখিয়ে দিন।
৫। ডাউনলোড এ ক্লিক করুন।।
৬। ব্যাস , ডাউনলোড শুরু হয়ে যাবে, এবার ইন্সটল দিয়ে আরামছে ব্যবহার করুন যেকোনো পেইড অ্যাপস ও গেমস।।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
সুমন কর বলেছেন: অ্যাপসটি কোথায় ইনস্টল করবো? পিসি / মোবাইলে?
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯
টেকনিসিয়ান বলেছেন: আপনার দেওয়া প্রসেস অনুযায়ী এ্যাপসটি ডাউনেলাড নিলাম িকন্তু ফাইলটি যুক্ত হলো জিপ আকারে এখন আমার পিসি থেকে আনজিপ করতে গেলেই নিম্নের ম্যাসেজটি আসে ............ কিভাবে আনজিপ করতে হবে যদি বিস্তারিত লিখতেন তাহলে সবার উপকার হতো।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২
টেকনিসিয়ান বলেছেন: প্লেস্টোর থেকে আমি এই দুটি পরিক্ষামূলকভাবে এই গেমসগুলো ডাউনলোড করেছিলাম এবং আনজিপ করত্ই উপরের ম্যাসেজটি আসে
১) Modern_Combat_4_Zero_Hour_v1.1.0
২) The_Amazing_Spider-Man_v1.1.9
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০
সুমন কর বলেছেন: কাজের পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।