নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুলফিকার

জুলফিকা৩৩

জুলফিকা৩৩ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন আনছে মজিলা! সাথে থাকছে আরো মজার মজার খবর!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

মজিলার স্মার্টফোন, ফায়ারফক্স অপারেটিং সিস্টেম, দাম মাত্র ২ হাজার টাকা। তৈরি করছে জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা। ব্রাউজার প্রতিষ্ঠানের তৈরি এ স্মার্টফোনটি হবে বিশ্বের সব থেকে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। মাত্র ২৫ ডলার বা ২ হাজার টাকার এ ফোনটি তৈরির জন্য এরই মধ্যে চীনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্পিডট্রামের সঙ্গে চুক্তি করেছে মজিলা। ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনে থাকবে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ৩২০ বাই ৪৮০ পিক্সেল। এছাড়া থাকবে ওয়াইফাই, বস্নুটুথ, এফএম রেডিও ও ২ মেগাপিক্সেল ক্যামেরা। ডিফল্ট ব্রাউজার থাকবে মজিলা ফায়ারফক্স, যাতে থাকবে এইচটিএমএল৫ সাপোর্ট। বিশ্লেষকদের ধারণা স্মার্টফোনের জন্য ফায়ারফক্স অপারেটিং সিস্টেম নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় এবার আসবে গতি, স্মার্টফোন ব্যবহারকারীরা অচিরেই পাবেন আরও একটি চমৎকার অপারেটিং সিস্টেম। আর মজিলার হাত ধরে আসবে অসংখ্য নতুন নতুন ও উন্নতমানের অ্যাপস



আরো পড়ুনঃ

বাজারে আসছে বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন!

মালয়েশিয়ার চোখধাঁধানো শপিং মল!

থ্রিজির কাঙ্খিত স্পীড পেতে করনীয়।

ফাঁসিতে ১২ মিনিট ঝুলেও জীবিত!

এবার থেকে কথা বললে হ্যান্ডসেটের চার্জ ফুরানো তো দূরের কথা বরং চার্জ আরো বাড়তে থাকবে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

সুমন কর বলেছেন: গুড

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

রি হোসাইন বলেছেন: ভাই আমি একটি নতুন অনলাইন ম্যগাজিন চালু করেছি। আমি আপনাদের মত কিছু লেখকদের খুজছি। কিন্তু সমস্যা হলো আমার সাইট টি এখনো নতুন হওয়ায় আমার ম্যাগাজিনের আয় নেই বল্লে-ই চলে। তাই শুরুতেই আমি আমার লেখকদের সন্মানী দিতে পারছি না। কিন্তু আপনাদের মতো লেখকরা যদি এগিয়ে এসে আমার ম্যাগাজিনে নিয়মিত কিছু ভালো লেখা দিতে থাকে তাহলে ম্যাগাজিন টা দ্রুত সমৃদ্ধ হতে পারে এবং এতে ভালো আয়ো হতে পারে। ভালো আয় হলে আমি অবশ্যই লেখকদের যথাযথ সন্মানী দেবার চেষ্টা করবো।
আমার অনলাইন ম্যাগাজিন টা একটু দেখুন। ভালো লাগলে ও ভালো মনে হলে কিছু মৌলিক লেখা দিয়ে সাহায্য করবেন। আমাকে নিয়মিত ফেসবুকের রি হোসাইন আইডি তে পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.