নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুলফিকার

জুলফিকা৩৩

জুলফিকা৩৩ › বিস্তারিত পোস্টঃ

ম্যাচ শেষে পিচ উধাও!

৩০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩২

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ ফাইনাল ম্যাচের প্র্য দুই ঘন্টার বেশী সময় পার হয়ে গেছে। দর্শকরা বের হয়ে গেছেন সেই তখনই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড পায় খালি। কিন্তু একি! ট্রেনের কামরার দুইগুন লম্বা ট্রাকমতন কি ঢুকছে মাঠের মধ্যে?

প্রথম দেখায় সবাইকেই এমন অবাক হতে হয়। মূলত এই ট্রাকের মতোন যন্ত্রটি আসলে পিচ তোলার যন্ত্র।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউণ্ডের যে পিচ গুলোতে খেলা হচ্ছে সেই পিচ এরা বাইরে তুলে নিয়ে যাচ্ছে। গুলো। বাইরে অন্য কোথাও যত্ন করে রেখে দেয়া হবে পিচগুলো। আবার যখন খেলা হবে তখন এইখানে ঐ পিচ গুলো এনে বসানো হবে।

এর কারণ হলো, এই মাঠেই কিছুদিনের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই পিচ যাতে নষ্ট না হয় সেজন্যে সংরক্ষিত স্থানে রেখে দেওয়া হচ্ছে পিচকে।

প্রসঙ্গত, এই পিচ ড্রপ ইন সিস্টেমটি শুধুমাত্র ব্রিসবেন আর মেলবোর্নেই রয়েছে।

সংবাদ: প্রিয়

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: বিষয়টি মজার, আসলে এমনই হওয়া উচিৎ।

২| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪১

মাথা ঠান্ডা বলেছেন: চমৎকার সিস্টেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.