নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুলফিকার

জুলফিকা৩৩

জুলফিকা৩৩ › বিস্তারিত পোস্টঃ

মহিষের আঘাতে পালালো সিংহ (ভিডিও)!

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৫



বনের রাজা বলা হয় সিংহকে। যার থাবা থেকে বাঁচার জন্য অন্য সব প্রাণীরা নিরাপদ আশ্রয় খোঁজেন। অথচ সেই হিংসকে নাস্তনাবুদ বানিয়ে ছাড়লো একদল মহিষ।

সম্প্রতি আফ্রিকার ক্রজার পার্কে ইয়ান ম্যাথসন নামের এক দর্শনার্থী এসেছিলেন পরিবার নিয়ে। তাদের ক্যামেরায় ধরা পড়ে সিংহ ও মহিষের বিরল লড়াই। একদল সিংহ একটি মহিষকে ঘিরে ফেলে। অসহায় মহিষের উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র সিংহেরদল। পালাবার কোনো পথ না পেয়ে আত্মসমর্পণ করে সে।

দূর থেকে সব কিছুই দেখছিল মহিষের দলের বাকি সদস্যরা। বন্ধু মহিষের অবস্থা সঙ্কটজনক তারা আর নিজেদেরকে সামলাতে পারে না। সাহস করে অতর্কিত হামলা চালায় সিংহদের উপর।

এতোটাই হিংস্র হয় যে সিং উচিয়ে একটি সিংহকে পাঁচ মিটার শূন্যে ছুঁড়ে ফেলে দেয়। ডিগবাজি খেয়ে পড়ে যায় সিংহ। এরপরও ক্ষান্ত হয় না মহিষের দল। আবার আক্রমণ করে। অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে পালায় সিংহের দল।

মজার সেই ভিডিওটি দেখুন এখানে


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: বাঁচার জন্য কে না চেষ্টা করে মহিষেরও সেই চেষ্টা।

২| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০২

ডরোথী সুমী বলেছেন: বাহ! সাবাস, মহিষের বাচ্চা! (মহিষদের পিঠ চাপড়ে দিতে পারলে ভাল হোতো)। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.