![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশা তাড়াতে এ যাবৎ অনেক ওষুধই বের হয়েছে। কিন্তু এগুলোর বেশির ভাগই শতভাগ মশা তাড়াতে ব্যর্থ। আবার কোনো কোনো ওষুধে ভালো কাজ হলেও দেখা যায় যে তা মানবদেহের জন্য ক্ষতিকর। এ অবস্থা থেকে উত্তরণে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী একটি ঘাস খুঁজে পেয়েছেন যা মশা তাড়াতে বেশ কার্যকর। মূলত তারা এমন একটি সুগন্ধি ঘাসের সন্ধান পেয়েছেন যার গন্ধে আশপাশে মশা থাকে না।
বিশেষ এই ঘাস যুক্তরাষ্ট্রের কিছু আদি জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে বিভিন্ন ধরনের কীটপতঙ্গকে দূরে রাখতে ব্যবহার করে থাকে। সম্প্রতি ওই ঘাসের নির্যাসের সঙ্গে আরেকটি সুগন্ধি ঘাসের নির্যাসের মিশ্রণ ঘটান যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তবে তার আগে এগুলো কয়েকটি ধাপে পরিশোধিত করা হয়। এরপর একটি গবেষণাগারে চালানো হয় পরীক্ষা। সেখানে রক্ত দিয়ে কৃত্রিমভাবে মানুষের আকৃতির একটা অবয়ব তৈরি করা হয়। এতে প্রলেপ দেওয়া হয় ওই মিশ্রণের। এরপর ছেড়ে দেওয়া হয় কয়েকটি মশা। তাতে দেখা যায়, মশাগুলো রক্তের দিকে যায়নি।
তবে এই নির্যাস এখনই বাজারজাত করার পক্ষে নন গবেষকরা। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের রসায়নবিদ চার্লস কানট্রেল বলেন, 'আমাদের পরীক্ষার ব্যাপ্তি ছিল তিন মিনিট। এই সময়ে ওই নির্যাস কাজ করেছে। তবে তা তিন ঘণ্টা কাজ করবে কিনা, তা আরো পরীক্ষা করে দেখতে হবে।'
প্রতিদিনের আরো তথ্যপূর্ণ খবর জানতে আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন।
২| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪০
এহসান সাবির বলেছেন: ভালো খবর।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৪
প্রামানিক বলেছেন: দারুণ খবর।