নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুলফিকার

জুলফিকা৩৩

জুলফিকা৩৩ › বিস্তারিত পোস্টঃ

জানা ঘটনার অজানা তথ্য…

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২০



আজ আমরা আলোচনা করব বেশ কিছু মজার ঘটনা। কিন্তু আমরা হয়তো সেভাবে সেগুলিকে ভাবি না বা নজর দিই না। এরকম বেশ কিছু মজার মজার ঘটনা, (যার তথ্য সূত্র অবশ্যই ইন্টার নেট বা উইকি বা ব্রিটানিকা এন্সাইক্লোপিডিয়া) বেছে বেছে নিয়ে হাজির করলাম তোমাদের জন্য। জানা জিনিস আর একবার জেনে নিতে দোষ কি! যদি না সেটা আমার বা আপনাদের পূর্বের ডেটা বেস কে আমাদের মস্তিষ্কের মেমরি থেকে উড়িয়ে না দেয়। আসুন ভনিতা ছেড়ে একএক করে মজার বিষয়গুলিকে আলোচনা করি–

১। সকাল বেলায় প্রহর ঘোষনা করে কে? কার ডাকে আমাদের ঘুম ভাঙ্গে? কি? কাক? আরে না। একেবারে রঙ ট্র্যাক ধরে ফেলেছো। আসলে আমি বলতে চেয়েছিলাম মোরগের কথা। মোরগের ডাক আমরা সবাই শুনেছি বা মোরগ কে আমরা সবাই ডাকতে দেখেছি। কেমন সুন্দর গলা উচিয়ে কুক্কুরুক কু করে ডাকে । হ্যা এর মধ্যে মজার তথ্য টা কোথায় ? আছে আছে এত ব্যস্ত হওয়ার কিছু নাই। তাহলে বলেই ফেলি– গলা উঁচু না করলে মোরোগ ডাকতেই পারবেনা। কেউ কি কখনো মোরগ কে গলা না উঁচু করে ডাকতে দেখেছো? না দেখনি। এর কারন তাদের ভোকাল কর্ডের অবস্থান গত বিন্যাস।

২। সমুদ্রের নীল পানি রাশির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা অপার দিগন্ত বিস্তৃত নীল আকাশের দিকে অনেক্ষণ চেয়ে থাকলে মনটা দেখবে বেশ শান্ত হয়ে যায়। তোমরা বলবে হ্যা এটার মধ্যে নতুন কি খোজার চেষ্টা করছেন? এতো প্রকৃতির দান– তার বিশালতা। অবশ্যই সত্য। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা হল– আমাদের বর্ণালীর নীল রঙের একটা বিশেষ প্রভাব রয়েছে। নীল রঙ আমাদের মস্তিষ্কের উপর সরাসরি প্রভাব ফেলে– এবং কামিং হরমোন (calming hormones) গুলিকে নির্গত করতে উদ্দীপনা যোগায়। যা আমাদের মনটাকে অনেকটা শান্ত করে দেয় । Calming Hormones হল Stress Hormones এর ঠিক উল্টো কাজ করে।

৩। এবার আসি আর একটি অপেক্ষাকৃত লঘু বিষয়ে। টাইটানিক জাহাজের কথা আমরা কে না জানি। আর যার জানতাম না তারাও ইতিমধ্যে বিখ্যাত সেই টাই টানিক সিনেমা থেকে জেনে গেছি। টাইটানিক হল প্রথম জাহাজ যাতে SOS সিস্টেম চালু করা হয়ে ছিল। না এটি মজার তেমন কোন তথ্য না। এবার মজার তথ্যটি বলি। টাইটানিক জাহাজ টি তৈরী করতে খরচ হয়েছিল- ৭ মিলিয়ন ডলার। আর টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার ঘটনা নিয়ে তৈরী যে ছবি (সিনামা) সেটি তৈরী করতে খরচ হয়েছিল ২০০ মিলিয়ন ডলার। হায় হায় বাঙালী। এই দুঃখ রাখি কোথায়?

৪। জলহস্তী বা হিপোদের কে আমরা সবাই দেখেছি। একটি মজার প্রচলিত ধারনা রয়েছে জলহস্তীরা যখন খুব আপসেট বা হতাশ হয় বা শক পায় তখন তাদের দেহ থেকে ঘামের বদলে রক্ত ঝরে। আসলে এটি অত্যন্ত প্রচলিত একটি ধারনা–কিন্তু সঠিক নয়। সঠিক ব্যাখ্যা হল তাদের দেহের মধ্যে থাকা মিউকাস যাতীয় পদার্থ আবা তেলতেলে একটি পদার্থ নির্গত হয় (রেড ওয়েল) যা ঘামা বা Sweat এর সঙ্গে মিশে যায় এবং বায়ুর সংস্পর্ষে এসে লাল রক্তের মত দেখায়।

৫। এবার একটি মজার সাধারণ জ্ঞান সন্ধীয় তথ্য বলি– অ্যাজলেট কাকে বলে জানা আছে? না আমিও জানতাম না তাই শেয়ার করলাম। জুতো আমরা প্রায় সকলেই পরি, জুতোর ফিতে আমরা সবাই বাঁধি। এই জুতোর ফিতের একেবারে প্রান্তে যে প্লাস্টিক কোট টি থাকে তাকেই বলে অ্যাজলেট।

প্রতিদিনের আরো তথ্যপূর্ণ খবর জানতে আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন।


মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৬

খাটাশ-২ বলেছেন: মোরগ সকাল বেলায় ডাকে কেন? সারারাত ঘুমানোর পর সকালে মুরগিকে খুজতেই মোরগ ডাকে। মোরগ তো আপনাদের মতো সভ্য না যে ডাকবে ওগো তুমি কি উঠেছো?? আর গলা উচু করে ডাকে কারণ উচু গলা দিয়ে দেখে নেয় চারপাশ মুরগি কোথায় আছে, অন্য কোন মোরগের সাথে ভেগে গেল কিনা। এই ডাক শুনে মুরগি মোরগের কাছে এসে ঘুরঘুর করে আর বলে, "কর কর কর কর কর ................................"।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

আজমান আন্দালিব বলেছেন: মজার তথ্য।

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: জানলাম।

৪| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮

প্রবাসী ভাবুক বলেছেন: অনেক কিছু জানলাম৷যদি নীল রংয়ের কারণে কামিং হরমোন নির্গত হয়ে মন ভাল করে, তাহলে যারা অফিসে বড়বড় দালানের ভিতর কাজ করার কারণে নীল আকাশ ও নীল সমুদ্র কোনটাই দেখতে পায় না তারা কি টেবিলের উপর নীল কাপড়ের টেবিল ক্লথ বিছিয়ে নিলে উপকার পাবে?

৫| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬

মাঘের নীল আকাশ বলেছেন: হুমম...এই জন্যেই না কী কে জানে, আমাদের কিউবিকলগুলো সব স্কাই ব্লু পার্টিশন দিয়ে করা...!!! :P

৬| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মজার তথ্যা।


জানা ছিল না।

ধন্যবাদ ভাই শেয়ার্ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.