![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাম বাড়ছে গ্যাস ও বিদ্যুতের। তবে কতোটা বাড়ছে বা সমন্বয় হচ্ছে, সেটি জানাতে বিকেলে ৪ টায় সংবাদ সম্মেলন ডেকেছে এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। জানা গেছে, নতুন দাম কার্যকর হবে পয়লা সেপ্টেম্বর থেকে।
বিইআরসি সূত্রে জানা গেছে, গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ২৫ শতাংশ ও বিদ্যুতের দাম গড়ে সাত শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সবমিলিয়ে গ্যাসের দাম বাড়তে পারে ২০ থেকে ২৫ শতাংশ। তবে বিদ্যুৎ ও সার উৎপাদন ব্যবহৃত গ্যাসের দাম বাড়বে না। আর বাসাবাড়ি ও সেচ কাজে ৬০০ ইউনিটের নিচে ব্যবহৃত বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই দাম বৃদ্ধির বিষয়ে বিইআরসি গণশুনানি করে। এতে দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়নি। এরপরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এতে দেশে বিদ্যুতের উৎপাদন খরচ আরও কমেছে। এই পরিস্থিতিতেও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রতিদিনকার তথ্যপূর্ণ খবর জানতে আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন।
২| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৫
ধূসরছায়া বলেছেন: দেশ-জনগনের কথা বাদ দেন তো; কামলা-আমলা-নেতা-খেতা-এমপি-মন্ত্রী আর বিদেশে বাল-বাচ্চা পালার জন্য টেকা চাই, মেলা টেকা।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭
প্রামানিক বলেছেন: আমাদের বাঁশ খাওয়ার অবস্থা।